হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

সাবান ও ডিটারজেন্ট: পার্থক্য, অতিরিক্ত ব্যবহারের কুফল, কোনটি বেশি কার্যকরী

সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য :

সাবান ডিটারজেন্ট
১. সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ। ১. ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল বেনজিন সালফোনিক এসিডের সোডিয়াম লবণ ।
২. সাবান জলীয় মাধ্যমে কাজ করে। ২. এটি জলীয় এবং অজলীয় উভয় মাধ্যমে কাজ করে।
৩. সাবান ডিটারজেন্টের চেয়ে কম শক্তিশালী পরিষ্কারক। ৩. ডিটারজেন্ট অত্যন্ত শক্তিশালী পরিষ্কারক।
৪. সাবান খর পানিতে নিষ্ক্রিয় । ৪. ডিটারজেন্ট খর পানিতে অত্যন্ত সক্রিয়।

অতিরিক্ত সাবান ও ডিটারজেন্ট ব্যবহারের কুফল :

i. কাপড়ের রঙ ও বুনন নষ্ট হতে পারে।

ii. হাতের ত্বকে সমস্যা দেখা দিতে পারে ।

iii. সাবান ঘন আঠালো পদার্থ সৃষ্টি করে, যা নর্দমা বন্ধ করে দেয় ।

iv. কোনো কোনো ডিটারজেন্ট পদার্থ নন-বায়োডিগ্রেডেবল। এগুলো পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। নন- বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টসমূহ সরল যৌগে পরিণত হতে পারে না ।

V.এগুলো পানির সাথে প্রবাহিত হয়ে নদী নালা, খাল-বিলে এসে পড়ে পানিতে ফেনা উৎপন্ন করে। এই ফেনা জলজ পরিবেশকে নষ্ট করে ।

আরও শিখুন : ডিটারজেন্ট: সংজ্ঞা, প্রস্তুতি, সংকেত,ময়লা পরিষ্কারের কৌশল

vi. কোনো কোনো ডিটারজেন্টে ফসফেট ব্যবহৃত হয়। ফসফেট শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদের জন্য ভালো সার। ফলে এ সকল উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। এই বর্ধিত জলজ উদ্ভিদের জীবনচক্রে শেষে বিয়োজনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন খরচ হয়ে যায়। দ্রবীভূত অক্সিজেনের অভাবে জলজ প্রাণিকুল মরে যায় ।

সাবান ও ডিটারজেন্টের মধ্যে কোনটি বেশি কার্যকরী ?

সাবান ও ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্ট বেশি কার্যকরী। কারণ –

১। সাবান খরপানিতে কম ফেনা তৈরি করে Ca2+, Mg2+ এর সাথে বিক্রিয়ায় তলানী উৎপাদন করে। কিন্তু ডিটারজেন্ট খর ও মৃদু পানি উভয় ক্ষেত্রেই সমান কার্যকর।

২। ডিটারজেন্টের তুলনায় সাবানের কঠিন তলে ঢোকার ক্ষমতা কম।

৩। ঠাণ্ডা পানিতে সাবান কম দ্রবণীয়। কিন্তু ডিটারজেন্ট ঠাণ্ডা পানিতেও অধিক দ্রবণীয়।

আরও শিখুন : প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে সাবান প্রস্তুতি ব্যবহারিক

Leave a Comment

error: Content is protected !!