অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যাদের বাসা প্রতিষ্ঠান থেকে অনেক দূরে। তাই তারা হোস্টেলে থেকে পড়াশুনা করতে চায়। আর হোস্টেলে থেকে পড়াশুনা করার জন্য অনেক সময় প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে হয়। অনেকেই হয়তো জানেনা যে হোস্টেলে সিটের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়। তাই তাদের জন্য আজকের পোস্টটি।
হোস্টেলে একটি সিটের বরাদ্দ চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র
তাং ১৫/১২/২০… ইং
বরাবর,
প্রধান শিক্ষক
হেমনগর উচ্চ বিদ্যালয়।
বিষয় : হোস্টেলে সিটের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র, রোল নং ২৭, ক-শাখা। বর্তমান মাসের ১ তারিখে আমার চাকরিজীবী বাবাকে রাজশাহী থেকে খুলনায় বদলি করা হয়েছে। প্রয়োজনের তাগিদে আমাদের পরিবারও খুলনায় স্থানান্তরিত হয়েছে। শহরে আমার এমন কোন আত্মীয়-স্বজন নেই যেখানে আমি অবস্থান করে পড়ালেখা করতে পারি।
অতএব জনাব সমীপে আমার প্রার্থনা, আমার সামগ্রীক অবস্থা বিবেচনা করে আমার জন্য হোস্টেলে একটি সিট বরাদ্দ দিতে জনাবের মর্জি হয় ।
বিনীত নিবেদক-
আপনার অনুগত ছাত্র
মুজবুর রহমান
অষ্টম শ্রেণী, রোল-২৭, ক-শাখা ।
আরও দেখুন : স্কুল/কলেজ থেকে টিসি বা ছাড়পত্রের জন্য আবেদন-শ্রেণীভিত্তিক
বিশ্ববিদ্যালয়ের হলের সিটের জন্য আবেদন পত্র
তারিখ : ০৫-০৭-২০২…ইং
মাননীয়,
উপচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বিষয় : হলের সিটের জন্য আবেদন ৷
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমার বাড়ি টাঙ্গাইল। ঢাকায় আমার কোনো আত্মীয়স্বজন নেই। আবাসিক সমস্যার কারণে আমার লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আমার পারিবারিক অবস্থাও তেমন ভালো হয় যে হলের বাইরে থেকে পড়াশুনা করবো। এমতাবস্থায় আমার বিশ্ববিদ্যালয়ের হলের একটি সিটের বিশেষ প্রয়োজন ।
অতএব, মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, যে নিয়ম-কানুনের মাধ্যমে আপনার হলের সিট বরাদ্দ দেয়া হয়, সেসব নিয়ম-কানুন যথাযথ পালন সাপেক্ষে অনতিবিলম্বে আমাকে একটি সিট বরাদ্দ দিলে আপনার কাছে কৃতজ্ঞ থাকব ।
বিনীত নিবেদক
মোঃ বাহারুল ইসলাম
রোল নম্বর: ২০২২১….
বিভাগ: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
বর্ষ/সেমিস্টার: দ্বিতীয় বর্ষ, চতুর্থ সেমিস্টার
যোগাযোগ নম্বর: ০১৭xxxxxxxx