পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে বাবা,দিদি,মা,এবং বন্ধুকে পত্র লিখন

পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটি চিঠি :

 আল্লাহু আকবার 

ঢাকা
০৯/১৭/২০২৩

শ্রদ্ধেয় আব্বাজান, 
আপনাকে এবং মাকে জানাই আমার সালাম- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।  আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।  আপনারা শুনে খুশি হবেন যে, আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আল্লাহ চাহেতো এবার আমি নিশ্চিত প্রথম স্থান অধিকার করতে পারব। আপনারা দোয়া করবেন আমার জন্য। 

আশা করি প্রত্যেক বিষয়ে আমি গড়ে ৮০ নম্বর পাব।  দোয়া করবেন যাতে ভবিষ্যতে জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমি আপনাদের জন্য এমন গৌরবময় সাফল্য বয়ে আনতে পারি। বড় ভাইকে সালাম এবং ছোট ভাই বোনদেরকে স্নেহ জানাবেন। আপনার শারীরিক অবস্থা কেমন ? আর বাড়ির অনন্য সবাই কেমন আছেন চিঠিতে বিস্তারিত জানিয়ে সুখী করবেন। আমার জন্য কোন চিন্তা করবেন না। আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি।  

ইতি 
আপনার স্নেহের 
হাবিব 

প্রেরক
মোঃ হাবিব
রুম নং :২০
এক্স স্কুল হোস্টেল ঢাকা।
ডাকটিকেট
 প্রাপক 
 নাম – মোঃ আরশেদ আলী
 গ্রাম – শালিয়াবহ

 ডাক ঘর- পেঁচারআটা
 জেলা – টাঙ্গাইল।

পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে মাকে একটি চিঠি :

 আল্লাহু আকবার 

ঢাকা
০৯/১৭/২০২৩

শ্রদ্ধেয় আম্মাজান, 
প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনি শুনে খুশি হবেন যে, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করি অনেক ভাল ফলাফল অর্জন করবো । দোয়া করবেন আমার জন্য। যেন আপনাদেরকে ভালো একটি ফলাফল উপহার দিতে পারি।
নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সময় মত ওষুধপত্র খেয়ে নেবেন। সবশেষে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। 
ইতি 
আপনার স্নেহের পুত্র 
মোঃ রাকিব

প্রেরক
মোঃ রাকিব
রুম নং :২০
এক্স স্কুল হোস্টেল ঢাকা।
ডাকটিকেট
 প্রাপক 
 নাম – রেহেনা বেগম
 গ্রাম – শালিয়াবহ

 ডাক ঘর- পেঁচারআটা
 জেলা – টাঙ্গাইল।

পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে একটি চিঠি দিদিকে  :

 আল্লাহু আকবার 

ঢাকা
০৯/১৭/২০২৩

সম্মানিতা দিদি, 
প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশাকরি আপনারা আল্লাহর রহমতে ভাল আছেন। কয়েকদিন পূর্বে আপনার একখানা পত্র পেয়েছি। পত্রে আপনি আমার পরীক্ষার খবরা-খবর সম্পর্কে জানতে চেয়েছেন। কিন্তু পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কারণে যথাসময়ে উত্তর দিতে পারিনি। আশা করি আপনারা আমার এই বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

দিদি, আপনি শুনে নিশ্চয়ই খুশি হবেন যে আমার পরীক্ষা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। সব অংকই শুদ্ধ হয়েছে আশা করি অংকে 100 নম্বর এবং অনন্য বিষয়ে গড়ে ৯০ নম্বর পাব। ছোট ভাই ও বোনদের প্রতি রইল আমার স্নেহ এবং ভালোবাসা। চিঠির জবাবের প্রত্যাশা রইলাম। 

 ইতি 
আপনার ছোট ভাই 
নাইম। 

প্রেরক
মোঃ নাইম
রুম নং :২০
এক্স স্কুল হোস্টেল ঢাকা।
ডাকটিকেট
 প্রাপক 
 মোছাঃ হাবিবা
 গ্রাম – শালিয়াবহ

 ডাক ঘর- পেঁচারআটা
 জেলা – টাঙ্গাইল।

পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে বন্ধুকে চিঠি:

আল্লাহু আকবার 

টাঙ্গাইল
০৮/১২/২০২৩

প্রিয় জাকির, 
প্রথমে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কেমন আছো বন্ধু? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। অনেক মিস করি তোমাকে। কয়েকদিন আগে তুমি আমাকে একখানা পত্র দিয়েছিলে পরীক্ষা কেমন হয়েছে তা জানার জন্য। আমি নিয়ে পরীক্ষা ব্যস্ত থাকার কারণে যথাসময়ে তোমার চিঠির উত্তর দিতে পারি নাই।  আমার এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবে। 
তুমি শুনলে খুশি হবে যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে।  আমি আশা রাখি যে এবার আমি প্রথম স্থান অধিকার করব।  দোয়া করবে আমার জন্য যাতে আমি ভালো একটি সাফল্য বয়ে আনতে পারি। এমনকি প্রথম স্থান অধিকার করতে পারি। খালাম্মা-খালু ওনারা সবাই কেমন আছেন ? সবাইকে আমার সালাম জানাবে।  
ইতি 
তোমার প্রিয় বন্ধু 
মোঃ জামিল

প্রেরক
মোঃ জামিল
রুম নং :২০
মমিনপুর উচ্চ বিদ্যালয়
ডাকটিকেট
 প্রাপক 
 নাম – মোঃ জাকির 
 গ্রাম – রসুলপুর

 ডাক ঘর- পেঁচারআটা
 জেলা – টাঙ্গাইল।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!