হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

nostoc এর বৈশিষ্ট্য, কোন রাজ্যের অন্তর্ভুক্ত, নাইট্রোজেন সংবন্ধনে ভূমিকা

nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত

Nostoc মনেরা জগতের অন্তর্ভুক্ত। কারণ এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল বা মাইসেলিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই । এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি নেই কিন্তু রাইবোসোম বিদ্যমান। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এসব কারণে Nostoc -কে মনেরা জগতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

nostoc এর বৈশিষ্ট্য :

  • এরা দেখতে নীলাভ সবুজ বর্ণের।
  • এরা স্বভোজী তবে এদের কোনো ক্লোরোপ্লাস্ট নেই।
  • এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ।
  • এদের যৌন প্রজনন নেই ।
  • এদের কোনো ফ্লাজেলা নেই ।
  • এরা এককোষী হতে বহুকোষী হতে পারে । এরা আদিকোষী বা প্রোক্যারিওটিক ।
  • এদের কোষে সি ফাইকোসায়ানিন নামক নীল কণিকা অধিক থাকে।
  • এদের কোষের বাইরে পিচ্ছিল মিউসিলেজের আবরণ থাকে।
  • কোষ প্রাচীরে মিউকোপেপটাইড নামক রাসায়নিক পদার্থ বিদ্যমান।

আরও পড়ুন : মনেরা থেকে অ্যানিমেলিয়া:পাঁচ রাজ্যের বৈশিষ্ট্য,পার্থক্য ও উদাহরণ

নাইট্রোজেন সংবন্ধনে Nostoc জীবটির ভূমিকা :

Nostoc নাইট্রোজেন সংবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Nostoc মাটিতে ও পানিতে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে। পরিবেশের তথা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, এদের মৃতদেহ পচে মাটিতে অধিক পরিমাণে নাইট্রোজেন ঘটিত পদার্থ অ্যামোনিয়া জমা হয়। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ঐ অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে। ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।

জমিতে হেক্টরপ্রতি ২৫ কেজি অ্যামোনিয়াম সালফেট প্রয়োগে ধানের উৎপাদন ১৬.৫% বৃদ্ধি পায়। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি উন্নয়নশীল বেশ কিছু দেশে নাইট্রোজেনের ঘাটতি Nostoc এর মতো সায়ানোব্যাকটেরিয়া দিয়ে বহুলাংশে পূরণ করছে। এতে ফসলের ফলন দিন-দিন বাড়ছে এবং অর্থের অপচয় রোধ হচ্ছে।

Leave a Comment