সমাস বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমাসের বিভিন্ন প্রকারের মধ্যে কর্মধারয় সমাস অন্যতম।
(toc) Table Of Contens
সংজ্ঞা : বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান থাকে, তাকে কর্মধারয় সমাস বলে।
কর্মধারয় সমাস এর প্রকারভেদ :
কর্মধারয় সমাস চার প্রকার। যথা-
১. উপমান কর্মধারয়।
২. উপমিত কর্মধারয়।
৩. রূপক কর্মধারয়।
৪. মধ্যপদলোপী কর্মধারয়।
কর্মধারয় সমাস উদাহরণ :
- পরম যে ধার্মিক = পরমধার্মিক
- নীল যে অক্ষি = নীলক্ষী
- রক্ত (বর্ণ) যে কমল = রক্তকমল
- মহৎ যে পণ্ডিত =মহাপণ্ডিত
- জন এক = জনৈক
- সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ
- যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট
- যে চালাক সেই চতুর = চালাক-চতুর
- যিনি রাজা তিনি ঋষি = রাজর্ষি
- তিনি জজ তিনিই সাহেব = জজসাহেব
- আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা
- মহতী যে নদী = মহানদী
- মহতী যে কীর্তি = মহাকীর্তি
- মহতী যে রানি = মহারানি
- সুন্দরী যে লতা = সুন্দরলতা
- মহান যে নবি = মহানবি
- মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান
- মহান যে রাজা = মহারাজা।
- দীর্ঘ যে রাত্রি = দীর্ঘরাত।
- পূর্ব যে অহ – পূর্বাহ্ন
- অপর যে অহ = অপরাহ্ন
- মধ্য যে অহ্ = মধ্যাহ্ন
- সায়ম যে অহ্ = সায়াহ্ন
আরও পড়ুন : তৎপুরুষ সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিস্তারিত
উপমান কর্মধারয় সমাস :
সংজ্ঞা : যে কর্মধারয় সমাসের পূর্বপদ এবং উত্তরপদ সাধারণ ধর্ম তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
উপমান কর্মধারয় সমাস উদাহরণ :
- মিশির ন্যায় কালো = মিশকালো
- নিমের মতো তিতা = নিমতিতা
- শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত
- বজ্রের ন্যায় কঠোর = বজ্রকঠোর
- তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র
- বিড়ালের মতো তপস্বী = বিড়ালতপস্বী
- স্বর্ণের মতো উজ্জ্বল = স্বর্ণোজ্জ্বল
- কুসুমের মতো কোমল = কুসুমকোমল
- অরুণের মতো রাঙা = অরুণরাঙা
- ইস্পাতের ন্যায় কঠিন = ইস্পাতকঠিন
- বকের ন্যায় ধার্মিক = বকধার্মিক
- গজের মতো মূর্খ = গজমূর্খ
আরও পড়ুন : সমাস কাকে বলে?সমাসের অংশ কয়টি ও সমাসের প্রয়োজনীয়তা
উপমিত কর্মধারয় সমাস :
সংজ্ঞা : সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে ।
উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ :
- পলাশ লোচনের ন্যায় = পলাশলোচন
- ফুল বাবুর ন্যায় = ফুলবাবু
- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র
- চরণ কমলের ন্যায় = চরণকমল
- কথা অমৃতের ন্যায় = কথামৃত
- অধর কমলের ন্যায় = অধরকমল
- পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ
- নর সিংহের ন্যায় = নরসিংহ
রূপক কর্মধারয় সমাস :
সংজ্ঞা : পরস্পরের অভেদ কল্পনা দ্বারা উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে রূপক কর্মধার সমাস বলে ।
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ :
- বিদ্যা রূপ ধন = বিদ্যাধন
- মন রূপ মাঝি = মনমাঝি
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
- শোক রূপ অনল = শোকানল
- দিল রূপ দরিয়া = দিলদরিয়া
- স্নেহ রূপ নীড় = স্নেহনীড়
- ক্ষুধা রূপ অনল = ক্ষুধানল
- জীবন রূপ তরী = জীবনতরী
- মন রূপ বাউল = মনবাউল
- সমর রূপ অনল = সমরানল
- ভব রূপ সাগর = ভবসাগর
- প্রেম রূপ ডোর = প্রেমডোর
- শোক রূপ সিন্ধু = শোকসিন্ধু
- প্রাণ রূপ পাখি = প্রাণপাখি
- ভব রূপ নদী = ভবনদী
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল
- স্নেহ রূপ সুধা = স্নেহসুধা
- শোক রূপ সাগর = শোকসাগর
- জীবন রূপ স্রোত = জীবনস্রোত
- সংসার রূপ সাগর = সংসারসাগর
- হৃদয় রূপ অরণ্য = হৃদয়ারণ্য
- মায়া রূপ ডোর = মায়াডোর
- হৃদয় রূপ আকাশ = হৃদয়াকাশ
- জীবন রূপ প্রবাহ = জীবনপ্রবাহ
আরও পড়ুন : বহুব্রীহি সমাস কাকে বলে?কত প্রকার। প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ
মধ্যপদলোপী কর্মধারয় সমাস :
সংজ্ঞা : যে কর্মধারয় সমাসে মধ্যবর্তী পদটি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ :
- স্মৃতি সূচক সৌধ = স্মৃতিসৌধ
- শহীদ স্মরণে পালনীয় দিবস = শহীদদিবস
- ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি
- পল মিশ্রিত অন্ন = পলান্ন
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
- ঘি মাখা ভাত = ঘিভাত
- জন্ম সূচক তারিখ = জন্মতারিখ
- সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ
- রাষ্ট্র পরিচালনা নীতি = রাষ্ট্রনীতি
- জাদু (পুরাকীর্তি) শোভিত ঘর = জাদুঘর
- সংবাদ বহনকারী পত্র = সংবাদপত্র
- মাল বহনকারী গাড়ি = মালগাড়ি
- এক অধিক দশ = একাদশ
- ভিক্ষা লব্ধ অর্থ = ভিক্ষান্ন
- হাতে চালানো পাখা = হাত পাখা
- ষট অধিক দশ = ষোড়শ
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার
- জীবন আশঙ্কায় বীমা = জীবনবীমা
- স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর = স্বর্ণাক্ষর
- ধর্ম রক্ষাকারী ঘট = ধর্মঘট
- বিষের ন্যায় যন্ত্রণাদায়ক ফোঁড়া = বিষফোঁড়া
- বাষ্প চালিত যান = বাষ্পযান
- বর অনুগমনকারী যাত্রী = বরযাত্রী