জ্ঞানমূলক প্রশ্ন (১-৪৭)
১. মাইকেল মধুসুদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮২৪ সালে
২. কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
উত্তর: ১৮৪৩ সালে
৩. বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র সার্থক মহাকাব্যের নাম কী?
উত্তর: মেঘনাদবধ কাব্য
৪. কোথায় বসে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা করেন?
উত্তর: ফ্রান্সের ভার্সাই নগরীতে
৫. কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?
উত্তর: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
আরও জানুন : কপোতাক্ষ নদ কবিতার মূলভাব/বিষয়বস্তু এবং নামকরণ
৬. কত সালে মাইকেল মধুসূদন দত্ত পরলোকগমন করেন?
উত্তর: ১৮৭৩ সালে
৭. মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক নয় কোন্টি?
উত্তর: বিয়ে পাগলা বুড়ো
৮. সনেট জাতীয় কবিতার প্রবর্তক হিসাবে কার নাম সর্বাগ্রে স্মরণযোগ্য?
উত্তর: পেত্রার্ক
৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কে রচনা করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
১০. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
আরও পড়ুন : যাব আমি তোমার দেশে কবিতার MCQ (জ্ঞানমূলক–উচ্চতর দক্ষতা)
১১. “সতত, হে নদ, তুমি পড় মোর মনে।” কবির কোন নদের কথা মনে পড়ে?
উত্তর: কপোতাক্ষ
১২. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?
উত্তর: স্মৃতিচারণমূলক
১৩. মাইকেল মধুসূদনের লেখা বই কোনটি?
উত্তর: মেঘনাদবধ কাব্য
১৪. ‘দুগ্ধ স্রোতোরূপী” কাকে বলা হয়েছে?
উত্তর: কপোতাক্ষকে
১৫. সনেটের বৈশিষ্ট্য কী?
উত্তর: চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা
আরও পড়ুন : জীবন বিনিময় কবিতার mcq(জ্ঞান,অনুধাবন,প্রয়োগ, উচ্চতর দক্ষতা)
১৬. মাইকেল কোন্ ভাষার শব্দ?
উত্তর: ইংরেজী
১৭. ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
উত্তর: সনেট
১৮. “সতত তোমারি কথা ভাবি এ বিরলে” কবি কার কথা বলেছেন?
উত্তর: কপোতাক্ষ নদ
১৯. ‘কপোতাক্ষ নদ’ রচনাকালে কবি কোথায় অবস্থান করছিলেন?
উত্তর: ফ্রান্সে
২০. মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ সালের-
উত্তর: ২৯ জুন
২১. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
২২. ‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?
উত্তর: ভুলের ছলনায়
২৩. কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
উত্তর: কপোতাক্ষ নদ
২৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
উত্তর: দেশপ্রেম
২৫. ‘সখা-রীতে নাম তার’ এখানে সখা-
উত্তর: বঙ্গজ জন
২৬. সনেট কবিতার অষ্টকে মূলত থাকে-
উত্তর: ভাবের প্রবর্তনা
২৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্টক-এর মিলবন্ধন কোনটি?
উত্তর: গঘ গঘ গঘ
২৮. ‘ঘঙ ঘঙ চ্চ’ এটি চতুর্দশপদী কবিতার যে চরণের অন্ত্যমিল-
উত্তর: শেষ ছয় চরণের
২৯. সনেটের গঠনপ্রকৃতি ও চরণের মিল যে ধরনের হয়-
উত্তর: সুনির্দিষ্ট
৩০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
উত্তর: স্মৃতিকাতরতা
৩১. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
উত্তর: মেঘনাদবধ কাব্য
৩২. ‘কপোতাক্ষ নদ’ প্রজা হিসেবে রাজারূপে যাকে কর দেয়-
উত্তর: সাগরকে
৩৩. ‘আর কি হে হবে দেখা?- কবি যার সাথে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন-
উত্তর: কপোতাক্ষ নদ
৩৪. অষ্টক কাকে বলে?
উত্তর: চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
৩৫. কোন শাসনামলে মধুকবি জন্মগ্রহণ করেন?
উত্তর: ব্রিটিশ ঔপনিবেশিক
৩৬. মধুকবি কোন ধর্ম ছেড়ে কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন?
