হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

স্বাধীনতা তুমি কবিতার মূলভাব /বিষয়বস্তু/সারমর্ম

প্রশ্ন : ।। আধুনিক কবি শামসুর রাহমান রচিত স্বাধীনতা তুমি কবিতার মূলভাব/সারমর্ম/ মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লিপিবদ্ধ কর।

উপস্থাপনা : কবি শামসুর রাহমান বাংলাদেশের বিশিষ্ট আধুনিক কবি। স্বাধীনতা- উত্তর বাংলা কবিতার ধারায় অসাধারণ চিত্রকল্পের এক শিল্পসার্থক কবিতা ‘স্বাধীনতা তুমি’। কবিতাটি কবির ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

এ কবিতায় কবি বাঙালির স্বাধীনতা অর্জনে মুক্তিযুদ্ধের আনন্দ-বেদনা, অসম ত্যাগ, অম্লান স্মৃতিগাথা এবং গৌরবময় বিজয় উপাখ্যান অনুপম উপমা ও রূপকের আশ্রয়ে চিত্রায়িত করেছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে সামগ্রিক বাংলার জনসাধারণের অকৃত্রিম আত্মত্যাগের বস্তুনিষ্ঠ ইতিহাস উন্মোচনই এ কবিতার মূল প্রতিপাদ্য।

স্বাধীনতা তুমি কবিতার মূলভাব/সারমর্ম/বিষয়বস্তু

স্বাধীনতার রূপ : যুক্ত প্রাণের বাধাহীন প্রকাশই স্বাধীনতা। আমাদের পার্থিব জীবনের সর্বোত্তম পাওয়া এ স্বাধীনতা। স্বাধীনতা তাই আমাদের চলার পথের সঞ্জীবনী শক্তি, অর্জিত আনন্দের সীমাহীন সম্ভার। স্বাধীনতা একটি জাতির মুক্ত সত্তা।

আলোচ্য কবিতায় কবি শামসুর রাহমান বাঙালি জাতির স্বাধীনতাকে জীবন্ত করে তুলেছেন। বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কবির অনুভূতিকে তীব্রভাবে নাড়া দিয়েছে। এ স্বাধীনতাকে কবি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক উপাদান ও জীবনের বিচিত্র প্রতীকে রূপায়িত করেছেন।

আরো পড়ো : বনলতা সেন কবিতার মূলভাব ও নামকরণের সার্থকতা – pdf

রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট : বাংলার স্বাধীনতা যেন অধিকার আদায়ের দাবিতে পতাকাশোভিত শ্লোগানমুখর ঝাঁঝালো মিছিল। এ স্বাধীনতাকে কবি শহীদ মিনারের অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভায় দেখেছেন এবং একে অনুভব করেছেন সৃষ্টির আনন্দে প্রমত্ত ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান কবি নজরুলের বিদ্রোহী সত্তায়। কবির ভাষায়-

স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা।
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত স্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল ।

সামাজিক প্রেক্ষাপট : কবি শামসুর রাহমান তাঁর স্বাধীনতা তুমি কবিতায় স্বাধীনতার প্রতি গভীর আকর্ষণ ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। বিচিত্র উপমার মাধ্যমে তিনি জানিয়েছেন; স্বাধীনতা মানুষের জীবনের জন্য, মানুষের অস্তিত্বের জন্য, মনুষ্যত্বের বিকাশের জন্য, সুখী-সমৃদ্ধ সমাজ গঠনের জন্য এক অপরিহার্য বিষয়।

পিতার কোমল জায়নামাজ, উদার জমিনের চা- থানায়, মাঠে-ময়দানের ঝড়ো সংলাপে এবং মায়ের শুভ্র শাড়ির কাঁপনে কবি বাংলার স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছেন, প্রত্যক্ষ করেছেন আমাদের দৈনন্দিন গৃহস্থালির ফাঁকে ফাঁকে খানিক আনন্দময় অবসরে।

আরো পড়ো : যে সবে বঙ্গেত জন্মি কবিতার মূলভাব/সারমর্ম। প্রশ্ন উত্তর সহ

সাংস্কৃতিক প্রেক্ষাপট : রবি ঠাকুরের অজর কবিতা ও অবিনাশী গানে কবি স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছেন। স্বাধীনতা মানে- বটের ছায়ায় তরুণ মেধাবী সাংস্কৃতিক কর্মীর সতেজ ভাষণ; ‘বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার’ এবং ‘বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রং।’ কবির ভাষায়-

স্বাধীনতা তুমি
রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা-

নৈসর্গিক প্রেক্ষাপট : কবির দৃষ্টিতে স্বাধীনতা হলো শ্রাবণের ভরা মেঘনা, ফসলের মাঠে কৃষকের হাসি, রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার কাটা। কবির ভাষায়-

স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক যেন এ স্বাধীনতা। কবির ভাষায়-

স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

এ স্বাধীনতা বন্ধুর হাতে জ্বলে ওঠা রাঙা পোস্টার, হাওয়ায় ওড়ানো গৃহিণীর ঘন কালো উদ্দাম চুল, খোকার গায়ের রঙিন জামা, খুকীর তুলতুলে গালে রৌদ্রের খেলা।

কবির অনুভূতি : কবির দৃষ্টিতে স্বাধীনতা কোনো খণ্ডিত স্বপ্ন বা কল্পনা নয়; ঐক্যবদ্ধ প্রচেষ্টা, মিলন-বিরহ, আশা-আকাঙ্ক্ষার বাস্তব অনুভূতি-সংবলিত অপ্রতিদ্বন্দ্বী অপরাজেয় চেতনা। স্বাধীনতা জীবনের সমগ্রতাকে ধারণ করে, মুক্তি দেয় সামগ্রিক সত্তাকে। এ স্বাধীনতা ব্যক্তিজীবনের জন্য যেমন সত্য, তেমনি সত্য জাতীয় জীবনের জন্য।

আরো পড়ো : ঐকতান কবিতার মূলভাব ও নামকরণের সার্থকতা

স্বাধীনতাকে কবি দেখেছেন বাগানের ধারের স্নিগ্ধতা ও সৌরভের মতো। এ স্বাধীনতাকে মনে হয়েছে কোকিলের গান। এ স্বাধীনতাকে কবি অবলোকন করেছেন বয়সী বটের পাতার ঝিলিমিলি মন-মাতানো রূপে। শুধু তাই নয়, এ স্বাধীনতা কবির গভীরতম আবেগের, তীব্রতম ভালোবাসার কবিতার খাতা।

সমস্ত বাধা-নিষেধ, প্রতিবন্ধকতা, শাসন ও পরমুখাপেক্ষিতা এবং রক্তচক্ষুর দুঃশাসন থেকে মুক্তির মহান বাণী। এ স্বাধীনতাকে কবি তাই তার যেমন ইচ্ছে লেখার কবিতার খাতা বলে বর্ণনা করে তার আবেগের গভীরতাকে পাঠকের কাছে এক অন্তহীন মহিমায় উদ্ভাসিত করে তুলেছেন। কবির ভাষায়-

স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা ।

উপসংহার : আবহমান বাংলার সাংস্কৃতিক ইতিহাস সুদীর্ঘ ও রক্তাক্ত সংগ্রামী চেতনায় উদ্দীপ্ত। কবি স্বাধীনতা তুমি কবিতায় সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন এবং জাতীয় সত্তায় স্বাধীনতাকে কখনো কোমল, কখনো কঠোর উপমা উৎপ্রেক্ষায় চিত্রিত করেছেন। এতে কবির অনন্য ও প্রখর কাব্যমেধার স্বাক্ষর মেলে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment