জ্ঞানমূলক প্রশ্ন (১-৪২)
১. ‘হামদ’ কবিতার রচয়িতা কে?
উত্তর: সৈয়দ আলাওল
২. কবি সৈয়দ আলাওল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৬০৭ খ্রিস্টাব্দে
৩. সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর: সৈয়দ আলাওল
৪. কত বৎসর বয়সে সৈয়দ আলাওল মৃত্যুবরণ করেন?
উত্তর: ৬৬
৫. ‘হামদ’ কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: পদ্মাবতী
আরও পড়ুন : হামদ কবিতার মূলভাব ও নামকরণ
৬. ‘হামদ’-এর সাধারণ অর্থ কী?
উত্তর: আল্লাহর প্রশংসা
৭. ‘ক্ষিতি’ শব্দের অর্থ কী?
উত্তর: মাটি
৮. ‘শশী’ শব্দের অর্থ কী?
উত্তর: চাঁদ
৯. কত খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৬৭৩ খ্রিস্টাব্দে
১০. আলাওল কার পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ কাব্য অনুবাদ করেন?
উত্তর: মন্ত্রী মাগন ঠাকুরের
আরও পড়ুন : জীবন বিনিময় কবিতার mcq(জ্ঞান,অনুধাবন,প্রয়োগ, উচ্চতর দক্ষতা)
১১. ‘পদ্মাবতী’ কাব্য কোন ভাষায় রচিত?
উত্তর: বাংলায়
১২. ‘আদ্য মূল শির’ কে?
উত্তর: আল্লাহ
১৩. আল্লাহ কয়টি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন?
উত্তর: ৭টি
১৪. আলাওল কোন শতকের শ্রেষ্ঠ কবি?
উত্তর: সপ্তদশ শতকের
১৫. সপ্তমহী অর্থ কী?
উত্তর: সাত স্তরবিশিষ্ট পৃথিবী
১৬. কবি আলাওলের অনূদিত কাব্যের নাম-
উত্তর: পদ্মাবতী
১৭. মানুষকে আল্লাহ কী করেছেন?
উত্তর: সুন্দর
১৮. নানা দ্রব্য আল্লাহ কেন সৃষ্টি করেছেন?
উত্তর: ভোগ-বিলাসের জন্যে
১৯. প্রভু কতগুলো মহী সৃষ্টি করলেন?
উত্তর: ৭টি
২০. কে জীবনদানে সংসার স্থাপন করেছেন?
উত্তর: আল্লাহ
২১. মহান প্রভু মেঘের মাঝে কী সঞ্চার করেছেন?
উত্তর: বিদ্যুৎ
২২. নানা রোগের জন্যে কী সৃজন করা হয়েছে?
উত্তর: নানান ঔষধ
২৩. কার মহিমা প্রচার করার জন্যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে?
উত্তর: আল্লাহর
২৪. বনতরু থেকে আল্লাহ কি সৃষ্টি করেন?
উত্তর: ফল
২৫. ‘পদুমাবৎ’ কে রচনা করেছেন?
উত্তর: মালিক মুহাম্মদ জায়সীর
২৬. আল্লাহ কতটি ভুবন সৃষ্টি করেছেন?
উত্তর: ১৪টি
২৭. কিসের ভিতর মুক্তা পাওয়া যায়?
উত্তর: ঝিনুকে
২৮. কবি কি বলে কবিতা আরম্ভ করেছেন?
উত্তর: বিছমিল্লা
২৯. আলাওল জন্মগ্রহণ করেন-
উত্তর: ফরিদপুর জেলায়
৩০. ঘটনাক্রমে কবি আলাওল গিয়ে পৌছান-
উত্তর: আরাকান রাজসভায়
৩১. আল্লাহ তাঁর সমুদয় সৃষ্টিকে কার অধীন করে দিয়েছেন?
উত্তর: মানুষের
৩২. কবি দৌলত কাজীর রচিত অসম্পূর্ণ কাব্যের নাম-
উত্তর: সতীময়না ও লোরচন্দ্রানী
৩৩. কবি তাঁর কাব্য শুরু করতে গিয়ে কী গায়েছেন?
উত্তর: আল্লাহর প্রশংসা
৩৪. আল্লাহ তায়ালা স্থানে স্থানে কী প্রচার করলেন?
উত্তর: নানা রত্ন
৩৫. আল্লাহ তায়ালা নক্ষত্র কী রূপে সৃষ্টি করেছেন?
