খন্ডক/খন্ডায়ন, প্রকোষ্ঠ, গহ্বর, কুঠুরী, কপাটিকা সম্পর্কিত তথ্যসমূহ
| ১। বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে | বাইকাসপিড/মাইট্রাল কপাটিকা |
| ২। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে | ট্রাইকাসপিড কপাটিকা |
| ৩। কপাটিকা থাকে | হৃৎপিন্ড, শিরা |
| ৪। ফুসফুসের খন্ডগুলোকে বলা হয় | লোবিওল |
| ৫। মানুষের ডান ফুসফুসে খন্ডের সংখ্যা | ৩টি |
| ৬। মানুষের বাম ফুসফুসে খন্ডের সংখ্যা | ২টি |
| ৭। মানুষের যকৃতে খন্ডের সংখ্যা | ৪টি |
| ৮। মানুষের যকৃতের সবচেয়ে বড় খন্ডটি হচ্ছে | ডান খন্ড |
| ৯। Navicula-র কোষ প্রাচীরে কপাটিকার সংখ্যা | ২টি |
| ১০। Navicula-র কোষ প্রাচীরের বাইরের বড় কপাটিকার নাম | এপিথিকা |
| ১১। মানব মস্তিস্কের ভেতরকার ফাঁকা প্রকোষ্ঠকে বলা হয় | ভেন্ট্রিকল/গহ্বর |
| ১২। মানব মস্তিষ্কের ৩য় প্রকোষ্ঠ/ ভেন্ট্রিকল অবস্থিত | মধ্যমস্তিষ্কে |
| ১৩। মানব মস্তিষ্কের ৪র্থ প্রকোষ্ঠ/ ভেন্টিকল অবস্থিত | মেডুলা অবলঙ্গাটায় |
| ১৪। অস্থির কেন্দ্রস্থলে যে গহ্বর থাকে তার নাম | মজ্জা গহ্বর |
| ১৫। মানব হৃৎপিন্ডে কপাটিকার সংখ্যা | ৬টি |
| ১৬। মানুষের হৃৎপিন্ডে প্রকোষ্ঠ সংখ্যা | 8টি |
| ১৭। হাইড্রার দেহগহ্বরকে বলা হয় | সিলেন্টেরন |
| ১৮। গ্লেনয়েড নামক গহ্বর থাকে | বক্ষ অস্থিচক্রে (Pectoral girdle)স্কাপুলা নামক অস্থিতে |
| ১৯। যে শৈবালে বায়ুকুঠুরী থাকে | Polysiphonia |
| ২০। কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠটি পূর্ণ থাকে | অ্যাকুয়াস হিউমার দিয়ে |
আরও পড়ুন : জীববিজ্ঞানের কোনটিতে কি বলে,কি নামে পরিচিত,কোথায় পাওয়া যায়
উৎপত্তিস্থল/সমাপ্তিস্থল সম্পর্কিত তথ্য
| ১। লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল | অস্থিমজ্জা, প্লীহা, যকৃত |
| ২। মূত্রনালীর উৎপত্তিস্থল দুটি যে পেশী দিয়ে বেষ্টিত থাকে | স্ফিংটার পেশীতে |
| ৩। পালমোনারী ধমনীর উৎপত্তিস্থল | হৃৎপিন্ডের ডান নিলয় |
| ৪। পালমোনারী শিরার উৎপত্তিস্থল | ফুসফুস |
| ৫। ধমনীর উৎপত্তিস্থল | হৃৎপিন্ড |
| ৬। ধমনীর সমাপ্তিস্থল | কৈশিক জালিকা |
| ৭। শিরার উৎপত্তিস্থল | কৈশিক নালী |
| ৮। শিরার সমাপ্তিস্থল | হৃৎপিন্ড |
| ৯। ট্রাকিয়ার উৎপত্তিস্থল | অ্যাট্রিয়াম |
| ১০। ট্রাকিয়ার সমাপ্তিস্থল | প্রান্তীয় কোষ |
| ১১। গবিনী (ureter) এর উৎপত্তিস্থল | সুষুম্নাকান্ডের বক্ষ কটিদেশীয় খন্ড |
| ১২। মধ্যমস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে যে স্নায়ু | ট্রকলিয়ার স্নায়ু |
| ১৩। মানুষের ফুসফুসীয় শিরার উৎপত্তিস্থল | ফুসফুস |
| ১৪। মানুষের ফুসফুসীয় শিরার সমাপ্তিস্থল | বাম অলিন্দ |
| ১৫। মানুষের অ্যাওর্টার উৎপত্তিস্থল | বাম নিলয় |
| ১৮। উৎপত্তিস্থল থেকে দূরবর্তী অংশে কার্যক্ষম কোনটি | হরমোন |
