হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

কর্ডাটা ও নন কর্ডাটা: সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ, পার্থক্য

মানুষের কাছে কর্ডাটা (Chordata) পর্বের প্রাণীই সবচেয়ে বেশি পরিচিত । ক্ষুদ্রাকায় কাচকি মাছ থেকে মানুষ পর্যন্ত সব প্রাণী এ পর্বের অন্তর্ভুক্ত । বিবর্তনের ধারাবাহিকতায় আপাতত শেষ প্রান্তে রয়েছে এ পর্ব । তবে উৎপত্তির সময়কার প্রাণিদের দেহগড়ন বর্তমান পর্যায়ের স্তন্যপায়ীতে এসে যে জটিল রূপ ধারণ করেছে তা সুস্পষ্ট ।

এ পর্বের ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব হচ্ছে Echinodermata এবং Hemichordata । অন্য নন কর্ডাটা গোষ্ঠীগুলোর সঙ্গে কর্ডেটের অনেক বিষয়ে সাদৃশ্য রয়েছে, যেমন দ্বিপার্শ্বীয় প্রতিসম, অগ্র-পশ্চাৎ অক্ষ, সিলোম, নলের ভেতরে নালির বিন্যাস, অঙ্গ- তন্ত্র মাত্রার দেহগঠন, খন্ডকায়ন ও মস্তকায়ন ।

কর্ডাটা কাকে বলে ?

যেসব প্রাণিদের জীবনের কোন না কোন পর্যায়ে পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক “নটোকর্ড” থাকে তাদের কর্ডাটা বলে ।

আরও জানুন : আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ ও মনে রাখার সহজ উপায়

কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য :

  • এদের সারাজীবন অথবা শুধু ভ্রুণাবস্থায় দেহের পৃষ্ঠদেহের মাঝ বরাবর একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অথণ্ডায়িত নটোকর্ড থাকে ।
  • পৃষ্ঠদেশে একক, মধ্যম, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে ।
  • জীবনচক্রের কোন এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকাচ্ছিদ্র থাকে ।
  • গলবিলের নিচে এন্ডোস্টাইল (endostyle) নামে একটি অঙ্গ থাকে যা পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় ।
  • কর্ডেটে হৃৎপিন্ড অঙ্কীয়দেশে অবস্থান করে ।
  • মেরুদন্ডীদের দুজোড়া পার্শ্বপদ থাকে যা অন্তঃকঙ্কালে অবলম্বিত ।
  • এদের পায়ু-উত্তর (post-anal) পেশল স্থিতিস্থাপক লেজ অবস্থিত। অনেক ক্ষেত্রে এটিও পরবর্তীতে বিলীন হয়ে যায় ।
  • কর্ডেটের খন্ডকায়ন দেহপ্রাচীর, মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে, সিলোম পর্যন্ত পৌঁছায় না।

কর্ডাটা পর্বের উদাহরণ :

Amphibia (উভচর)
বাংলা নাম বৈজ্ঞানিক নাম
কুনোব্যাঙ Bufo melanostictus
সোনা ব্যাঙ Rana tigrina
স্যালামান্ডার Ambystoma tigrinum
গেছোবেঙ Rhacophorus maculatus

Reptilia (সরীসৃপ)
বাংলা নাম বৈজ্ঞানিক নাম
অজগর Python molurus
কাঠিম Chira indica
টিকটিকি Hemidactylus brookii
পদ্মগোখরা Ophiophagus hannah

আরও জানুন : উভচর-সরীসৃপ-স্তন্যপায়ী-পাখি: সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উদাহরণ

Aves (পাখি)
বাংলা নাম বৈজ্ঞানিক নাম
কোকিল Eudynamus saularis
চড়ুই Passer domesticus
দোয়েল Copsychus saularis
ময়ূর Pavo cristatus
পেঁচা Bubo bubo
শালিক Sturna contra

কর্ডাটা পর্বের আবাস্থল :

বাসস্থান : এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। তবে অধিকাংশ প্রাণী স্বাদু পানিতে, লোনাপানিতে বা স্থলে বসবাস করে ।

স্বভাব : এরা বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনধারণ করে।

নন কর্ডাটা কাকে বলে ?

যেসব প্রাণিদের দেহে নটোকর্ড, স্নায়ুরজ্জু, গিল স্লিট বা পোস্ট-অ্যানাল লেজ থাকে না তাদের নন কর্ডাটা বলা হয় ।

নন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য :

  • নটোকর্ড অনুপস্থিত।
  • স্নায়ুরজ্জু, গ্রন্থিযুক্ত, অঙ্কীয় ও নিরেট ।
  • গলবিলীয় ফুলকারন্ধ্র এবং পায়ু পশ্চাৎলেজ থাকে না।
  • রক্ত সংবহনতন্ত্রে হৃৎপিণ্ড পৃষ্ঠীয় ।
  • রক্তের হিমোগ্লোবিন রক্তরসে থাকে ।
  • হেপাটিক পোর্টালতন্ত্র থাকে না ।

আরও জানুন : মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, উদাহরণ, অর্থনৈতিক গুরুত্ব

নন কর্ডাটা পর্বের প্রাণীদের উদাহরণ :

সাধারণ নাম বৈজ্ঞানিক নাম
স্পঞ্জিলা Spongilla locustris
হাইড্রা Hydra viridis
মাটি কেঁচো Pheretima posthuma
তারা মাছ Protoreaster nodosus
জেলি মাছ Aurelia aurita

কর্ডাটা ও নন কর্ডাটা মধ্যে পার্থক্য :

কর্ডাটা নন-কর্ডাটা
জীবনের যে কোনো সময় পৃষ্ঠ-মধ্যরেখা বারবার নটোকর্ড থাকে। নটোকর্ড কখনই থাকে না।
জীবনের যে কোন দশায় বা আজীবন গলবিলের দুপাশে ফুলকারন্ধ্র অবস্থান করে ফুলকা থাকলেও জীবনের কোনো অবস্থাতে ফুলকারন্ধ্র থাকে না।
নটোকর্ডের উপরে ফাঁপা, নলাকার স্নায়ুতন্ত্র। অঙ্কীয় দেশে অবস্থিত নিরেট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
জীবনের প্রারম্ভে কিংবা আজীবন লেজ থাকে । প্রকৃত লেজ থাকে না।
হিমোগ্লোবিন লোহিত কণিকার অভ্যন্তরে অবস্থিত। হিমোগ্লোবিন নাও থাকতে পারে; রক্তরসে দ্রবীভূত।
হৃদযন্ত্র থাকে এবং পৌষ্টিকনালীর অঙ্কীয় দেশে উপস্থিত । হৃদযন্ত্র নাও থাকতে পারে; থাকলে পৌষ্টিকনালীর পৃষ্ঠদেশে।

প্রশ্নঃ সকল মেরুদণ্ডী প্রাণীই কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী নয় কেন?

উত্তর : কর্ডাটা পর্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর নটোকর্ড-এর উপস্থিতি। এ নটোকর্ড জীবনের যেকোন পর্যায়ে উপস্থিত থাকতে পারে। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রুণাবস্থায় নটোকর্ড থাকলেও পরিণত অবস্থায় এটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এমন অনেক কর্ডাটা প্রাণী আছে যাদের দেহে সারা জীবনই নটোকর্ড থাকে।

যেমন – অ্যাম্ফিবিয়া, কিন্তু এদের দেহে মেরুদণ্ড না থাকায় এরা মেরুদণ্ডী প্রাণী নয়। সুতরাং বলা যায় – “সকল মেরুদণ্ডী প্রাণীই কর্ডাটা কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী নয়।”

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment