১। বাগধারার অপর নাম কী ?
উত্তর: (গ) বাগবিধি।
২। ‘পটল তোলা’ শব্দের অর্থ কী?
উত্তর: (ঘ) মারা যাওয়া।
৩। ‘অত্যন্ত অলস’ – বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
উত্তর: (ক) কুঁড়ের বাদশা।
৪। কোন বাগধারাটির অর্থ ‘নিলজ্জ’?
উত্তর: (খ) কান কাটা।
৫। ‘ক্ষণস্থায়ী’ বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
উত্তর: (ঘ) বালির বাঁধ।
৬। ভাগ্য পরিবর্তন কোন বাগধারাটির অর্থ?
উত্তর: (গ) কপাল ফেরা।
৭। শব্দের আভিধানিক অর্থই-
উত্তর: (ক) বাচ্যার্থ।
৮। যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
উত্তর: (খ) লক্ষ্যার্থ।
৯। কার্যবিরতি অর্থে নিচের কোনটি প্রযোজ্য?
উত্তর: (খ) হাত গুটান।
১০। ‘হাত’ গুটিয়ে বসে আছ কেন?- বাক্যে ‘হাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (ঘ) কার্যে বিরতি।
১১। এ কাজের ফল হাতে হাতে পাবে।”- এখানে হাত’ কোন অর্থ প্রকাশ করেছে?
উত্তর: (গ) অবিলম্বে।
১২। কোনটি ‘রোগ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (ক) মাথাধরা।
১৩। ‘আগ্রহ’ বুঝাতে ‘মাথা’ শব্দের ব্যবহার কোনটি?
উত্তর: (খ) মাথাব্যথা।
১৪। ‘কাঁচা সোনা’-এর অর্থ কোনটি?
উত্তর: (খ) নিখাদ স্বর্ণ।
১৫। ‘কাঁচা’ শব্দটি কোনটিতে ‘গুরুত্বহীন কথা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (ক) কাঁচা কথা।
১৬। ‘অপরিণত’ অর্থে ‘কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি?
উত্তর: (গ) কাঁচা বয়স।
১৭। ‘বিধির বিড়ম্বনা’- এর বাগ্ধারা কী?
উত্তর: (গ) অদৃষ্টের পরিহাস।
১৮। ‘অহি-নকুল’- শব্দের অর্থ কী?
উত্তর: (ক) ভীষণ শত্রুতা।
১৯। ‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারা-
উত্তর: (খ) অমাবস্যার চাঁদ।
২০। ‘আকাশকুসুম’- কথাটির অর্থ কী?
উত্তর: (গ) অসম্ভব কল্পনা।
২১। ‘আক্কেল সেলামি’ বাগধারাটিতে কী বুঝায়?
উত্তর: (গ) জরিমানা।
২২। আটকপালে’- বাগধারাটির অর্থ কী?
উত্তর: (ঘ) হতভাগ্য।
২৩। নিতান্ত মন্দভাগ্য’ বুঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
উত্তর: (খ) ইঁদুর কপালে।
২৪। উড়ো চিঠি’ দ্বারা কী বুঝায়?
উত্তর: (গ) বেনামী পত্র।
২৫। ‘এসপার ওসপার’- বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
উত্তর: (গ) মীমাংসা।