প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আজকে আমরা এই পোস্টটির মাধ্যমে শিখতে পারবো তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয়। পোস্টটি পড়ে যদি কোনো উপকারে আসে তোমাদের। তাহলে কমেন্ট করতে ভুলবেনা।
তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আবেদন :
বরাবর,
প্রধান শিক্ষক
ভাটই প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ ।
বিষয় : তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন ।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি এ বছর মথুরাপুর প্রাইমারি বিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি। আমি প্রতিটি বিষয়ে গড়ে ৯০ ভাগ নম্বর পেয়েছি। আমার বিশ্বাস আমি ভাটই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারলে আমার জীবন উজ্জ্বল হবে।
অতএব বিনীত প্রার্থনা এই যে, আপনার স্বনামধন্য বিদ্যালয়ে আমাকে তৃতীয় শ্রেণিতে ভর্তি হবার অনুমতি দান করে বাধিত করবেন।
নোট : চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে নাম, বিদ্যালয়ের নাম ও শ্রেণী পরিবর্তন করে দিলেই হয়ে যাবে।
পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন :
মাননীয়া,
প্রধান শিক্ষিকা,
বাংলাবাজার গার্লস স্কুল, ঢাকা ।
বিষয় : পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ।
মহোদয়া,
সবিনয় নিবেদন এই যে, আমি গাজিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে বিগত সালে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক। আপনার সদয় বিবেচনার জন্য আমার বিদ্যালয় পরিবর্তনের ছাড়পত্র ও গত বার্ষিক পরীক্ষার নম্বরপত্র আবেদনের সাথে সংযুক্ত করা হলো।
অতএব, আমাকে আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তির অনুমতি প্রদান করে বাধিত করবেন।
নোট : প্রধান শিক্ষক যদি পুরুষ হন তাহলে: মাননীয়া - মাননীয়, প্রধান শিক্ষিকা - প্রধান শিক্ষক, মহোদয়া - মহোদয় হবে।
ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন :
৩ জানুয়ারি, ২০২৫
প্রধান শিক্ষক
রাজবাড়ী জিলা স্কুল ।
বিষয়: ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর বার্ষিক পরীক্ষায় পঞ্চম শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি। এখন আপনার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির অনুমতি দিতে মর্জি হয় ।
আরো জানুন : প্রধান শিক্ষকের কাছে এক/দুই/তিন/চার/পাঁচ দিনের ছুটির জন্য আবেদন
নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন :
বরাবর,
প্রধান শিক্ষক
রাজবাড়ী জিলা স্কুল
বিষয়: নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি ফরিদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর বার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি । এখন আপনার বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক।
অতএব, মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমাকে উক্ত শ্রেণিতে ভর্তির অনুমতি দিতে জনাবের মর্জি হয় ।
নোট : সপ্তম ও অষ্টম শ্রেণীর ক্ষেত্রে নাম, বিদ্যালয়ের নাম ও শ্রেণী পরিবর্তন করে দিলেই হয়ে যাবে।
আপনার লেখা পোস্ট গুলো অনেক সুন্দর।
ReplyDeleteধন্যবাদ!
ReplyDelete