আল্লাহু আকবার
প্রিয় শরীফ,
আমার শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার চিঠি পেয়েছি। তুমি গ্রামের শীতের সকাল সম্পর্কে জানতে চেয়েছ। তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি।
গ্রামে শীতের সকাল কুয়াশাচ্ছন্ন ও ঠাণ্ডা। মাঝে মাঝে কুয়াশা এতই ঘন থাকে যে, সূর্যরশ্মি একে ভেদ করতে পারে না। সবকিছু ঝাপসা দেখায়। ছেলেমেয়েরা খড়-কুটা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তাদের শরীর গরম করে। সকল বয়সের লোকেরা সকালে চাদর গায়ে জড়িয়ে রোদ পোহায়। তখন লোকজন চিড়া, মুড়ি, খই এবং বিভিন্ন ধরনের পিঠা ক্ষেতে পছন্দ করে। বেলা বেশি হওয়ার সাথে সাথে কুয়াশা দূরীভূত হয় এবং লোকেরা তাদের নিজ নিজ কাজে যায়। শীতের সকালে বস্ত্রহীন গরিব ছেলেমেয়েরা খুবই কষ্ট পায় । আজ আর নয়। তোমার পত্রের অপেক্ষায় রইলাম ।
প্রেরক বাদল চৌরাস্তা সিরাজগঞ্জ |
ডাকটিকেট
প্রাপক
শরীফ
মোহাম্মদপুর
ঢাকা |
আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা
(খাম সহ) ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র
পত্র লিখন – একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট [ ২টি ]