অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত

প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্যই- প্রধান শিক্ষকের নিকট, অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত (৩টি )তৈরী করে দেয়া হলো।তোমাদের কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে সেটাই শিখে নেবে। যদি পোস্টটি পড়ে তোমাদের  কোনো উপকারে আসে। তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবেনা। 

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত- ১

তারিখ : ৫ জানুয়ারি ২০২৫ ইং
বরাবর, 
        প্রধান শিক্ষক
শালিয়াবহ চৌরাস্তা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। 

বিষয় : বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য আবেদন।

জনাব,

      সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার অত্র প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র। আমি জ্বরে আক্রান্ত থাকার কারণে গত ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, জনাব সমীপে আকুল প্রার্থনা অনুগ্রহ পূর্বক আমাকে উক্ত ৩দিন ছুটি দানে মর্জি হোন।  

ইতি 
আপনার স্নেহের ছাত্র 
মো : হাবিবুর  রহমান 
৪র্থ শ্রেণী, রোল নং- ৫

আরো পড়ুন : বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন(৩টি)

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত- ২

তারিখ : ১৬-০১-২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক
মাটিআটা উচ্চ বিদ্যালয়

বিষয় : অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন ।

জনাব,

      সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। গত ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই সাতদিন অসুস্থতার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। 

অতএব, বিনীত প্রার্থনা, আমাকে অনুগ্রহপূর্বক উক্ত সাতদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ মিজানুর রহমান
ষষ্ঠ শ্রেণি, ‘ক’ শাখা
ক্রমিক নং-১

আরো পড়ুন : হঠাৎ অসুস্থতার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন (৩টি)

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত- ৩

মাননীয়,
সুপার সাহেব
হেমনগর দাখিল মাদ্রাসা।
বিষয় : অনুপস্থিত দিনগুলোর ছুটি মঞ্জুরের আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে ৬ জানুয়ারি, ২০২৫ হতে ৮ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মোট তিন দিন মাদ্রাসায় উপস্থিত হতে পারিনি।

অতএব, অসুস্থতার বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
ফয়সল আহমদ
শ্রেণি-নবম, রোল নম্বর-৩

আরো পড়ুন : গরমের কারণে সকালে  ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র(৩টি

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!