My village paragraph for(class 3 -10) বাংলা অর্থ সহ

My village paragraph for class 3, 4, 5, 6

My Village (আমার গ্রাম)

The name of my village is Hazipur. It is a big village in the district of Bhola. It is ten miles away from the district town. More than four thousand people live in the our village. There is a high school, a famous madrasah, two primary schools in our village. There is a post office and a medical center in our village. The natural beauty of our village is very fine. I am proud of my village.

অনুবাদ : আমার গ্রামের নাম হাজীপুর । এটি ভোলা জেলার এক বৃহৎ গ্রাম। এটি জেলা শহর থেকে দশ মাইল দূরে অবস্থিত। চার হাজারেরও অধিক লোক আমাদের এই গ্রামে বাস করে। আমাদের গ্রামে একটি হাই স্কুল, একটি বিখ্যাত মাদরাসা, দুটি প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের গ্রামে একটি ডাকঘর ও চিকিৎসা কেন্দ্র আছে। আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আমি আমার গ্রামকে নিয়ে গর্বিত।

See More : My Parents : Paragraph For Class 2, 3, 4, 5( বাংলা অর্থ সহ )

My village paragraph for class 7, 8, 9, 10

Write a paragraph on ‘Your Village’ by answering the following questions: (নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে ‘তোমার গ্রাম’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ।)

(a) What is the name of your village? (তোমার গ্রামের নাম কি?)

(b) Where is it situated? (এটি কোথায় অবস্থিত?)

(c) How many people are there? (তোমার গ্রামে কতজন লোক বাস করে ?)

(d) What is the occupation of the villagers? (গ্রামের লোকদের পেশা কি ?)

(e) How much do you like your village? (তুমি তোমার গ্রামকে কতটা ভালোবাস?)

MY VILLAGE (আমার গ্রাম)

The name of my village is Sokhipur. It is in the district of Dhaka. It is one miles long and two mile wide. Almost seven thousand people live in this village. Most of them are Muslims. Most of the villagers are farmers. Some are jobholders and some are businessmen. There are a primary school, a high school, a college, two mosques, a hospital, a post office in our village. The transport system of our village is very well. The natural sight of our village is attractive. The river Buriganga runs by the north side of the village. We fish and bathe in the river. We lead a very happy life here. It is an ideal village. I am proud of my village.

অনুবাদ : আমার গ্রামের নাম সখীপুর। এটি ঢাকা জেলায় অবস্থিত। এটি এক মাইল লম্বা এবং দুই মাইল চওড়া। এ গ্রামে প্রায় সাত হাজার মানুষের বসবাস। তাদের অধিকাংশই মুসলমান। গ্রামের অধিকাংশই কৃষক। কেউ চাকরিজীবী আবার কেউ ব্যবসায়ী। আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি কলেজ, দুটি মসজিদ, একটি হাসপাতাল, একটি পোস্ট অফিস আছে। আমাদের গ্রামের যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য আকর্ষণীয়। গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। আমরা নদীতে মাছ ধরি এবং গোসল করি। আমরা এখানে খুব সুখী জীবনযাপন করি। এটি একটি আদর্শ গ্রাম। আমি আমার গ্রাম নিয়ে গর্বিত।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!