উত্তর: নির্মল পাঁতিপাঁতি
৩৬. আল্লাহ সৃজন করেছেন খণ্ড খণ্ড ভাবে-
উত্তর: চতুর্দশ ভুবন
৩৭. আল্লাহ নৃপতি সৃষ্টি করেছেন কী ভোগ করার জন্য?
উত্তর: রাজ্য
৩৮. আল্লাহ তায়ালা সর্বপ্রথম কিসের প্রকাশ ঘটিয়েছেন?
উত্তর: আলোর
৩৯. ‘হামদ’ কবিতায় কবি কী করেছেন?
উত্তর: আল্লাহর বন্দনা
৪০. সৃষ্টিকর্তা মৃত্যু সৃষ্টি করেছেন কেন?
উত্তর: মানুষকে ভয় দেখানোর জন্য
৪১. আলাওল কার পৃষ্ঠপোষকতায় অনুবাদ করেন?
উত্তর: মন্ত্রী মাগন ঠাকুরের
৪২. ‘হামদ’ কবিতাটি কোন কাব্য থেকে নেয়া হয়েছে?
উত্তর: পদ্মাবতী কাব্য
অনুধাবনমূলক প্রশ্ন (৪৩-৬৫)
৪৩. ‘পদুমাবৎ’ কাব্যটি কার রচনা?
উত্তর: মালিক মুহাম্মদ জায়সীর
৪৪. ‘পদুমাবৎ’ কাব্যটি কোন ভাষায় রচিত?
উত্তর: হিন্দি ভাষায়
৪৫. নিজ মহিমা প্রচারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন-
উত্তর: জীবন
৪৬. মানুষকে ভয় দেখানোর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন-
উত্তর: মৃত্যু
৪৭. কবি কোন কবিতায় আল্লাহর বন্দনা গেয়েছেন?
উত্তর: হামদ কবিতায়
৪৮. কে নানা রোগের ঔষধ সৃষ্টি করেছেন?
উত্তর: আল্লাহ
৪৯. বিছমিল্লা বলে কবি আলাওল কোন কবিতা আরম্ভ করেছেন?
উত্তর: হামদ
৫০. ‘সৃজিলেক শীত গ্রীষ্ম রৌদ্র ছায়া আর’ কে সৃজিলেন?
উত্তর: আল্লাহ
৫১. আল্লাহ কেন সবকিছু সৃষ্টি করেছেন?
উত্তর: নিজেকে প্রচার করবার জন্য
৫২. সৃজিল পাতাল মহী স্বর্গ-নর্ক আর। ‘নর্ক’ দ্বারা কী বুঝায়?
উত্তর: নরক
৫৩. কবিতাটির প্রধান বাহন কী?
উত্তর: স্তুতি
৫৪. নৃপতিদের সজ্জাস্বরূপ-
উত্তর: হাতি, ঘোড়া, মানুষ ইত্যাদি
৫৫. কবি আলাওলের পিতা কীভাবে নিহত হন?
উত্তর: পর্তুগীজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে
৫৬. ‘আদ্য মূল শির’ কথাটির অর্থ কী?
উত্তর: সব কিছুর আদি
৫৭. কবি আলাওল কোন যুগের কবি ছিলেন?
উত্তর: মধ্যযুগের
৫৮. আল্লাহ কেন জীবন সৃষ্টি করলেন?
উত্তর: নিজের মহিমা প্রচারের জন্যে
৫৯. আল্লাহ চাঁদ ও সূর্য সৃজন করেছেন কেন?
উত্তর: দিন-রাত্রির ব্যবধান বোঝাতে
৬০. কে মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার করেছেন?
উত্তর: আল্লাহ
প্রয়োগমূলক প্রশ্ন (৬১-৯৩)
৬১. হাতি, ঘোড়া, মানুষ ইত্যাদি দিয়ে আল্লাহ কাদের সাজিয়েছেন?
উত্তর: নৃপতিদের
৬২. আল্লাহ তায়ালা পাঁতিপাঁতি করে সৃষ্টি করেছেন-
উত্তর: নক্ষত্র
৬৩. কে সপ্তদশ ব্রহ্মাণ্ডের স্রষ্টা?
উত্তর: আল্লাহ
৬৪. ‘কাকে কৈল ভিক্ষুক কাকে কৈল ধনী।’ ইহা দ্বারা কী বুঝায়?
উত্তর: কাউকে ভিক্ষুক কাউকে ধনী করলেন
৬৫. ঘটনাক্রমে কবি কোথায় গিয়ে পৌঁছেন?
