হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আরবি রচনা : আল ইসলাম – অর্থ সহ

ٱلْإِسْلَامُ /  إِنَّ ٱلدِّينَ عِنْدَ ٱللّٰهِ ٱلْإِسْلَامُ
আল ইসলাম/ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম

المُقَدَّمَةُ :

فِي هٰذَا ٱلْكَوْنِ أُنَاسٌ كَثِيرَةٌ- وَكُلُّ وَاحِدٍ مِّنْهُمْ يَتَّبِعُ دِينًا مُّعَيَّنًا- وَٱلأَدْيَانُ كَثِيرَةٌ- مِنْهَا ٱلنَّصْرَانِيَّةُ، وَٱلْيَهُودِيَّةُ، وَٱلْبُوذِيَّةُ وَٱلْهِنْدُوكِيَّةُ وَٱلْإِسْلَامُ  وَمِنْ هٰذِهِ ٱلْأَدْيَانِ كُلِّهَا بَاطِلَةٌ إِلَّا ٱلْإِسْلَامُ- حَيْثُ قَالَ تَعَالَى: (إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللّٰهِ ٱلْإِسْلَامُ) وَهُوَ ٱلدِّينُ ٱلْوَحِيدُ ٱلَّذِي يَسْلُك مَسْلَكَ الْهِدَايَة

مَعْنَى ٱلْإِسْلَامِ:

ٱلْإِسْلَامُ فِي ٱللُّغَةِ ٱلِٱسْتِسْلَامُ وَٱلِٱنْقِيَادُ وَٱلْخُضُوعُ. وَفِي ٱصْطِلَاحِ ٱلشَّرْعِ: هُوَ ٱلدِّينُ ٱلَّذِي أَرْسَلَ ٱللّٰهُ بِهِ رَسُولَهُ مُحَمَّدًا صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ لِهَدَايَةِ ٱلْبَشَرِ وَإِخْرَاجِهِمْ مِنَ ٱلظُّلُمَاتِ إِلَى ٱلنُّورِ

আরো পড়ুন : আরবি রচনা : কুরআনুল কারীম – অনুবাদ সহ

ٱلدِّينُ ٱلْمَقْبُولُ عِندَ ٱللّٰهِ:

ٱلْإِسْلَامُ هُوَ ٱلدِّينُ ٱلْمَقْبُولُ عِندَ ٱللّٰهِ عَزَّ وَجَلَّ، وَغَيْرُ هٰذَا ٱلدِّينِ مِنَ ٱلْيَهُودِيَّةِ وَٱلنَّصْرَانِيَّةِ وَٱلْبُوذِيَّةِ وَٱلْهِنْدُويَّةِ كُلُّهَا بَاطِلَةٌ. قَالَ تَعَالَى: (وَمَنْ يَبْتَغِ غَيْرَ ٱلْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي ٱلْآخِرَةِ مِنَ ٱلْخَاسِرِينَ)- وَقَالَ فِي آيَةٍ أُخْرَى: {وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَامَ دِينًا}.

حَقِيقَةُ دِينِ ٱلْإِسْلَامِ:

إِنَّ ٱلْإِسْلَامَ أَفْضَلُ ٱلْأَدْيَانِ، وَهُوَ دِينُ ٱلْعَدْلِ وَدِينُ الأَمْنِ وَٱلسَّلَامِ- لِذَا أَنَّهُ أَقَامَ ٱلْعَدْلَ وَالأمْنُ وَالسَّلَامَ فِي الْمُجْتَمَعِ-وَهُوَ دِينُ شَيْءٍ بَيْنَ ٱلْغَنِيِّ وَٱلْفَقِيرِ وَبَيْنَ ٱلْأَمِيرِ وَٱلْمَأْمُورِ وَهُوَ دِينُ ٱلْمَحَبَّةِ وَٱلْأُلْفَةِ- وَهُوَ دِينٌ شَامِلٌ وَكَامِلٌ، وَهُوَ نِظَامٌ لِكُلِّ زَمَانٍ وَمَكَانٍ وَلِكُلِّ نَوْعٍ مِنَ ٱلنَّاسِ.

আরো পড়ুন : আরবি রচনা : মাদ্রাসা (বাংলা অনুবাদ সহ)

ٱلْوَاجِبُ عَلَيْنَا نَحْوَ ٱلْإِسْلَامِ:

عَلَيْنَا أَنْ نَفْهَمَ ٱلدِّينَ بِٱلْقُرْآنِ وَٱلْأَحَادِيثِ ٱلصَّحِيحَةِ وَ نَعْمَلَ بِإِرْشَادَاتِهِ حَتَّى نَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ ٱلْمُخْلِصِينَ. قَالَ تَعَالَى: (وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُّسْلِمُونَ}- وَعَلَيْنَا أَنْ نُقِيمَ هٰذَا ٱلدِّينَ فِي بِلَادِنَا، وَنَبْذُلَ جُهُودَنَا لِذٰلِكَ. وَٱللّٰهُ ٱلْمُوَفِّقُ وَلِيُّ ٱلتَّوْفِيقِ.

ভূমিকা :

এ বিশ্বে অনেক মানুষের বাস। এদের প্রত্যেকেই কোন নির্দিষ্ট এক দ্বীনের অনুসরণ করেন। আর ধর্মের সংখ্যাও অনেক। তন্মধ্যে খ্রিস্টান, ইহুদী, বৌদ্ধ, হিন্দু ও ইসলাম উল্লেখযোগ্য। এ সকল ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্ম ব্যতিরেকে বাকী সবগুলোই বাতিল । আল্লাহ তা’আলা বলেন- “নিশ্চয়ই আল্লাহ তা’আলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ।” একমাত্র এ ধর্মই হিদায়াতের পথ প্রদর্শন করে ।

ইসলাম অর্থ :

শাব্দিকভাবে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অনুগত হওয়া। আর শরীয়তের পরিভাষায় এমন জীবনাদর্শকে বলা হয়ে থাকে যে, আল্লাহ তা’আলা তার রাসূল মুহাম্মদ (স)-কে মানব জাতির হিদায়াতের জন্য এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য প্রেরণ করেছেন।

আল্লাহর কাছে গ্রহণীয় ধর্ম :

মহান আল্লাহ তা’আলার কাছে একমাত্র গ্রহণীয় ধর্ম হচ্ছে ইসলাম। এ ছাড়া ইহুদী, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুসহ যত ধর্ম রয়েছে সবই বাতিল। আল্লাহ তা’আলা এ বিষয়ে ঘোষণা দিয়ে বলেছেন- “আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে অনুসরণ করে তবে তা কখনও কবুল করা হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হবে।”

ইসলাম ধর্মের প্রকৃতি :

ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। উহা হচ্ছে ন্যায়-ইনসাফের ধর্ম, নিরাপত্তা ও শান্তির ধর্ম। এ কারণেই ইসলাম সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে। ইহা এমন ধর্ম যা ধনী-গরীব, রাজা-প্রজার মধ্যে সমতা বিধান করেছে । ইহা এমন ধর্ম যা পালন করা খুবই সহজ যার মধ্যে কোন কাঠিন্যতা নেই । ইহা ভালবাসা ও আন্তরিকতার ধর্ম। ইহা মানুষের জন্য যুগোপযোগী, পরিপূর্ণ জীবন বিধান ।

ইসলামের ব্যাপারে আমাদের করণীয় :

দ্বীন ইসলামকে কুরআন ও সহীহ হাদীসের আলোকে অনুধাবন করা এবং উহার দিকনির্দেশনা অনুযায়ী আমল করা আমাদের কর্তব্য ; যাতে আমরা নিষ্ঠাবান মুসলিম হতে পারি। যার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন- “তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।” এ দ্বীনের আদর্শকে আমাদের দেশে প্রতিষ্ঠায় সংগ্রাম করাও আমাদের দায়িত্ব। মহান আল্লাহই তৌফিক দাতা।

Leave a Comment