হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আরবি রচনা : উত্তম চরিত্র/ সচ্চরিত্র (অনুবাদ সহ )

حُسْنُ الْخُلُقِ
উত্তম চরিত্র

التَّقْدِيمُ:

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَمَرَنَا أَنْ نَتَخَلَّقَ بِالْأَخْلَاقِ الْجَمِيلَةِ ٱلْحَمِيدَةُ وَنَتَصِفُ بِٱلصِّفَاتِ ٱلْجَمِيلَةِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي بَيْنَ لَنَا مَكَارِمَ الْأَخْلَاقِ كَمَا قَالَ تَعَالَى: ﴿إِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ﴾. وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الَّذِينَ هُمْ أُولُو الْأَخْلَاقِ الطَّيِّبَةِ

تَعْرِيفُ حُسْنِ الْخُلُقِ:

 اَلْخُلُقُ فِي اللُّغَةِ الْعَادَةُ وَفِي الِاصْطِلَاحِ هُوَ الْعَادَةُ الْحَسَنَةُ الَّتِي تَحْمِلُ النَّاسَ إِلَى الْأَعْمَالِ الْفَاضِلَةِ .فَحَسَّنَ وَالْإِحْسَانَالْخُلُقَ ٱلَّذِي يَشْتَمِلُ الْحَيَاءَ، وَالصَّبْرَ وَالْحِلْمَ وَالْكَرَمَ، وَالْفَضْلَ وَالشَّجَاعَةَ وَالتَّوَكُّلَ وَالْعَفْوَ وَالْوَفَاءَ وَالْوَعْدَ وَالْإِحْسَانَ وَالْإِخْلَاصَ  وَالشُّكْرَ وَأَدَاءَ الْوَاجِبَاتِ، وَتَرْكِ الْمُنْكَرَاتِ وَالْمَنْهِاتِ وَالِاجْتِنَابِ عَن شُرُورِ وَالسَّيِّئَاتِ

আরও : আরবি রচনা : সালাত। বাংলা অনুবাদ সহ

فَضِيلَةُ حُسْنِ الْخُلُقِ:

لِحُسْنِ الْخُلُقِ فَضْلٌ كَبِيرٌ، وَهُوَ مِيزَانُ الْمَجْدِ بَيْنَ النَّاسِ، وَيَجْعَلُ الْإِنْسَانَ مَحْمُودًا مَرْغُوبًا عِنْدَ الْجَمِيعِ. قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا. وَهُوَ يُكْمِلُ الْأَيْمَانَ كَمَا قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقً

أَهَمِّيَّةُ حُسْنِ الْخُلُقِ:

لَهُ أَهَمِّيَّةٌ كَثِيرَةٌ فِي حَيَاةِ الْإِنْسَانِ أَنْزَلَ اللَّهُ الْقُرْآنَ لِتَحْسِينِ أَخْلَاقِ النَّاسِ، وَهُوَ أَمْرٌ لَازِمٌ- تَبْقَى الْأُمَّةُ بِبَقَاءِ أَخْلَاقِهَا ، وَحُسْنُ الْخُلُقِ أَسَاسُ كُلِّ مُجْتَمَعٌ وَوَسِيلَةُ التَّقَدُّمِ. قَالَ بَعْضُ الْحُكَمَاءِ فَقْدَانُ النُّقُودِ فَقْدَانُ لِشَيْءٍ، وَ فَقْدَانُ الصِّحَّةِ فَقْدَانُ يَسِيرُ وَلَكِنَّ فَفَقْدَانُ الْأَخْلَاقِ فَقْدَانُ كُلُّ شَيْءَ.

আরও : আরবি রচনা : দেশপ্রেম/স্বদেশ/দেশপ্রেম ঈমানের অঙ্গ

مِمَّنْ نَأْخُذُ حُسْنَ الْخُلُقِ:

نَأْخُذُ الْأَخْلَاقَ أَوَّلًا مِنَ اللَّهِ تَعَالَى لِأَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ هَدَانَا إِلَى أَخْلَاقٍ حَسَنَةٍ، وَإِنَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى قَالَ: صِبْغَةَ اللَّهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ صِبْغَةً، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَخَلَّقُوا بِأَخْلَاقِ اللَّهِ. ثُمَّ نَأْخُذُ الْأَخْلَاقَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّهُ قَالَ اللَّهُ تَعَالَى فِي شَأْنِهِ: ﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ﴾. وَقَالَ عَلَيْهِ السَّلَامُ: بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ.

طَرِيقُ تَحْصِيلِ حُسْنِ الْخُلُقِ:

طَرِيقُ تَحْصِيلِ حُسْنِ الْخُلُقِ هُوَ طَاعَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ: ﴿أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ﴾، وَقَالَ فِي آيَةٍ أُخْرَى: ﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ﴾.

فَالْمَدْرَسَةُ وَالْبَيْتُ وَالْأَبُ وَالْأُمُّ وَالْكِبَارُ يَكُونُونَ مُتَّبِعِينَ حُسْنَ الْخُلُقِ عَلَى الشَّرِيعَةِ. قَالَ لُقْمَانُ عَلَيْهِ السَّلَامُ لِابْنِهِ الْعَزِيزِ عَنْ حُسْنِ الْخُلُق” يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَانْهَ عَنِ الْمُنْكَرِ.