উত্তর: রোসাংগ রাজসভায়
৬৬. মেঘের মাঝে কী সঞ্চার করা হয়েছে?
উত্তর: বিদ্যুৎ
৬৭. ‘হামদ’ কবিতার উৎস কী?
উত্তর: পদ্মাবতী কাব্য
৬৮. ‘কেহ দুঃখী উপবাসী চিন্তাযুক্ত ধন্ধ’ বলতে বুঝানো হয়েছে-
উত্তর: দরিদ্র, দুশ্চিন্তাগ্রস্ত, উপবাসী
৬৯. ‘পদুমাবৎ’ কোন ভাষায় রচিত?
উত্তর: হিন্দি ভাষায়
৭০. ‘হামদ’ কবিতায় বাংলা ভাষার কোন যুগের রীতি দেখা যায়?
উত্তর: মধ্য
৭১. ‘সৃজিলেক নৃপতি’ পঙক্তিটির উৎস কী?
উত্তর: হামদ কবিতা
৭২. ‘হস্তী অশ্ব নর আদি দিছে তার সাজ’- কাকে?
উত্তর: নৃপতি
৭৩. ‘অন্ন আদি নানাবিধ দিয়াছে ভূগত’- কে?
উত্তর: আল্লাহ
৭৪. ‘সৃজিল সিপিতে মুক্তা রত্ন বহু মূল’ কে?
উত্তর: আল্লাহ তায়ালা
৭৫. ‘— প্রভুর নাম আরম্ভ প্রথম’ শূন্যস্থানে বসবে কোনটি?
উত্তর: বিছমিল্লা
৭৬. ‘হামদ’ কবিতা কী ছন্দে রচিত?
উত্তর: পয়ার
৭৭. সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি-
উত্তর: আলাওল
৭৮. ‘কাকে কৈল ঈশ্বর, কাকে কৈল দাস’-কে?
উত্তর: আল্লাহ
৭৯. নানা দ্রব্য ও ভোগ বিলাস আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন?
উত্তর: মানুষের জন্য
৮০. আল্লাহ মানবরূপ সৃষ্টি করে কী করেছেন?
উত্তর: মহৎ
৮১. আল্লাহ কী থেকে ফল সৃষ্টি করেছেন?
উত্তর: বনতরু
৮২. আল্লাহ ঔষধ সৃষ্টি করেছেন কেন?
উত্তর: নানা রোগের জন্য
৮৩. আল্লাহ কেন জীবন সৃষ্টি করেছেন?
উত্তর: নিজের মহিমা প্রচার করার জন্য
৮৪. আল্লাহ সমুদ্র মেরু জলে কী সৃজিলেন?
উত্তর: চরকুল
৮৫. ‘সুষ্ঠুরূপে প্রকাশ করল’ বাক্যটির সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: প্রকটিল
৮৬. কবি প্রথমে কাকে প্রণাম করেছেন?
উত্তর: এক করতার
৮৭. ‘সৃজিলেক দিবাকর শশী দিবারাতি’- কে?
উত্তর: আল্লাহ
৮৮. আল্লাহ মেঘের মাঝে কী সঞ্চার করেন?
উত্তর: বিদ্যুৎ
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন (৮৯-১০৬)
৮৯. ‘হামদ’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির সার্থক প্রয়োগের মাধ্যমে?
উত্তর: আল্লাহর প্রশংসা
৯০. ‘সৃজিয়া মানবরূপ করিল মহৎ।’ এ পঙক্তির মূল বিষয় কী?
উত্তর: মানুষকে সৃষ্টির সেরা করা হয়েছে
৯১. কবি কাকে সালাম জানান?
উত্তর: আল্লাহ তায়ালাকে
৯২. আল্লাহ তায়ালা কী সৃষ্টি করে মহত্ত্ব দান করেছেন?
উত্তর: মানবজাতি
৯৩. আল্লাহ সমুদ্র মেরু জালে কী সৃজিলেন?
উত্তর: চরকূল
৯৪. ‘সুষ্ঠুরূপে প্রকাশ করল’- বাক্যটির সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: প্রকটিল
৯৫. ‘সৃজিলেক দিবাকর শশী দিবারাতি’- কে?
উত্তর: আল্লাহ
৯৬. আল্লাহ মেঘের মাঝে কী সঞ্চার করেন?
