হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আরবি রচনা : দেশপ্রেম/স্বদেশ/দেশপ্রেম ঈমানের অঙ্গ

حُبُّ الوَطَنِ / الوَطَنُ / أَحَبُّ الوَطَنِ مِنَ الإيمَانِ
দেশপ্রেম/স্বদেশ/দেশপ্রেম ঈমানের অঙ্গ

المُقَدَّمَةُ :

الوَطَنُ نِعْمَةٌ مِنَ اللهِ تَعَالَى – وَهُوَ مِثْلُ الأُمِّ. كُلُّ وَاحِدٍ مِنَ النَّاسِ يُحِبُّ وَطَنَهُ طَبِيعَةً كَمَا يُحِبُّ أُمَّهُ، وَعَلَى كُلِّ وَاحِدٍ أَنْ يُحِبَّهُ. فَلِذَا يُقَالُ: حُبُّ الوَطَنِ مِنَ الإيمَانِ.

تَعْرِيفُ الوَطَنِ:

الوَطَنُ هُوَ المَكَانُ الَّذِي يَلِدُ فِيهِ الإِنسَانُ وَيَعِيشُ عَلَى أَرْضِهِ وَيَكْبُرُ فِي هَوَائِهِ وَنُورِهِ وَيَأْكُلُ مِنْ غِذَائِهِ.

আরও : আরবি রচনা : সময়ের মূল্য। অর্থ সহ

حُبُّ الوَطَنِ طَبِيعِيٌّ:

حُبُّ الوَطَنِ مِنْ حُبٍّ طَبِيعِيٍّ. فَكُلُّ وَاحِدٍ مِنَ النَّاسِ سَوَاءٌ كَانَ غَنِيًّا أَوْ فَقِيرًا، عا لَمًا أَوْ جَامِلًا، كَاتِبًا أَوْ شَاعِرًا، شَيْخًا أَوْ شَابًّا، صَالِحًا أَوْ فَاجِرًا يُحِبُّ وَطَنَهُ. مِثْلَ مَحَبَّةِ الوَلَدِ لأُمِّهِ.

فَلِذَا إِذَا سَافَرَ أَحَدٌ إِلَى خَارِجِ وَطَنِهِ يَتَذَكَّرُ الوَطَنَ كُلَّ حِينٍ كَمَا يَتَذَكَّرُ أُمَّهُ حَتَّى يَرْجِعَ. وَأَنَّ النَّبِيَّ ﷺ بَكَى لِوَطَنِهِ مَكَّةَ المُكَرَّمَةِ عِنْدَ الهِجْرَةِ وَقَالَ: “لَوْلَا أَنْ خَرَجْتُ لَمَا خَرَجْتُ”.

حَقِيقَةُ الحُبِّ لِلْوَطَنِ:

حَقِيقَةُ الحُبِّ لِلْوَطَنِ يَكُونُ بِالقَلْبِ وَالقَوْلِ وَالعَمَلِ. فَحُبُّهُ بِالقَلْبِ يَكُونُ عَدَمُ نِسْيَانِهِ وَشُعُورًا تَحَيُّرُهُ لِلرُّجُوعِ إِلَيْهِ عِنْدَ مَا يَكُونُ فِي خَارِجِهَا. وَالحُبُّ بِالقَوْلِ يَكُونُ بِبَيَانِ حَسَنَاتِهَا عِنْدَ الآخَرِينَ. وَالحُبُّ بِالعَمَلِ يَكُونُ بِبَذْلِ المَسْعَى لِتَقْدِيمِهِ وَحِفْظِهِ مِنَ السُّوءِ وَالفَسَادِ وَبَذْلِ الجُهْدِ لِرَفْعِ شَانِهَا.

আরও : আরবি রচনা : আমাদের গ্রাম (অর্থ সহ )

وَاجِبُنَا إِلَى الوَطَنِ:

عَلَيْنَا أَنْ نُحِبَّ وَطَنَنَا حُبًّا جَمًّا، وَنُؤَدِّيَ الوَاجِبَاتِ الَّتِي تَتَعَلَّقُ بِهِ، وَنَسْعَى لِارْتِقَاءِ وَطَنِنَا وَنَبْذُلُ جُهْدَنَا لِتَطْهِيرِهِ مِنَ الْمُنْكَرَاتِ وَالمَمْنُوعَاتِ وَدَفْعِ الأَعْدَاءِ مِنْهُ.