الْخَاتِمَةُ:

فَعَلَيْنَا أَنْ نَتَّبِعَ أَخْلَاقَ رَسُولِ اللَّهِ وَلَا بُدَّ عَلَيْنَا أَنْ نَتَخَلَّقَ بِأَخْلَاقٍ حَسَنَةٍ وَنَجْتَنِبَ الْأَخْلَاقَ الرَّزِيلَةَ فَكُونُوا نَجَاحًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

আরও : আরবি রচনা : ইলম (বাংলা অর্থসহ)

ভূমিকা :

সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের প্রশংসিত চরিত্রবান হতে এবং সৌন্দর্যমণ্ডিত গুণে গুণান্বিত হতে নির্দেশ প্রদান করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক মহানবী (স)-এর ওপর, যিনি সচ্চরিত্রের বর্ণনা দিয়েছেন। যেমন- আল্লাহ তায়ালা বলেছেন- “নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত।” শান্তি বর্ষিত হোক তাঁর পরিবার পরিজন ও সাহাবীগণের ওপর, যাঁরা পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন ।

উত্তম চরিত্রের পরিচয় :

‘খুলক’ শব্দের আভিধানিক অর্থ স্বভাব। পারিভাষিক অর্থে এটি এমন উন্নত স্বভাব যা মানুষকে উত্তম কাজের প্রতি উদ্বুদ্ধ করে। সুতরাং সচ্চরিত্র বলতে লজ্জাবোধ, ধৈর্য, সহনশীলতা, বদান্যতা, মহানুভবতা, মনোবল, সাহসিকতা, ভরসা, ক্ষমা, ওয়াদা রক্ষা, সহানুভূতি, নিষ্ঠা, কৃতজ্ঞতা, কর্তব্য ও দায়িত্ব পালন, নিষিদ্ধ ও গর্হিত কাজ ছেড়ে দেয়া এবং অকল্যাণ ও অন্যায় কাজ পরিহার করা।

উত্তম চরিত্রের মর্যাদা :

সচ্চরিত্রের রয়েছে অতীব মর্যাদা ও মাহাত্ম্য। এটি মানুষের মাঝে মর্যাদার মানদণ্ড। এটি মানুষকে সবার নিকট প্রশংসিত ও প্রিয় করে তোলে। মহানবী (স) বলেছেন, সুন্দর চরিত্রবান ব্যক্তিই তোমাদের মাঝে উত্তম । এটি ঈমানকে পরিপূর্ণ করে দেয় । যেমন মহানবী (স) বলেছেন, উত্তম চরিত্রবান ব্যক্তিই পূর্ণ মুমিন ।

উত্তম চরিত্রের গুরুত্ব :

মানবজীবনে এর অনেক গুরুত্ব রয়েছে, আল্লাহ মানুষের চরিত্র সৌন্দর্যমণ্ডিত করতে কুরআন অবতীর্ণ করেছেন। এটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় । একটি জাতি তার চরিত্রের কারণেই টিকে থাকে। সচ্চরিত্রই হলো প্রত্যেক সমাজের মূল ভিত্তি এবং উন্নতির উপায় । কোনো এক দার্শনিক বলেছেন, যার অর্থ হারিয়ে গেছে তার যেন কিছুই হারায়নি, যার স্বাস্থ্য হারিয়ে গেছে তার কিছুটা হারিয়েছে আর যার চরিত্র হারিয়েছে তার সবই হারিয়েছে।

আমরা যাদের থেকে উত্তম চরিত্র গ্রহণ করব :

আমরা সর্বাগ্রে আল্লাহর চরিত্র গ্রহণ করব, কেননা আল্লাহ আমাদের উত্তম চরিত্রের প্রতি পথপ্রদর্শন করেছেন । আল্লাহ তায়ালা বলেন, আল্লাহর রঙে রঙ্গীন হও, আল্লাহর রঙ্গের চেয়ে কার রং বেশি সুন্দর হতে পারে? তিনি আরো বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। অতঃপর আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ (স)-এর নিকট থেকে চরিত্র গ্রহণ করব। বর্ণিত আছে, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবাণ হও। মহানবী (স) আরো বলেছেন, উত্তম চরিত্রসমূহকে পরিপূর্ণতা দান করার জন্য আমি প্রেরিত হয়েছি।

উত্তম চরিত্র অর্জনের পদ্ধতি :

উত্তম চরিত্র অর্জনের পদ্ধতি হলো, নবী করীম (স)-এর চরিত্রের অনুসরণ করা। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ কর’। অন্য একটি আয়াতে তিনি বলেন, ‘আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ কর, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন’।

মাদরাসা, বাড়ি, পিতামাতা ও বড়রা শরীয়তের দৃষ্টিকোণে উত্তম চরিত্রের উৎসস্থল হতে পারে। হযরত লোকমান (আ) তাঁর প্রিয় পুত্রকে উত্তম চরিত্র সম্পর্কে বলেন, ‘হে বৎস! সালাত প্রতিষ্ঠা করবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে’।

সমাপনী :

আল্লাহর রাসূলের চরিত্রের অনুসরণ ও সচ্চরিত্রবান হওয়া এবং খারাপ চরিত্র বর্জন করা আমাদের কর্তব্য, তাহলে আমরা পার্থিব ও পরকালে সফল হতে পারব।

Leave a Comment