বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন(৩টি)

প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো -বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র। ৩টি দেয়া হলো। যেভাবে সহজ মনে হবে সেভাবেই শিখে নেবে। 

বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র - ১

১৩ জানুয়ারি, ২০২৫
বরাবর,
      প্রধান শিক্ষক
      কুষ্টিয়া জিলা স্কুল।
বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের পঞ্চম শ্রেণির একজন ছাত্র। ১৬ জানুয়ারি আমার বড় বোনের বিয়ে । আমাদের নিজ বাসভবনে এ বিয়ের অনুষ্ঠান হবে। এ উপলক্ষে আমাকে বিভিন্ন কাজে বাবা-মাকে সাহায্য করতে হবে। এ জন্য আমার পক্ষে ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভব নয় ।

অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাকে উক্ত তিন দিনের ছুটি দিলে কৃতজ্ঞ থাকব ।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
হায়দার আরেফিন
পঞ্চম শ্রেণি
রোল নং-১

আরো পড়ুন : অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত-৩টি) 

বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র - ২

৫ই ফেব্রুয়ারি, ২০২৫
বরাবর,
      প্রধান শিক্ষক
      পি.এন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
      ঘোড়ামারা, রাজশাহী
বিষয় : তিন দিনের অগ্রিম ছুটির আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, আমি আপনার বিদ্যালয়ে সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থী। আগামী ৮ই ফেব্রুয়ারি আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। বিবাহের পূর্বে ও পরে পারিবারিক আনন্দ, বিনোদন এবং আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য আগামী ৬ই থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট তিন দিন আমার ছুটি গ্রহণ অত্যন্ত প্রয়োজন ।

অতএব, সবিনয় নিবেদন, আপনি আমার অগ্রিম ছুটি মঞ্জুর করে বাধিত করবেন ।

নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত শিক্ষার্থী
শামীমা আহসান
সপ্তম শ্রেণি
শাখা-খ, ক্রমিক নম্বর-১২

আরো পড়ুন : হঠাৎ অসুস্থতার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন (৩টি)

বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র - ৩

তাং ০৫/১২/২৫ ইং
বরাবর,
      অধ্যক্ষ
      নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদরাসা।
বিষয় : অগ্রিম ছুটির জন্য আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদরাসার দাখিল নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আগামী মাসের প্রথম সপ্তাহে আমার বড় বোনের বিবাহের দিন ধার্য করা হয়েছে। উক্ত বিবাহ অনুষ্ঠানে আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে। বিধায় আমি আগামী ৬/১২/২৫ ইং হতে ৮/১২/২৫ ইং তারিখ পর্যন্ত মাদরাসায় উপস্থিত হতে পারব না।

অতএব, জনাবের নিকট আমার বিনীত প্রার্থনা, আমাকে উক্ত তিনদিনের ছুটি দানে বাধিত করতে জনাবের সুমর্জি কামনা করছি।

নিবেদক- 
আপনার একান্ত অনুগত ছাত্রী
ফারজানা আক্তার 
দাখিল নবম শ্রেণী 
রোল নং ১ ।

আরো পড়ুন : গরমের কারণে সকালে  ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র(৩টি) 

Post a Comment

0 Comments