জ্ঞানমূলক প্রশ্ন (১-৩৫)
১. কবি জসীম উদ্দীনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-
উত্তর: জীবন কথা
২. কোন কবিতা লিখে জসীম উদ্দীন খ্যাতিমান হন?
উত্তর: কবর
৩. ‘চলতে পথে উত্তরীয় জড়িয়ে যাবে’-
উত্তর: ময়না কাঁটায়
৪. শাপলা লতায় পা জড়িয়ে কবি-
উত্তর: ঢেউ-এর তালে দোল খাবেন
৫. কবি বিয়ের কনে মনে করবেন-
উত্তর: অজানা ফুলের রূপকে
আরও জানুন : যাব আমি তোমার দেশে কবিতার মূলভাব ও নামকরণ
৬. ‘কুন্তল’ শব্দের অর্থ-
উত্তর: চুল
৭. দূর দেশীয়া মেঘ কনেরা মাথায় লয়ে যায়-
উত্তর: জলের ঝারি
৮. বেতস কেয়ার বনে আসর মাতায়-
উত্তর: ডাহুক মেয়ে
৯. কবি সাঁতার কাটবেন-
উত্তর: ধল দীঘিতে
১০. ‘উত্তরীয়’ শব্দের অর্থ-
উত্তর: চাদর, গায়ের কাপড়
আরও পড়ুন : কপোতাক্ষ নদ কবিতার mcq /বহুনির্বাচনি প্রশ্ন
১১. ধল দীঘিতে সাঁতার কেটে কবি তুলে আনবেন-
উত্তর: রক্তকমল
১২. কবি কিসের সাথে জড়িয়ে দোল খেতে চান?
উত্তর: শাপলা লতার সাথে
১৩. জসীম উদ্দীনের কোন কাব্য গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: নকশী কাঁথার মাঠ
১৪. ‘দীঘির জলে ঘট বুড়াতে পথে-পাওয়া মাল্যখানি কুড়িয়ে নিয়ে ভাববে ইহা রেখে গেছে কেহ না জানি।’- এটি কোন কবিতার অন্তর্গত উক্তি?
উত্তর: যাব আমি তোমার দেশে
১৫. ‘অজানা ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে’ চরণটি কোন কবিতার অংশবিশেষ?
উত্তর: যাব আমি তোমার দেশে
আরও পড়ুন : জীবন বিনিময় কবিতার mcq(জ্ঞান,অনুধাবন,প্রয়োগ, উচ্চতর দক্ষতা)
১৬. কবি ‘ডাহুক মেয়ে’ বলে সম্বোধন করেছেন-
উত্তর: বেতস কেয়ার বনে যে আসর মাতায় তাকে
১৭. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় বিশেষভাবে বিধৃত-
উত্তর: পল্লী প্রকৃতি
১৮. ‘পল্লী দুলাল, ভাই গো আমার যাব আমি তোমার দেশে’ এ পঙ্ক্তিটির রচয়িতা কে?
উত্তর: জসীম উদ্দীন
১৯. ‘যাব আমি তোমার দেশে’ কবিতার লেখক কে?
উত্তর: জসীম উদদীন
২০. যাব আমি তোমার দেশে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ধানক্ষেত
২১. পল্লী কবি জসিম উদদীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯০৩ সালে
২২. পল্লীকবি জসীম উদ্দীনের জন্মস্থান-
উত্তর: ফরিদপুর জেলায়
২৩. জসীম উদ্দীনকে বলা হয়-
উত্তর: পল্লীকবি
২৪. হিজল ঝরা জলের ছিঁটায় গায়ের বরণ হবে-
উত্তর: ফুলের পাঁপড়ির মতো
২৫. ‘কবর’ কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করেন-
উত্তর: ড. দীনেশ চন্দ্র সেন
২৬. ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা?
উত্তর: কবি জসীম উদ্দীনের
২৭. ডাহুক ডাকে-
উত্তর: বেতস কেয়ার বনে
২৮. ‘পাড়ার যত দস্যি ছেলে’- এখানে ‘দস্যি ছেলে’ বলতে কাকে বুঝিয়েছেন?
উত্তর: দুরন্ত ছেলেকে
২৯. ‘দূর দেশীয়া মেঘ কনেরা মাথায় লয়ে জলের ঝারি’-এখানে ‘জলের ঝারি’ বলতে বোঝানো হয়েছে-
উত্তর: মেঘ বৃষ্টিকে
৩০. কবি ঘাটে রেখে আসবেন-
উত্তর: ফুলের মালা
৩১. কবি জসীম উদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে
অনুধাবনমূলক প্রশ্ন (৩২-৬২)
৩২. পল্লীর অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে যে ছেলে মানুষ হয়েছে, কবি তাকে কী হিসেবে সম্বোধন করেছেন?
উত্তর: পল্লী দুলাল
৩৩. গ্রাম্য মেয়ে কেমন করে চলে?
উত্তর: বনের পাতা মেলে
৩৪. পল্লীর কোথায় সরু সুতোর আচড় টানা?
উত্তর: ধান কাউনের ক্ষেতের ভেতর
৩৫. বাতাসেতে আসবে ভেসে-
উত্তর: নাম না জানা ফুলের সুবাস
৩৬. কবি দলবেঁধে হেথায় সেথায় খেলা করবেন-
উত্তর: পাড়ার দস্যি ছেলেদের সাথে
৩৭. কোন পথে কবির ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার?