الخَاتِمَةُ:

حُبُّ الوَطَنِ أَمْرٌ طَبِيعِيٌّ. فَعَلَى كُلِّ وَاحِدٍ أَنْ يُحِبَّ وَطَنَهُ بِأَدَاءِ حَقِّهِ وَيَحْفَظَهُ مِنَ الأَعْدَاءِ الدَّاخِلِيَّةِ الجَاهِلِيَّةِ.

ভূমিকা :

দেশ বা মাতৃভূমি আল্লাহর নি’আমাত। উহা মায়ের মত। স্বাভাবিকভাবেই মানুষ মাকে যেমন ভালবাসে তেমনি মাতৃভূমিকে ভালবাসে। আর প্রত্যেকেরই উহাকে ভালবাসা উচিৎ। এ জন্য বলা হয়- “দেশকে ভালবাসা ঈমানের অংশ” ।

আরও : আরবি রচনা : আল ইসলাম – অর্থ সহ

স্বদেশের পরিচয় :

জন্মভূমি সে স্থানকে বলা হয়, যেখানে মানুষ জন্মগ্রহণ করে। যার মাটিতে সে বসবাস করে। যার আলো-বাতাসে সে বড় হয়ে উঠে এবং যার খাদ্য সে খায়।

স্বদেশের প্রতি ভালবাসা স্বাভাবিক ভালবাসারই অংশ :

স্বদেশের প্রতি ভালবাসা স্বভাবগত ভালবাসার অংশ বিশেষ । প্রত্যেক মানুষই সে ধনী হোক কি গরীব হোক, জ্ঞানী হোক কি মুখ হোক, লেখক হোক কিংবা কৰি হোক, যুবক হোক কিংবা বৃদ্ধ হোক, নেককার হোক কিংবা পাপী হোক সে তার নিজের দেশকে ভালবাসে। দেশকে ভালবাসা স্বীয় মাকে ভালবাসার মত ।

এ জন্য যখন কেউ তার দেশের বাইরে ভ্রমণ করতে যায়, ফিরে না আসা পর্যন্ত সে তার দেশকে এমনিভাবে স্মরণ করে যেমনিভাবে তার মাকে স্মরণ করে । নবী করীম (স) তাঁর দেশ জন্মভূমি মক্কার থেকে হিজরতের সময় কেঁদেছেন আর বলেছেন- ”আমাকে বের করে দেয়া না হলে বের হতাম না ।

সত্যিকারের দেশ প্রেম :

সত্যিকার অর্থে ব্যক্তির কথা ও কাজের মাধ্যমে দেশ প্রেম প্রকাশ হয়ে থাকে। ভুলে থাকতে না পারা এবং দেশের বাইরে কোথাও থাকাকালে ফিরে আসার জন্য পেরেশানী অনুভব করা হচ্ছে অতি আন্তরিক ভালবাসার বহিঃপ্রকাশ। আর কথার মাধ্যমে উহাকে ভালবাসার অর্থ অন্যের নিকট উহার গুণ বর্ণনা করা এবং কাজের মাধ্যমে ভালবাসা হয়ে থাকে উহার অগ্রগতির জন্য চেষ্টা-সাধনা করা, বিভিন্ন প্রকার ধ্বংস ও অকল্যাণের হাত থেকে উহাকে রক্ষা করা এবং উহার মর্যাদা বৃদ্ধির জন্য চেষ্টা করা।

মাতৃভূমির প্রতি আমাদের কর্তব্য :

মাতৃভূমিকে পূর্ণভাবে ভালবাসা আমাদের কর্তব্য, । আর উহার সাথে সংশ্লিষ্ট সকল দায়িত্ব পালন করা এবং আমাদের দেশের উন্নতির জন্য চেষ্টা করা আমাদের কর্তব্য। এ ছাড়া সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা থেকে পবিত্র রাখা এবং শত্রুদের প্রতিরোধ করাও আমাদের কর্তব্য।

উপসংহার :

স্বদেশ প্রেম একটি স্বভাবগত বিষয়, সুতরাং প্রত্যেকের উচিত উহার হক আদায় করা এবং ভেতর ও বাইরের শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করে মাতৃভূমিকে ভালবাসা ।

Leave a Comment