প্রিয় শুভ্রা,
শুভেচ্ছা নিস। আশা করি ভালো আছিস। তোকে আজ একটি সুখবর দিচ্ছি । আগামী ১১ই ফেব্রুয়ারী আমার বড় আপার বিয়ের দিন ঠিক হয়েছে। তুই কিন্তু বিয়ের তিন-চার দিন আগেই আসবি। বুঝতেই পারছিস, বিয়েতে অনেক কাজই আমাকে সামলাতে হবে। তুই এলে আমি একটু স্বস্তি পাব। নানা কাজে তোকে সাহায্য করতে হবে। খালাম্মা-খালুকেও আসতে বলবি ।
বড়দের সালাম দিস। আর বিশেষ কী? তোর অপেক্ষায় থাকব ।
প্রেরক নাম - লোপা কাজলা রাজশাহী। |
ডাকটিকেট প্রাপক নাম - শুভ্রা গ্রাম - শালিয়াবহ ডাক ঘর- রসুলপুর জেলা - টাঙ্গাইল। |
এই পত্রের অন্য আর একটি প্রতিলিপন
‘এলাহি ভরসা”
প্রিয় রাসেল '
প্রথমেই রজনীগন্ধার সুরভী শুভেচ্ছাসহ উষ্ণ অভিনন্দন । আশা করি ভাল আছো। আমরাও ভাল । অনেকদিন যাবৎ তোমার পত্র পাচ্ছি না। বিশেষ কথা তুমি শুনে আনন্দিত হবে যে, আগামী ১ জানুয়ারি আমার বড় বোন আছমা আক্তারের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। এ উপলক্ষ্যে আমাদের বাড়িতে আয়োজন চলছে ।
আব্বা, আম্মা, ভাইয়া বারবার তোমার কথা বলছে। আমারও মন তোমার- কথা বলছে। তুমি ছাড়া আমার আনন্দটাই মাটি। আশা করছি তুমি অনুষ্ঠানের দুই দিন পূর্বে আমাদের বাড়িতে পৌঁছবে। মনে রাখবে তুমি না আসলে আমি বিয়েতে অংশ গ্রহণ করবো না ।
সবশেষে তোমার আব্বা, আম্মাকে আমার সালাম, ছোটা বোন রোকাইয়াকে স্নেহ দিয়ে শেষ করছি।
প্রেরক নাম - রাফি ফেনী নোয়াখালী । |
ডাকটিকেট প্রাপক নাম - রাসেল গ্রাম - চান্দিনা ডাক ঘর- মুরাদনগর জেলা - কুমিল্লা |