জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি (খাম সহ )

আল্লাহু আকবার

আজিমপুর, ঢাকা 
তারিখ : ১০. ০২. ২০২৪

প্রিয় জুয়েল, 

আমার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা নিস। অনেকদিন হলো তোর হাতের সুন্দর চিঠি আর পাই না। আগামী ২০ মার্চ আমার জন্মদিন। প্রতি বছর জন্মদিনে তোকে কাছে পাই। এবারও পাব বলে আশা করছি।

আসলে জন্মদিনে আমরা যেন নতুন করে জীবনটাকে অনুভব করি। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সান্নিধ্যে আশীর্বাদে ভালোবাসায় আমরা নতুন উৎসাহ লাভ করি। তাই বোধ হয় এ জন্মদিনের অনুষ্ঠান। সবাই মিলে দিনটি আনন্দে কাটাব। আমরা তোর জন্য অপেক্ষায় থাকব। আসবি কিন্তু।

ইতি
তোর বন্ধু 
তপন শাহ 


প্রেরক
তপন শাহ
আজিমপুর,
ঢাকা
ডাকটিকেট
প্রাপক 
জুয়েল
মধুপুর,
টাঙ্গাইল

Post a Comment

0 Comments