লফজ (لفظ) এর সংজ্ঞা : لفظ-এর শাব্দিক অর্থ নিক্ষেপ করা। পরিভাষায় মনের ভাব প্রকাশের জন্য মানুষ এক বা একাধিক সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে যা উচ্চারণ করে, আরবী ভাষায় তাকে লফজ (لفظ) বা শব্দ বলে। যথা- زَيْدٌ
(ব্যক্তির নাম) ।
লফজ (لفظ )এর প্রকারভেদ :
লফজ বা শব্দ প্রথমতঃ দু’ প্রকার। যথা-
১। ٱللَّفْظُ ٱلْمَوْضُوعُ – অর্থবোধক শব্দ।
২। ٱللَّفْظُ ٱلْمُهْمَلُ – অর্থহীন শব্দ।
১। ٱللَّفْظُ ٱلْمَوْضُوعُ – অর্থবোধক শব্দ : مَوْضُوعُ এর অর্থ- নির্ধারিত ও অর্থবোধক । পরিভাষায় যে লফজ কে নির্দিষ্ট কোন অর্থ প্রদানের জন্য তৈরী করা হয়েছে, তাকে ٱللَّفْظُ ٱلْمَوْضُوعُ বা অর্থবোধক শব্দ বলে। যথা- زَيْدٌ (ব্যক্তির নাম)
فَرَسٌ (প্রাণীর নাম) ।
আরও পড়ুন : মুরাক্কাব(مُرَكَّبٌ):অর্থ,সংজ্ঞা,প্রকারভেদ ও উদাহরণ সহ
২। ٱللَّفْظُ ٱلْمُهْمَلُ – অর্থহীন শব্দ : مُهْمَلُ অর্থ- অর্থহীন। পরিভাষায় যে লফজ কে কোন ধরণের অর্থ প্রদান করার জন্য তৈরী করা হয়নি, তাকে । ٱللَّفْظُ ٱلْمُهْمَلُ বা অর্থহীন শব্দ বলে । যথা- يَوْمٌ – سَحْتُهُ (শব্দ দু’টির কোন অর্থ নেই) ।
ٱللَّفْظُ ٱلْمَوْضُوعُ বা অর্থবোধক শব্দ আবার দুই প্রকার। যথা –
ক) মুফরাদ (ٱلْمُفْرَدُ )একক শব্দ : مُفْرَدُ অর্থ- একক । পরিভাষায় একক অর্থ প্রকাশের জন্য নির্ধারিত শব্দকে মুফরাদ (ٱلْمُفْرَدُ ) বলে। উহার সহজ ও প্রচলিত নাম কালিমা (كَلِمَةٌ) যথা- زَايِدٌ (ব্যক্তির নাম), نَصْرَ (সে সাহায্য করেছে), مِنْ(হতে-থেকে) ইত্যাদি।
খ) মুরাক্কাব (ٱلْمُرَكَّبُ): مُرَكَّبُ শব্দের অর্থ- যৌগিক। পরিভাষায় দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে কোন অর্থ প্রকাশ করলে উহাকে মুরাক্কাব (مُرَكَّبُ ) বলে । উহার অপর নাম এবং প্রচলিত নাম কালাম এবং প্রচলিত নাম জুমলা। যথা – زَيْدٌ قَائِمٌ (যায়েদ দন্ডায়মান)।
মুফরাদ (ٱلْمُفْرَدُ )একক শব্দ আবার তিন প্রকার। যথা –
১। ٱلِاسْمُ (বিশেষ্য)।
২। ٱلْفِعْلُ (ক্রিয়া)।
৩। ٱلْحَرْفُ (অব্যয় )।