সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য :
সাবান | ডিটারজেন্ট |
---|---|
১. সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ। | ১. ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল বেনজিন সালফোনিক এসিডের সোডিয়াম লবণ । |
২. সাবান জলীয় মাধ্যমে কাজ করে। | ২. এটি জলীয় এবং অজলীয় উভয় মাধ্যমে কাজ করে। |
৩. সাবান ডিটারজেন্টের চেয়ে কম শক্তিশালী পরিষ্কারক। | ৩. ডিটারজেন্ট অত্যন্ত শক্তিশালী পরিষ্কারক। |
৪. সাবান খর পানিতে নিষ্ক্রিয় । | ৪. ডিটারজেন্ট খর পানিতে অত্যন্ত সক্রিয়। |
অতিরিক্ত সাবান ও ডিটারজেন্ট ব্যবহারের কুফল :
i. কাপড়ের রঙ ও বুনন নষ্ট হতে পারে।
ii. হাতের ত্বকে সমস্যা দেখা দিতে পারে ।
iii. সাবান ঘন আঠালো পদার্থ সৃষ্টি করে, যা নর্দমা বন্ধ করে দেয় ।
iv. কোনো কোনো ডিটারজেন্ট পদার্থ নন-বায়োডিগ্রেডেবল। এগুলো পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। নন- বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টসমূহ সরল যৌগে পরিণত হতে পারে না ।
V.এগুলো পানির সাথে প্রবাহিত হয়ে নদী নালা, খাল-বিলে এসে পড়ে পানিতে ফেনা উৎপন্ন করে। এই ফেনা জলজ পরিবেশকে নষ্ট করে ।
আরও শিখুন : ডিটারজেন্ট: সংজ্ঞা, প্রস্তুতি, সংকেত,ময়লা পরিষ্কারের কৌশল
vi. কোনো কোনো ডিটারজেন্টে ফসফেট ব্যবহৃত হয়। ফসফেট শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদের জন্য ভালো সার। ফলে এ সকল উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। এই বর্ধিত জলজ উদ্ভিদের জীবনচক্রে শেষে বিয়োজনের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন খরচ হয়ে যায়। দ্রবীভূত অক্সিজেনের অভাবে জলজ প্রাণিকুল মরে যায় ।
সাবান ও ডিটারজেন্টের মধ্যে কোনটি বেশি কার্যকরী ?
সাবান ও ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্ট বেশি কার্যকরী। কারণ –
১। সাবান খরপানিতে কম ফেনা তৈরি করে Ca2+, Mg2+ এর সাথে বিক্রিয়ায় তলানী উৎপাদন করে। কিন্তু ডিটারজেন্ট খর ও মৃদু পানি উভয় ক্ষেত্রেই সমান কার্যকর।
২। ডিটারজেন্টের তুলনায় সাবানের কঠিন তলে ঢোকার ক্ষমতা কম।
৩। ঠাণ্ডা পানিতে সাবান কম দ্রবণীয়। কিন্তু ডিটারজেন্ট ঠাণ্ডা পানিতেও অধিক দ্রবণীয়।
আরও শিখুন : প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে সাবান প্রস্তুতি ব্যবহারিক