উত্তর: বিদ্যুৎ
৯৭. ‘সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’- পবিত্র কুরআনের এ বাণী কোন কবিতায় প্রকাশ পেয়েছে?
উত্তর: হামদ
৯৮. ‘সৃজিয়া মানবরূপ করিল মহৎ’ পংক্তিতে কী বলা হয়েছে?
উত্তর: সৃষ্টির মাহাত্ম্য
৯৯. মহান আল্লাহ মরণ সৃষ্টি করেছেন কেন?
উত্তর: নিজ ভয় দর্শাইতে
১০০. ‘করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ’ পঙক্তিতে ‘প্রথম আদি’ বাহুল্য মনে হলেও ব্যবহারের কারণ-
উত্তর: ভিন্ন প্রসঙ্গ বিধায়
১০১. ‘সৃজিল সিপিতে মুক্তা রত্ন বহু মূল’ পঙক্তিতে সিপি অর্থ কি?
উত্তর: ঝিনুক
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন (১০২-১১৭)
১০২. ‘সৃজিলেক সপ্ত মহী এ সপ্ত ব্রহ্মান্ড।” পঙক্তিটিতে ‘সপ্ত ব্রহ্মান্ড’ দ্বারা বুঝায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
১০৩. ‘অন্ন আদি নানাবিধ দিয়াছে ভূগত।” ভূগত শব্দের অর্থ-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
১০৪. ‘কাকে কৈল ঈশ্বর কাকে কৈল দাস।’ এখানে ঈশ্বর দ্বারা বুঝানো হয়েছে-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও iii
১০৫. ‘হামদ’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
১০৬. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে গঠিত ‘হামদ’ কবিতার কয়েকটি শব্দ নিচে দেয়া হলো-
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
১০৭. ‘হামদ’ কবিতায় ব্যবহৃত নিচের কোন শব্দে সমাসের পরিচয় বিধৃত?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
১০৮. ‘হামদ’ কবিতায় নিম্নলিখিত চরণ রয়েছে-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
১০৯. আল্লাহ মানুষের উপভোগের জন্যে দান করেছেন-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও iii
১১০. ‘দিবাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ নিম্নরূপ-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
১১১. ‘হামদ’ কবিতার বিষয়বস্তু-
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
১১২. আলাওলের কাব্যগ্রন্থ কোনগুলো?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
১১৩. ‘হামদ’ কবিতায় কতিপয় ভাষার উল্লেখ আছে-
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন (১১৪-১২৯)
নিচের অংশটুকু পড়ে ১১৪-১১৬নং প্রশ্নের উত্তর দাও:
আপনা প্রচার হেতু সৃজিল জীবন।
নিজ ভয় দর্শাইতে সৃজিল মরণ।
কাকে কৈল ভিক্ষুক কাকে কৈল ধনী।
কাকে কৈল নির্গুণী, কাকে কৈল গুণী।
১১৪. আল্লাহ কেন জীবন সৃষ্টি করেছেন?
উত্তর: নিজের মহিমা প্রচার করার জন্য
১১৫. মানুষকে ভয় দেখানোর জন্য আল্লাহ কী সৃষ্টি করেছেন?
উত্তর: মৃত্যু
১১৬. নিজ মহিমা প্রচারের জন্য আল্লাহ কী সৃষ্টি করেছেন?
উত্তর: জীবন
নিচের অংশটুকু পড়ে ১১৭-১২০নং প্রশ্নের উত্তর দাও:
সৃজিল পাতাল মহী স্বর্গ-নরক আর।/স্থানে স্থানে নানা রত্ন করিল প্রচার।
সৃজিলেক সপ্ত মহী এ সপ্ত ব্রহ্মাণ্ড।/চতুর্দশ ভুবন সৃজিল খণ্ড খণ্ড।
সৃজিলেক দিবাকর শশী দিবারাতি।/সৃজিলেক নক্ষত্র নির্মল পাঁতিপাঁতি।
সৃজিলেক শীত গ্রীষ্ম রৌদ্র ছায়া আর।/করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার।
১১৭. কে স্বর্গ নরক সৃষ্টি করেছেন?
উত্তর: আল্লাহ
১১৮. আল্লাহ কত সংখ্যক ভুবন সৃষ্টি করেছেন?
উত্তর: চতুর্দশ
১১৯. আল্লাহ স্থানে স্থানে কী প্রচার করলেন?
উত্তর: নানা রত্ন
১২০. কোনটি দ্বিরুক্তি শব্দ নয়?
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii