হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

সিহাহ সিত্তাহ কি? কয়টি ও কি কি। সংকলকের নাম সমূহ

আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিলের যুগে রচিত হাদীসশাস্ত্রের সিহাহ সিত্তাহ বা বিশুদ্ধ ছয়টি গ্রন্থ মুসলিম উম্মাহর নিকট গ্রহণযোগ্যতার শীর্ষস্থান দখল করে। আজও তা বিদ্যমান আছে। তৎকালীন যুগ হতে অদ্যাবধি এ গ্রন্থগুলো ইলমে হাদীসের আলো বিকিরণ করে চলছে। নিম্নে সে গ্রন্থগুলোর সংকলকগণের সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করা হলো।

সিহাহ সিত্তাহ কি ?

হিজরী তৃতীয় শতকে হাদিসের বিশুদ্ধতম ছয়টি কিতাব সংকলিত হয়। এগুলোকে একত্রে সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়।

সিহাহ সিত্তাহ হাদিস গ্রন্থ কয়টি ও কি কি ?

সিহাহ সিত্তাহ তথা বিশুদ্ধ হাদীসগ্রন্থ সমূহ হচ্ছে- ছয়টি। যথা –

১. সহীহ বুখারী ।
২. সহীহ মুসলিম ।
৩. নাসায়ী ।
৪. জামেউত তিরমিযী।
৫. সুনানে আবু দাউদ ।
৬. সুনানে ইবনে মাজাহ।

আরো জানো : হিজরি কোন শতক হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়? কারা সংকলন করেন

সিহাহ সিত্তাহ গ্রন্থগুলোর সংকলকের নাম ও সংক্ষিপ্ত জীবনী :

ক. ইমাম বুখারী (র)-এর পরিচয় :

১. নাম ও জন্ম : তার নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ, উপাধি আমীরুল মুমিনীন ফিল হাদীস ও হাফেযুল হাদীস। পিতার নাম ইসমাঈল । তিনি উজবেকিস্তানের অন্তর্গত বুখারা নামক স্থানে ১৯৪ হিজরী সনের ১৩ শাওয়াল শুক্রবার জন্মগ্রহণ করেন।

২. শিক্ষাজীবন : তিনি ঘরোয়া পরিবেশে প্রাথমিক শিক্ষা লাভের পর ১১ বছর বয়সে হাদীস অধ্যয়নে আত্মনিয়োগ করেন। ১৬ বছর বয়সে ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক ও ওয়াকী ইবনুল জাররাহ (র)-এর হাদীসের কিতাবগুলো মুখস্থ করে ফেলেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য মক্কা, মিসর, কুফা ও সিরিয়ায় হিজরত করেন। বর্ণিত আছে, তিনি ৬ লাখ হাদীস মুখস্থ করেছিলেন।

৩. অধ্যাপনা জীবন : শিক্ষাজীবন শেষে তিনি হাদীস অধ্যাপনা শুরু করেন। দেশ – বিদেশের অনেক ছাত্র তাঁর নিকট হাদীস শিক্ষা গ্রহণ করেন। তাঁর ছাত্রদের মধ্যে ইমাম মুসলিম, তিরমিযী ও নাসায়ী (র) অন্যতম ৷

৪. হাদীস সংকলন : তিনি তাঁর স্বনামধন্য উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহওয়াই (র)- এর প্রেরণায় হাদীস সংকলন শুরু করেন। অত্যন্ত ত্যাগ ও কষ্ট স্বীকার করে ৬ লাখ মুখস্থ হাদীস হতে বাছাই করে সহীহ বুখারী সংকলন করেন। এতে দ্বিরুক্তিসহ ৭২৭৫টি হাদীস স্থান পেয়েছে। হাদীস সংকলনের কাজে প্রায় ১৬ বছর সময় লেগেছে । এছাড়া তিনি আরো অনেক ইসলামী গ্রন্থ রচনা করেন।

৫. ইন্তেকাল : এ মহামনীষী ২৫৬ হিজরীর পহেলা শাওয়াল ঈদুল ফিতরের রজনীতে বুখারায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (১৩ দিন কম) ৬২ বছর।

আরো জানো : ইমাম বুখারী (র)-এর সংক্ষিপ্ত জীবনী (পয়েন্ট আকারে)

খ. ইমাম মুসলিম (র)-এর পরিচয় :

