প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সুবিধার জন্যই- অসুস্থতার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন পত্র ৩টি তিন বই থেকে সংগ্রহ করে দেয়া হলো। যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেটাই শিখে নেবে।
অসুস্থতার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন – ১
তারিখ : ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ইং
বরাবর,
প্রধান শিক্ষক
কলেজিয়েট হাই স্কুল, ঢাকা।
বিষয় : চতুর্থ ঘণ্টার পর ছুটির জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আজ স্কুলে আসার পর আমার খুব মাথা ব্যথা করছে। শরীরে জ্বর জ্বর বোধ হচ্ছে। এ অবস্থায় আমার পক্ষে সম্পূর্ণ ক্লাস করা সম্ভব নয়। কাজেই আমি চতুর্থ ঘণ্টার পর বাড়ি যেতে চাচ্ছি।
অতএব, হুজুরের নিকট আমার প্রার্থনা এই যে, তিনি যেন আমাকে চতুর্থ ঘণ্টার পর ছুটি দিয়ে বাধিত করেন।
আরো পড়ুন : অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত-৩টি
অসুস্থতার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন – ২
তারিখ : ০৭. ০২. ২০২৫
বরাবর,
প্রধান শিক্ষক
জাহাপুর উচ্চ বিদ্যালয় জাহাপুর, ফরিদপুর ।
বিষয় : চতুর্থ ঘণ্টার পর ছুটির জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আজ স্কুলে উপস্থিত হওয়ার পর পরই তীব্র মাথা ব্যথা অনুভব করছি। ক্রমে অসুস্থতা বেড়েই চলেছে। এমতবস্থায় আমার পক্ষে শ্রেণিকক্ষে বসে পড়ালেখা করা মোটেই সম্ভব হচ্ছে না।
অতএব, আপনার নিকট আকুল প্রার্থনা এই যে, আমাকে চতুর্থ ঘণ্টার পর ছুটি দানে বাধিত করবেন।
আরো পড়ুন : বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন(৩টি)
অসুস্থতার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন – ৩
তাং ১৮/০২/২০… ইং
বরাবর
অধ্যক্ষ,
বরগুনা কামিল মাদরাসা,
বরগুনা সদর, বরগুনা
বিষয় : চতুর্থ ঘণ্টার পর ছুটির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আজ ক্লাশ চলাকালীন সময়ে আমি হঠাৎ শরীরে ব্যথা ও জ্বর অনুভব করছি। আমার মনে হচ্ছে, শরীরে জ্বর আসছে এবং জ্বর ক্রমশ বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় আমার পক্ষে ক্লাশ করা খুবই কষ্টকর বিষয়। তাই আমি আজ চতুর্থ ঘন্টার পর থেকে ছুটির জন্য আবেদন করছি।
অতএব প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমাকে চতুর্থ ঘণ্টার পর ছুটি দানে বাধিত করতে জনাবের মর্জি হয় ।
আরো পড়ুন : গরমের কারণে সকালে ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র(৩টি)