হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

শিক্ষা মেলায় যাওয়ার জন্য অর্ধবেলা ছুটি চেয়ে আবেদন

শিক্ষা মেলায় যাওয়ার জন্য অর্ধবেলা ছুটি চেয়ে আবেদন :

মনে কর তোমার নাম মিতু/রকি। তোমার বিদ্যালয়ের নাম বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা মেলায় যাওয়ার জন্য অর্ধবেলা ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ।

১০ ফেব্রুয়ারি, ২০২…
বরাবর,
প্রধান শিক্ষাক,
বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিষয় : অর্ধবেলা ছুটির জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, স্থানীয় শিক্ষা অফিস কর্তৃক শিক্ষা মেলা আয়োজন করা হয়েছে। এ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শিক্ষা সরঞ্জামের সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটানো। আমি উক্ত মেলা পরিদর্শন করে নিজেকে সমৃদ্ধ করতে চাই। এ ব্যাপারে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।

অতএব আমাকে চতুর্থ পিরিয়ডের পর শিক্ষা মেলা দেখতে যাওয়ার জন্য ছুটি প্রদানে জনাবের মর্জি হয়।

নিবেদক
আপনার বিশ্বস্ত
মিতু
পঞ্চম শ্রেণি
রোল নং -০৩

আরও দেখুন : লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সরবরাহের জন্য আবেদন

শিক্ষা মেলায় যাওয়ার জন্য আবেদন

মনে করো, তোমার নাম কমল/কমলা। তুমি অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত শিক্ষা মেলা দেখতে যেতে চাও। চতুর্থ পিরিয়ডের পর যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো।

২৪ জানুয়ারি, ২০২….
বরাবর
প্রধান শিক্ষক
অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিষয়: শিক্ষা মেলায় যাওয়ার অনুমতি চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বাংলা শিক্ষকের মাধ্যমে জানতে পেরেছি, শিক্ষা অফিস চত্বরে ‘শিক্ষা মেলা’ চলছে। আমরা উক্ত মেলায় যেতে একান্ত আগ্রহী। এতে আমাদের জ্ঞানের ভান্ডার আরও সমৃদ্ধ হবে।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, চতুর্থ পিরিয়ডের পর ‘শিক্ষা উপকরণ মেলা দেখতে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করবেন।

বিনীত
সকল শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে
কমল
পঞ্চম শ্রেণি, রোল নং-২

Leave a Comment

error: Content is protected !!