১. নাম ও জন্ম : তাঁর নাম মুসলিম, উপনাম আবুল হোসাইন, উপাধি আসাকেরুদ্দীন, পিতার নাম হাজ্জাজ ইবনে মুসলিম। তিনি ২০৪ হিজরীতে খোরাসানের অন্তর্গত নিসাপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন।

২. শিক্ষাজীবন : তিনি বাল্যকালেই শিক্ষাগ্রহণে ব্রতী হন। হাদীস শিক্ষার জন্য তিনি মুসলিম জাহানের সবকটি কেন্দ্র তথা ইরাক, হিজায, সিরিয়া, মিসর ও বাগদাদ সফর করেন। তিনি ইলমে হাদীস, ফিকহ, তাফসীর ইত্যাদি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন।

৩. হাদীস সংকলন : শিক্ষাজীবন শেষ করে তিনি অধ্যাপনা, হাদীস সংগ্রহ ও সংকলনের জন্য কঠোর সাধনা করে তিন লাখ মুখস্থ হাদীস হতে ইমাম বুখারী (র)-এর নীতিমালা অনুসরণ করে সহীহ মুসলিম শরীফ সংকলন করেন।

৪. ইন্তেকাল : হাদীসশাস্ত্রের এ উজ্জ্বল নক্ষত্র ২৬১ হিজরী সালে ৫৭ বছর বয়সে নিসাপুরে ইন্তেকাল করেন।

আরো জানো : ইমাম মুসলিম রহ এর জীবনী (পয়েন্ট ভিত্তিক)- pdf

গ. ইমাম নাসায়ী (র)-এর পরিচয় :

১. নাম ও জন্ম : নাসায়ী শরীফের সংকলকের নাম হচ্ছে আহমদ, উপনাম আবু আবদুর রহমান। পিতা হচ্ছেন আলী ইবনে শোয়াইব। তিনি ২১৫ হিজরীতে ইরানের অন্তর্গত ‘নাসা’ নামক স্থানে জন্মগ্রহণ করেন। এজন্য তাঁকে ইমাম নাসায়ী বলা হয়।

২. শিক্ষাজীবন : প্রাথমিক শিক্ষা নিজ দেশেই গ্রহণ করেন। এরপর তিনি হাদীস শিক্ষার সকল গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহ সফর করে ইলমে হাদীসের ওপর গভীর জ্ঞান অর্জন করেন।

৩. গ্রন্থ প্রণয়ন : বিদ্যা অর্জনের পর তিনি দরসে হাদীস ও গ্রন্থ প্রণয়নের কাজে আত্মনিয়োগ করেন। তিনি ৪৪৮২টি হাদীস সনদসহ গ্রন্থে সমবেত করেন।

৪. ইন্তেকাল : তিনি ৩০৩ হিজরী সালে পবিত্র মক্কা নগরীতে ইন্তেকাল করেন। সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে তাঁকে দাফন করা হয় ।

ঘ. ইমাম তিরমিযী (র)-এর পরিচয় :

১. নাম ও পরিচয় : ইমাম তিরমিযী (র)-এর নাম হচ্ছে মুহাম্মদ, উপনাম আবু ঈসা । পিতার নাম ঈসা। তিনি ২০৯ হিজরীতে ট্রান্স-অক্সিয়ানার ‘তিরমিয’ নামক স্থানে জন্মগ্রহণ করেন ।

২. শিক্ষাজীবন : তিনি তিরমিয শহরেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে বিভিন্ন দেশে সফর করে তৎকালীন প্রসিদ্ধ মুহাদ্দিসগণের নিকট হাদীস শিক্ষা গ্রহণ করেন । তিনি প্রায় ৫ লাখ হাদীস মুখস্থ করেছিলেন।

৩. শিক্ষকতা ও হাদীস সংকলন : শিক্ষাজীবন শেষে ইমাম তিরমিযী (র) ইলমে হাদীসের খেদমতে লিপ্ত হন। শিক্ষকতার পাশাপাশি হাদীস সংকলনের কাজ শুরু করেন। তিনি ৩৮১২টি হাদীসের সমাবেশ ঘটিয়ে যে গ্রন্থ রচনা করেছেন, তার নাম হচ্ছে- জামে তিরমিযী ।

৪. ইন্তেকাল : ২৯৭ হিজরীতে ৭০ বছর বয়সে বলখে মতান্তরে, তিরমিয শহরে ইন্তেকাল করেন।

ঙ. ইমাম আবু দাউদ (র)-এর পরিচয় :

১. বংশ ও পরিচয় : আবু দাউদ শরীফের সংকলকের নাম হচ্ছে সোলায়মান ইবনুল আশয়াস। উপনাম আবু দাউদ। তিনি ২০২ হিজরীতে খোরাসানের সিজিস্তান নামক স্থানে জন্মগ্রহণ করেন।

২. শিক্ষাজীবন : জন্মস্থানেই তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়। এরপর তিনি ইলমে হাদীসের ওপর পাণ্ডিত্য অর্জনের জন্য দেশ বিদেশের মুহাদ্দিসগণের নিকট সফর করেন। ইমাম বুখারী ও মুসলিম (র)-এর নিকটেও হাদীস শিক্ষাগ্রহণ করেন।

৩. কর্মজীবন : অন্যান্য মুহাদ্দিসগণের ন্যায় তিনিও হাদীস শিক্ষাদানে আত্মনিয়োগ করেন। বিভিন্ন উস্তাদ থেকে প্রাপ্ত হাদীসভাণ্ডার হতে ৪৮০০টি হাদীস যাচাইবাছাই করে গ্রন্থে লিপিবদ্ধ করেন। তাঁর সংকলনের নাম হলো ইসলামের এ মহান
খাদেম ২৭৫ হিজরীতে ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন।

চ. ইমাম ইবনে মাজাহ (র)-এর পরিচয় :

১. পরিচয় : সিহাহ সিত্তার অন্যতম সংকলক হচ্ছেন ইমাম ইবনে মাজাহ। তাঁর নাম মুহাম্মদ ইবনে ইয়াযিদ, উপনাম আবু আবদুল্লাহ। তিনি ২০৯ হিজরীতে ইরানে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন, ইরাকে আজম নামক স্থানে তাঁর জন্ম হয়েছে। তাঁর প্রপিতা হচ্ছেন মাজাহ। তাঁর দিকে নিসবত করে তাঁকে ইবনে মাজাহ বলা হয়।

২. অন্যান্য তথ্যাবলি : তিনি ইলমে হাদীস ও কুরআনের ওপর অগাধ জ্ঞানলাভ করে শিক্ষকতা ও হাদীস সংগ্রহের কাজে হাত দেন। তাঁর সংকলিত হাদীসগ্রন্থের নাম এটিতে ৪৩৩৮টি হাদীস স্থান পেয়েছে। এ মহামনীষী ২৭৩ হিজরীতে ইন্তেকাল করেন।

বিশুদ্ধ হাদীসসমূহ সিহাহ সিত্তার মধ্যে সীমাবদ্ধ কিনা :

সহীহ হাদীসসমূহ শুধু সিহাহ সিত্তাহ গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সিহাহ সিত্তাহ ছাড়াও অসংখ্য সহীহ হাদীসের গ্রন্থ রয়েছে। ছয়টি হাদীসগ্রন্থ সিহাহ সিত্তাহ হিসেবে নামকরণের অর্থ এ নয় যে, সহীহ হাদীসসমূহ এ ছয়টির মধ্যেই সীমাবদ্ধ।

অন্যান্য সহীহ কিতাবসমূহ : সিহাহ সিত্তাহ ব্যতীত সহীহ হাদীসের যেসব গ্রন্থ রয়েছে সেগুলো নিম্নরূপ-

১. মুয়াত্তা : এ গ্রন্থের রচয়িতা হলেন ইমাম মালেক (র)। এটা হিজরী দ্বিতীয় শতকের মাত্র অন্যতম বিশুদ্ধ হাদীস সংকলন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র) মুয়াত্তাকে সহীহ বুখারী ও সহীহ মুসলিমের ওপর অগ্রাধিকার দিতেন। ইমাম শাফেয়ী (র) মন্তব্য করেন, “আল্লাহর কিতাব কুরআন মাজীদের পর মুয়াত্তা ইমাম মালেক সর্বাধিক বিশুদ্ধ।” এতে ১৭২০টি হাদীস রয়েছে।

