ভাস্কুলার বান্ডল কি এবং কাকে বলে ?
ভাস্কুলার বান্ডল কি : উদ্ভিদ দেহে যে টিস্যু (জাইলেম ও ফ্লোয়েম)খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাই ভাস্কুলার বান্ডল।
সংজ্ঞা : উদ্ভিদ দেহের অভ্যন্তরে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু গুচ্ছাকারে অবস্থান করে। এরূপ গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলে।
অবস্থান : সকল ভাস্কুলার উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতার শিরা-উপশিরা বরাবর ভাস্কুলার টিস্যুতন্ত্র অবস্থান করে।
ভাস্কুলার বান্ডল এর গঠন :
একবীজপত্রী উদ্ভিদে শুধু জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে ভাস্কুলার টিস্যুতন্ত্র জাইলেম ও ফ্লোয়েমের সাথে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু অবস্থান করে। অধিকাংশ মূল ও কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো বৃত্তাকারে সজ্জিত থাকে কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে এছাড়া কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে থেকে বান্ডল গঠন করলেও মূলে সব সময় পৃথক ব্যাসার্ধে থেকে বান্ডল গঠন করে।
ভাস্কুলার বান্ডল এর প্রকারভেদ :
জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায় । যথা : (১) সংযুক্ত, (২) কেন্দ্রীয় ও (৩) অরীয় ।
১। সংযুক্ত ভাস্কুলার বান্ডল :
একই অঙ্কে বা ব্যাসার্ধে জাইলেম ও ফ্লোয়েম সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে।
ফ্লোয়েম এর সংখ্যা ও অবস্থানের উপর ভিত্তি করে সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা :
(i) সমপার্শ্বীয় এবং
(ii) সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল ।
(i) সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল : পরিধির দিকে একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং কেন্দ্রের দিকে একখণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সংযুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে।
ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে এই ভাস্কুলার বান্ডলকে আবার নিম্নলিখিত দুই ভাগে ভাগ করা যায় । যথা :
ক. মুক্ত সমপার্শ্বীয় : যখন সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের জাইলেম ও ফ্লোয়েম এর মাঝখানে ক্যাম্বিয়াম উপস্থিত থাকে তখন তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন— দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল ।
খ. বদ্ধ সমপার্শ্বীয় : যখন সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল এর জাইলেম ও ফ্লোয়েম এর মাঝে ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে তখন তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল ।
(ii) সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল : যখন কোনো সংযুক্ত ভাস্কুলার বান্ডল এর বাহির ও ভিতরের দিকে ফ্লোয়েম মধ্যখানে জাইলেম এবং জাইলেমের উভয় পাশে ক্যাম্বিয়াম উপস্থিত থাকে তখন তাকে সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। অর্থাৎ এই প্রকার বান্ডলে একখণ্ড জাইলেম, দুই খণ্ড ফ্লোয়েম ও দুই খণ্ড ক্যাম্বিয়াম উপস্থিত থাকে।
বাইরের দিকের ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে এই প্রকার ভাস্কুলার বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়াম এর উপস্থিতির জন্য সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত প্রকৃতির ।
২। কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল :
এই প্রকার ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম এর মধ্যে যে কোনো একটি কেন্দ্রে অবস্থান করে এবং অপরটি তাকে বাইরে থেকে চারদিকে বেষ্টিত করে রাখে । জাইলেম ও ফ্লোয়েম এর অবস্থান অনুযায়ী কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল দুই প্রকার । যথা :
(i) হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেমকেন্দ্রিক : এক্ষেত্রে জাইলেম কেন্দ্রে অবস্থান করে এবং ফ্লোয়েম চারদিক দিয়ে জাইলেমকে ঘিরে রাখে। যেমন— ফার্ন জাতীয় উদ্ভিদের কাণ্ড ও কতিপয় দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুল ও ফলে এই প্রকার ভাস্কুলার বান্ডল দেখা যায়।
(ii) লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েমকেন্দ্রিক : এইক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে অবস্থান করে এবং জাইলেম তাকে ঘিরে রাখে। যেমন- Dracaena নামক উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ।
৩। অরীয় ভাস্কুলার বান্ডল :
যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পৃথক পৃথকভাবে বাড়ল গঠন করে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পর্যায়ক্রমে সজ্জিত থাকে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। মূলে অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় ।
ভাস্কুলার বান্ডল এর কাজ :
(i) জাইলেম টিস্যুর মাধ্যমে মূল হতে কাণ্ড ও পাতায় পানি ও দ্রবীভূত খাদ্যরস ও খনিজ লবণ পরিবহন করে ।
(ii) ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদদেহের অন্যান্য অংশে পরিবাহিত করে।
(iii) উদ্ভিদকে যান্ত্ৰিক দৃঢ়তা প্রদান করে।