হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমন পরীক্ষা

পরীক্ষণ : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমন পরীক্ষা

তত্ত্ব : সূর্যের আলোর উপস্থিতিতে যে কোনো উদ্ভিদ পাতার ক্লোরোফিল ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় অক্সিজেন প্রস্তুত করে।

প্রয়োজনীয় উপকরণ : (i) একটি কাচের বিকার (ii) Hydrilla উদ্ভিদ (iii) একটি ফানেল (iv) একটি টেস্টটিউব (v) পানি ও (vi) শিখাহীন জ্বলন্ত কাঠি ।

কার্যপদ্ধতি : Hydrilla নামক জলজ উদ্ভিদকে বিকারে রেখে ফানেল দিয়ে ঢেকে দিই। Hydrilla উদ্ভিদকে এমনভাবে স্থাপন করি যেন এর কাটা কাণ্ড ফানেলের নলের দিকে থাকে। এবার বিকারে এমন পরিমাণ পানি ঢালি যাতে ফানেলের নলটি পানিতে ডুবে থাকে।

এবার একটি টেস্টটিউব সম্পূর্ণ পানি ভর্তি করে ফানেলের নলের ওপর উপুড় করে রাখি। এ অবস্থায় পরীক্ষণ সেটটিকে সূর্যালোকে (অথবা পরীক্ষাগারের বৈদ্যুতিক বালব জ্বালিয়ে) রাখি ।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমন পরীক্ষা

পর্যবেক্ষণ : কিছুক্ষণ পর দেখা গেল যে, Hydrilla উদ্ভিদ থেকে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে এবং টেস্টটিউবে জমা হচ্ছে। গ্যাসপূর্ণ টেস্টটিউবের মুখ আঙুল দিয়ে চেপে ধরে এর ভিতরে একটি শিখাবিহীন জ্বলন্ত কাঠি প্রবেশ করাই, কাঠিটি দপ করে জ্বলে উঠল, যা অক্সিজেনের ধর্ম প্রমাণ করে।

সিদ্ধান্ত : যেহেতু গ্যাসটি শিখাহীন কাঠটিকে জ্বলতে সাহায্য করেছে সেহেতু গ্যাসটি অক্সিজেন। কারণ অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে।

সতর্কতা :

১. ফানেলের ভিতর Hydrilla উদ্ভিদ নিয়ে সাবধানে বিকারের ওপর স্থাপন করতে হবে।

২. টেস্টটিউবটিকে পানি ভর্তি করে সাবধানে উপুড় করে ফানেলের ওপর রাখতে হবে।

Leave a Comment

error: Content is protected !!