২. মুসনাদে আহমদ : ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এ গ্রন্থের রচয়িতা। এতে সর্বমোট ৪০,০০০ হাদীস, ইবনে খালদুনের মতে, ৫০,০০০ হাদীস রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল (র) সাড়ে সাত লাখ হাদীস থেকে এগুলো বাছাই করেছেন। এটি মুসনাদ গ্রন্থসমূহের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ ও সুবিন্যস্ত গ্রন্থ ।

শাহ ওয়ালিউল্লাহ (র) বলেন, “তাঁর সংগৃহীত হাদীসগুলো দুর্বল নয়। কারণ এ হাদীসগুলো পরবর্তী ইমামগণ কর্তৃক স্বীকৃত সহীহ হাদীসসমূহের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ।’ কানযুল উম্মাল গ্রন্থের ভূমিকায় উল্লেখ রয়েছে, এ মুসনাদের সব ধরনের হাদীস মকবুল ।

৩. সুনানে দারেমী : ইমাম দারেমী (র) হলেন এ গ্রন্থের সংকলক । অনেক হাদীসবিশারদ একে সুনানে ইবনে মাজাহর পরিবর্তে সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত করেছেন । কারণ এর হাদীসসমূহ ইবনে মাজাহ-এর হাদীসসমূহ হতে অধিক বিশুদ্ধ ।

৪. সহীহ ইবনে হাব্বান : সহীহ ইবনে হাব্বান গ্রন্থটি আহমদ ইবনে হাব্বান আবু আল বোস্তী (র)-এর সংকলন । সহীহাইনের পরে যারা সহীহ হাদীসের সমন্বয়ে গ্রন্থ সংকলন করেছেন, তাদের মধ্যে যদি ইবনে খোযায়মার নাম প্রথমে উল্লেখ করতে হয়, তাহলে এর পরের স্থানে সহীহ ইবনে হাব্বানকে উল্লেখ করতে হবে।

৫. আল মুখতারাহ : এটা ইমাম জিয়াউদ্দীন মাকসেদী (র)-এর সংকলন। এতে বর্ণিত হাদীসগুলো বিশুদ্ধ বলে প্রসিদ্ধ।

৬. আল মুস্তাদরাক : ইমাম আবদুল্লাহ হাকেম নিসাপুরী (র)-এর লিখিত মুস্তাদরাক সহীহাইনের পদাঙ্ক অনুসরণ করে লিখেছেন বলে দাবি করলেও পরবর্তী মুহাদ্দিসগণ একে সম্পূর্ণরূপে মেনে নিতে পারেননি। তবে তা সহীহ হাদীস সংকলন নামে পরিচিতি লাভ করে।

৭. আল মুনতাকা : কাসেম ইবনে আসবাগ, ইবনুস সাকান, ইবনুল জারূদ, আবদুল্লাহ ইবনে আলী (র) প্রমুখ হাদীসবিশারদগণ আস সহীহ আল মুনতাকা নামে হাদীসগ্রন্থ সংকলন করেন। আল মুনতাকার বর্ণিত হাদীস বিশুদ্ধতা ও প্রামাণ্যতায় শীর্ষস্থানীয় বলে পরিগণিত।

৮. সুনানে দারে কুতনী ও ইলযামাত : ইমাম আলী ইবনে ওমর ইবনে আহমদ দারে কুতনী (র) কর্তৃক সংকলিত হাদীস গ্রন্থদ্বয় দারে কুতনী ও ইলযামাত হাদীসশাস্ত্রের অপূর্ব সৃষ্টি। এতদুভয় গ্রন্থের মধ্যকার হাদীসগুলো সহীহ বলে প্রমাণিত ৷

৯. সহীহ আবু আওয়ানা : এর সংকলক হলেন ইয়াকুব ইবনে ইসহাক (র) । তাঁর হাদীস গ্রন্থটির মধ্যকার হাদীসসমূহ সহীহ বলে মনে করা হয়।

১০. সহীহ ইবনে খোযায়মা : আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক; আবু বকর ইবনে খোযায়মা নিসাপুরী (র)-এর হাদীস সম্পর্কিত সংকলনকে ইমাম দারে কুতনী ও অন্যান্য মুহাদ্দিসগণ বিশুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। মধ্যে সীমাবদ্ধ নয়। যুগশ্রেষ্ঠ আলেমগণ অসংখ্য সহীত হাদীস সংকলন করে গ্রন্থাবদ্ধ করেছেন।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment