রাইবোজোম কি? রাইবোজোম এর গঠন, কাজ, অবস্থান। অঙ্গাণু

রাইবোজোম হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দানাদার রাইবোনিউক্লিও প্রোটিন কণা যা প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে ।

সংজ্ঞা:- সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষন ঘটে তাকে রাইবোসোম বলে।

রাইবোসোমের প্রকারভেদঃ

রাইবোসোম মূলত ২ প্রকারঃ- 

1. 70S( আদিকোষ ) – 50S , 30S

2. 80S( প্রকৃতকোষ ) – 60S , 40S

⇒ 70s রাইবোজোমে 23S, 16S, 35S মানের 3 টি rRNA এবং 52 প্রকারের প্রোটিন অনু এবং 80S রাইবোজোমে 28S, 18S, 5.8S ও 5S মানের 4 টি  rRNA ও 40 প্রকারের প্রোটিন অনু রয়েছে। 

রাইবোজোম এর গঠন :-

  • এরা দুইস্তরী ঝিল্লী দ্বারা আবৃত ৷
  • এদের ব্যাস ১০০-২০০ এ্যাংস্ট্রম ।
  • এরা হিস্টোন জাতীয় প্রোটিন এবং রাইবোনিউক্লিয়িক অ্যাসিড (RNA) দিয়ে তৈরি ।
  • প্রতিটি রাইবোসোম অসম দুইটি উপ-একক নিয়ে গঠিত।
  • 70s রাইবোসোম 50s এবং 30s এই দুটি উপ-একক থাকে কিন্তু 80s রাইবোসোমে 60s এবং 40s এই দুটি উপ-একক থাকে ।

 রাইবোজোম এর কাজ :-

১. রাইবোসোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা ।

২. এরা স্নেহজাতীয় পদার্থের বিপাকেও ভূমিকা রাখে ।

রাইবোজোম এর অবস্থান

নিম্নলিখিত অবস্থানসমূহে রাইবোজোম থাকে-

  • ১. অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে,
  • ২. নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে,
  • ৩. মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে,
  • ৪. সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায়।

রাইবোজোম কে প্রোটিন ফ্যাক্টরি বলে কেন?

সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুর নাম রাইবোসোম। রাইবোসোমের প্রধান রাসায়নিক উপাদান হলো RNA এবং প্রোটিন। প্রোটিন সংশ্লেষণ করাই রাইবোসোমের প্রধান কাজ। প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত থাকার কারণে রাইবোসোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয় ।

আরও পড়ুন :- গলজি বস্তু কাকে বলে?গলগি বডির গঠন, কাজ। ট্রাফিক পুলিশ বলে?

রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন?

ঝিল্লীবিহীন যে কোষীয় অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষণ হয় তাকে রাইবোসোম বলে। সকল সজীব কোষে রাইবোসোম থাকে। তবে আদিকোষ ও প্রকৃত কোষে উপস্থিত থাকার কারণেই রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। আদিকোষে 70 S ও প্রকৃতকোষে 80S ধরনের রাইবোসোম থাকে ।

FAQs

১। রাইবোজোম কে আবিষ্কার করেন?

উত্তরঃ বিজ্ঞানী জর্জ প্যালেড। 

২। রাইবোজোম এর উপাদান কি?

উত্তরঃ রাইবোসোমের প্রধান রাসায়নিক উপাদান হলো RNA এবং প্রোটিন।

৩। রাইবোসোমে rrna ও প্রোটিনের অনুপাত কত?
উত্তরঃ ৪০ : ৬০।

৪। 70s রাইবোসোমে কয় প্রকারের প্রোটিন অনু রয়েছে??
উত্তরঃ ৫২ প্রকারের প্রোটিন অনু।

৫। e.coli এর কোষের শুষ্ক ওজনের কত ভাগ রাইবোসোম?
উত্তরঃ ২২%।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!