উত্তর: হিন্দুধর্ম ছেড়ে খ্রিস্টধর্মে
৩৭. ‘মধুমেলা’ কোন কবির নামে প্রবর্তিত?
উত্তর: মহাকবি মাইকেল মধুসূদন দত্ত
৩৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি পড়ে তোমার যে নদ বা নদীর কথা মনে পড়ে সেটি কোথায়?
উত্তর: নিজ গাঁয়ের স্মৃতিবিজড়িত
৩৯. ‘দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে’ যাকে ‘দুগ্ধ-স্রোতরূপী’ বলে সম্বোধন করা হয়েছে-
উত্তর: নিজ গ্রামের নদীকে
৪০. ‘বারি-রূপ কর তুমি’-এখানে কর অর্থ-
উত্তর: রাজস্ব
৪১. কবি স্বপ্নের ঘোরে যা শুনতেন-
উত্তর: নিজ গ্রামের নদীর কলকল ধ্বনি
৪২. প্রবাসে মধুকবির তৃষ্ণা যে জন্য মেটেনি-
উত্তর: কোনো নদ নদীর জলই কপোতাক্ষের মতো নয়
অনুধাবনমূলক প্রশ্ন (৪৩-৬০)
৪৩. ‘সতত তোমারি কথা ভাবি এ বিরলে।’- কবি কার কথা ভাবেন?
উত্তর: কপোতাক্ষ নদ
৪৪. ‘লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’- কবি কার নাম স্মরণ করেন?
উত্তর: জন্মভূমির নদীর
৪৫. ‘সনেট’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
উত্তর: চতুর্দশপদী
৪৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
উত্তর: স্মৃতিকাতরতা
৪৭. কবিতার প্রধান বাহন কী?
উত্তর: ভাব
৪৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভাব প্রকাশের প্রধান বাহন কী?
উত্তর: স্বদেশপ্রেম
৪৯. ‘কপোতাক্ষ নদ’-এর শাব্দিক অর্থ কোনটি?
উত্তর: পায়রার মতো চোখ, স্রোতবিহীন নদী
৫০. ‘মাইকেল’ শব্দের আভিধানিক অর্থ কোনটি?
উত্তর: সাধু মাইকেলের নাম
৫১. ‘মধুসূদন’ শব্দের অর্থ কোনটা?
উত্তর: প্রভু বিষ্ণু যিনি মধু নামক দৈত্যকে বধ করেছিলেন
৫২. “সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে”-এর চিত্রকল্পটিকে বলা যায়-
উত্তর: নিঃসঙ্গ জীবনে কপোতাক্ষ নদ-এর সাথে নাড়ির সম্পর্কের সম্বিত ফিরে পাওয়া
৫৩. ‘কপোতাক্ষ নদ’কে ঘিরে রাজকার্য কী রূপক, দাড়ি উপমা অথবা কল্পনা বা ভাববিলাসিতা, কোনটি?
উত্তর: নিছক রূপক
৫৪. প্রবাসে স্বদেশপ্রেমের উদ্বেলতা কখন জাগে?
উত্তর: ভাবান্তরে জন্মভূমির স্মৃতি ও দেশাত্মবোধ যখন উদ্দীপ্ত করে
৫৫. ‘কপোতাক্ষ নদ’ কোন ধরনের চতুর্দশপদী?
উত্তর: শেক্সপীয়ারীয়
প্রয়োগমূলক প্রশ্ন (৫৬-৬১)
৫৬. মধুসুদন দত্তের নামের সাথে কখন মাইকেল যোগ করা হয়?
উত্তর: খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর
৫৭. ‘কপোতাক্ষ নদের’ নামকরণ করা হয়েছে-
উত্তর: বিষয়বস্তুর নিরিখে
৫৮. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন-
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
৫৯. ‘ঘঙ ঘঙ চচ’- এটি চতুর্দশপদী কবিতার কোন চরণের অন্ত্যমিল?
উত্তর: শেষ ছয় চরণের
৬০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?
উত্তর: ভাবের
৬১. ‘কপোতাক্ষ নদ’ কবিতার নামকরণ কোন যুক্তিতে ‘জন্মভূমির স্মৃতি’ রাখা যায়?
উত্তর: স্বদেশপ্রেম
৬২. “মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ খ্রি. ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলায় কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।” এ চিত্রকল্পটি কোন শাসনামলের ইঙ্গিত বহন করে?
উত্তর: ব্রিটিশ ভারতের
৬৩. “তাঁর বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতা দেওয়ানি আদালতের বিখ্যাত আইনজীবী।”- এতে বোঝা যায় মাইকেল জন্মগতভাবে ছিলেন-
উত্তর: একটি শিক্ষিত, ধনাঢ্য ও অভিজাত পরিবারের সন্তান
৬৪. “১৮৪৩ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন।” খ্রিস্টধর্ম বলতে বোঝায়-
উত্তর: যিশুখ্রিস্ট প্রবর্তিত ধর্ম
৬৫. “সতত, হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে”- এ চিত্রকল্পে ফুটে উঠেছে-
উত্তর: আত্মসম্বিত
৬৬. “সতত (যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।”- এ তো বিলাপ হতে পারে না, এ যে স্বদেশপ্রেমের পুনরুদ্রেক। এতে প্রতিফলিত হয়েছে-
উত্তর: দেশাত্মবোধ
৬৭. “আর কি হে হবে দেখা?- যত দিন যাবে” -এ চিত্রকল্পের আশঙ্কা কি বাস্তবে ঘটেছিল?
উত্তর: না
৬৮. “নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।” এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে-
উত্তর: ভালোবাসার আকুলতা
৬৯. ‘কপোতাক্ষ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ সূত্রসহ কোনটি সঠিক?
উত্তর: কপোতাক্ষ = কপোত+অক্ষ; (অ+অ=আ)
৭০. ‘কপোতাক্ষ নদ’ এর সাহিত্যকলা হলো-
উত্তর: কৌশলগত দিক থেকে চতুর্দশপদী (শেক্সপিয়রীয়)
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন (৭১-৯০)
৭১. ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
উত্তর: সনেট
৭২. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রকাশিত হয়েছে-
উত্তর: কবির অনুরাগ ও দেশপ্রেম
৭৩. ‘আর কি হে হবে দেখা?’ এ উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে-
উত্তর: স্মৃতিকাতরতা
৭৪. কপোতাক্ষ নদের অন্তরালে রয়েছে-
উত্তর: দেশের প্রতি ভালোবাসা
৭৫. কোন দৃষ্টিকোণ থেকে কপোতাক্ষ নদকে সাগরের প্রজারূপে গণ্য করা হয়েছে?
উত্তর: নদীর গন্তব্যস্থল সাগর বলে
৭৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রাসঙ্গিক পঙক্তিতে কিসের মাধ্যমে তার আবেগকে নাড়া দেয়?
উত্তর: কপোতাক্ষ নদ
৭৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
উত্তর: ভাষার তীক্ষ্ণতা
৭৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ব্যাকরণের নিয়মে উপসর্গের পরিচয় পাওয়া যায় কোন শব্দটির মাধ্যমে?
উত্তর: প্রবাস
৭৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
উত্তর: জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
৮০. “মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন”- এ চিত্রকল্পে যে সময়ের কথা ফুটে উঠেছে-
উত্তর: উনিশ শতকের প্রথমভাগ
৮১. ‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে কবি মাইকেল মধুসূদন দত্তের স্নেহের তৃষ্ণা মিটে কিসের মাধ্যমে?
উত্তর: কপোতাক্ষ নদের জলে
৮২. ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রাসঙ্গিক পঙক্তিতে কিসের মাধ্যমে তাঁর আবেগকে নাড়া দেয়?
উত্তর: বাঙালির ঐতিহ্য
৮৩. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি-
উত্তর: মেঘনাদবধ কাব্য
৮৪. ‘আর কি হবে দেখা?’ কার সঙ্গে দেখা হবে?
উত্তর: কপোতাক্ষ নদের
৮৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
উত্তর: দেশপ্রেম
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন (৮৬-১০১)
৮৬. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক-
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
৮৭. কপোতাক্ষ নদ কোথায় অবস্থিত?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
৮৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii
৮৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতার রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি গ্রন্থের নাম নিচে দেয়া হল-
কোন নামের গুচ্ছটি নাটক ও প্রহসন?
উত্তর: i ও iii
৯০. ‘কপোতাক্ষ নদ’ কবিতার মিলবিন্যাস কোনটি?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
৯১. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় নিম্নলিখিত শব্দ পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও ii
৯২. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন-
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
৯৩. ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
৯৪. সনেটের বৈশিষ্ট কি?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
৯৫. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কি?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন (৯৬-১২৯)
নিচের অংশটুকু পড়ে ৯৬-৯৮নং প্রশ্নের উত্তর দাও:
সতত, হে নদ, তুমি পড় মোর মনে।
সতত তোমারি কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-মন্ত্রধ্বনি) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
৯৬. কবি এখানে বারবার ‘সতত’ শব্দটি ব্যবহার করে ভাব ব্যক্ত করেছেন?
উত্তর: স্মৃতিকাতরতার গভীরতা
৯৭. কবি বন্ধনীতে কেমন লোকের কথা বলেছেন?
উত্তর: যারা রাতের স্বপ্নে মায়া-মন্ত্রধ্বনি শোনে
৯৮. ভুলের ছলনায় পড়ে কবি কি করেন?
উত্তর: কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শোনেন
নিচের অংশটুকু পড়ে ৯৯-১০১নং প্রশ্নের উত্তর দাও:
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে।
৯৯. ‘বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে’ কবি কথাগুলো বলেছেন-
উত্তর: কপোতাক্ষ নদকে স্মরণ করে
১০০. এখানে ‘স্নেহের তৃষ্ণা’ অর্থ-
উত্তর: মনস্তাত্ত্বিক পিপাসা
১০১. ‘দুগ্ধ- স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে’ এখানে ‘দুগ্ধ-স্রোতরূপী’ বলা হয়েছে-
উত্তর: ‘কপোতাক্ষ’ নদকে
নিচের অংশটুকু পড়ে ১০২-১০৪নং প্রশ্নের উত্তর দাও:
আর কি হে হবে দেখা? যত দিন যাবে,
প্রজারূপে রাজরূপ সাগরের দিতে
বারিরূপ কর তুমি; এ মিনতি, গাবে
বঙ্গজ-জনের কানে, সখে, সখা-রীতে
নাম তার, এ প্রবাসে মজি প্রেমভাবে
লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে।
১০২. কবি কার সাথে দেখা করতে চান?
উত্তর: নিজ গ্রামের নদীর সঙ্গে
১০৩. উদ্ধৃতাংশে কবির স্বদেশপ্রেমবোধ ফুটে উঠেছে কিসের মাধ্যমে?
উত্তর: নিজ গ্রামের নদীকে ভালোবাসার
১০৪. উদ্ধৃতাংশে রাজা-প্রজা কে?
উত্তর: সাগর ও নদী
নিচের অংশটুকু পড়ে ১০৫-১০৭নং প্রশ্নের উত্তর দাও:
মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে তিনিই প্রথম সনেটের আবির্ভাব ঘটান। তার রচিত গ্রন্থের মাঝে তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা প্রধান।
১০৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মধুসুদন দত্তের কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
উত্তর: চতুর্দশপদী কবিতাবলি
১০৬. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন?
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
১০৭. ‘বীরাঙ্গনা কাব্য’ কোন কবির রচনা?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
নিচের অংশটুকু পড়ে ১০৮-১১০নং প্রশ্নের উত্তর দাও:
সতত হে নদ, তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে
১০৮. উদ্ধৃত চরণ দু’টি কবি মাইকেল মধুসূদন দত্তের কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
উত্তর: কপোতাক্ষ নদ
১০৯. কবি কোথায় বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন?
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
১১০. এখানে ‘সতত’ শব্দের আভিধানিক অর্থ-
উত্তর: সর্বদা
নিচের অংশটুকু পড়ে ১১১-১১৩নং প্রশ্নের উত্তর দাও:
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
বহুদেশে দেখিয়াছি বহু নদ-দলে
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
১১১. “বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে” -কবি মাইকেল মধুসুদন কথাগুলো বলেছেন-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
১১২. এখানে ‘জুড়াই’ শব্দের অর্থ-
উত্তর: তৃপ্ত করি
১১৩. “দুগ্ধ স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে”-এখানে ‘দুগ্ধ স্রোতোরূপী’ বলা হয়েছে-
উত্তর: ‘কপোতাক্ষ নদ’কে