উত্তর: পল্লীর পথে
৩৮. কবিতার প্রধান বাহন হলো-
উত্তর: ভাব
৩৯. পল্লী দুলাল বলা হয়েছে-
উত্তর: পল্লীমায়ের আদরের ছেলেকে
৪০. পল্লী দুলালের কাঁধে হাত রেখে কবি কিভাবে ফিরবেন?
উত্তর: উদাস বেশে
৪১. পল্লী কবি জসীম উদ্দীন এম এ পাস করেন-
উত্তর: বাংলা সাহিত্যে
৪২. কবি জসীম উদ্দীন কিছুকাল অধ্যাপনা করেন-
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৪৩. কবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা রচিত হয়-
উত্তর: বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে
৪৪. কিসের সাথে হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে?
উত্তর: এঁটেলে মাটির সাথে
৪৫. সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ চলে গেছে-
উত্তর: ধান কাউনের ক্ষেতের ভেতর দিয়ে
৪৬. গাঁয়ের মেয়ে কিভাবে হাঁটে?
উত্তর: কদমকলি ছড়াতে ছড়াতে
৪৭. কবি হাত রেখে উদাস বেশে ফিরবেন-
উত্তর: পল্লী দুলালের কাঁধে
৪৮. ঘাটেতে কলস ভরে-
উত্তর: পল্লীবালারা
৪৯. ‘জসীম উদ্দীন ১৯০৩ খ্রিস্টাব্দে, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন’-এ চিত্রকল্পটি কোন সময়ের পরিচয় বহন করে?
উত্তর: বিশ শতক
৫০. ‘ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে’-কোথায় ফুল ফুটেছে?
উত্তর: সাঁঝ বাগানে
৫১. ‘চারপাশেতে বনের সারি এলিয়ে শাখার কুন্তল-ভার’-‘কুন্তল’ অর্থ-
উত্তর: চুল
৫২. কবি গ্রামের ধানক্ষেতের ভেতর দিয়ে চলে যাওয়া রাস্তাগুলোকে তুলনা করেছেন-
উত্তর: হাবা মেয়েদের মাথার সিঁথির সাথে
৫৩. মাথার জলের ঝারি নিয়ে যায়-
উত্তর: দূর দেশীয়া মেঘ কনেরা
৫৪. পল্লীকবি জসীম উদ্দীনের কোন কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: নকশী কাঁথার মাঠ
৫৫. বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই জসীম উদ্দীনের কোন কবিতা প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভূক্ত হয়?
উত্তর: কবর
৫৬. কবি ভাব করবেন-
উত্তর: শাখীর সাথে
৫৭. পল্লী গাঁয়ের আকাশ কোথায়?
উত্তর: বনের শীর্ষে ও দিকহারা মাঠের চরণ ঘেঁষে
৫৮. কবি গ্রামে যেতে চান-
উত্তর: গাজন তলীর মাঠ পেরিয়ে
প্রয়োগমূলক প্রশ্ন (৫৯-৭০)
৫৯. ‘যাব আমি তোমার দেশে’ কবিতাকে এক কথায় বলা যায়-
উত্তর: চিত্রকল্প
৬০. ‘সে ঘাটেতে ভরবে কলস গাঁয়ের ভাবুক পল্লীবালা, সে ঘাটেরি এক ধারেতে আসবো রেখে ফুলের মালা।’-উদ্ধৃত কবিতাংশে ছন্দ ব্যবহার হয়েছে-
উত্তর: মাত্রাবৃত্ত
৬১. ‘প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে।” কাকে ঘিরে রেখেছে?
উত্তর: পল্লী গ্রামকে
৬২. বনের শীর্ষে কী?
উত্তর: আকাশ
৬৩. পায়ের কাছে কী?
উত্তর: দিক হারা মাঠ
৬৪. ডাহুক মেয়ে আসর মাতায় কোথায়?
উত্তর: বেতস কেয়ার বনে
৬৫. ‘তোমার কাঁধে হাত রাখিয়া ফিরবো মোরা উদাস বেশে। কবি কার কাঁধে হাত রেখে ফিরবেন?
উত্তর: পল্লী দুলালের
৬৬. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় ‘দস্যি ছেলে’ বলতে বোঝানো হয়েছে?
উত্তর: দুষ্ট ছেলে
৬৭. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় ভাবপ্রকাশের ক্ষেত্রে কোন বিষয়টি সমর্থনযোগ্য?
উত্তর: পল্লী প্রকৃতির প্রতি আকর্ষণ
৬৮. জসিম উদ্দীনকে ‘পল্লি কবি’ বলার পেছনে কোন যুক্তিটি অধিক গ্রহণযোগ্য?
উত্তর: তাঁর কবিতায় পল্লীর সামগ্রিক জীবনচিত্র আছে
উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন (৬৯-৮৪)
৬৯. অত্র কবিতার প্রধান বাহন কী?
উত্তর: পল্লী প্রকৃতি
৭০. জসীম উদ্দীনের কাব্যের বৈশিষ্ট্য কী?
উত্তর: বাংলার প্রকