বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র

বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র

২৫ জানুয়ারি, ২০২….
বরাবর
প্রধান শিক্ষক
পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
বিষয় : বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে একটি পাঠাগারের প্রয়োজনীয়তা অনুভব করছি। ক্লাসের পড়ার পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের বিভিন্ন বই পড়া প্রয়োজন । এতে আমাদের জ্ঞান যেমন বাড়বে, তেমনি বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারব। সবচেয়ে বড় বিষয় হলো- পাঠাগার থাকলে আমাদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি পাবে ।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করে আমাদের বই পাঠ এবং জ্ঞান বৃদ্ধির পথ সুগম করতে
মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

বিনীত
স্কুলের সকল শিক্ষার্থীর পক্ষে
দিদার হোসাইন
পঞ্চম শ্রেণি
রোল- ০১

আরও দেখুন : জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র – ক্লাস ৩ থেকে কলেজ

এই পত্রের অন্য আরেকটি প্রতিলিপন

২০ জানুয়ারি ২০২…ইং
বরাবর
প্রধান শিক্ষক
যশোর জিলা স্কুল, যশোর ।
বিষয় : পাঠাগার স্থাপনের জন্য আবেদন ।

জনাব,
বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, যশোর জিলা স্কুল বাংলাদেশের একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে দূরদূরান্ত থেকে শিক্ষা লাভের উদ্দেশ্যে বহুসংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। শিক্ষার্থীরা প্রতিবছরই ফলাফলের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ স্থানও অর্জন করতে সক্ষম হয়। কিন্তু ক্লাসের বিরতিতে আরও পড়াশোনা করার জন্য যথাযথ স্থান পায় না; কারণ বিদ্যালয়ে কোনো পাঠাগার নেই। একটি পাঠাগার থাকলে ছাত্রছাত্রীরা যেমন ক্লাসের পড়া পড়তে পারবে তেমনই পাঠ্যপুস্তক ছাড়াও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বই পড়ে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ের খ্যাতি সারা দেশে ছড়িয়ে দিতে সক্ষম হবে ।

অতএব, জনাবের নিকট নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়ে শীঘ্রই একটি পাঠাগার স্থাপন করতে আপনার যেন আজ্ঞা হয় ।

নিবেদক’
মো. সিয়াম
দশম শ্রেণি, রোল–১
যশোর জিলা স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!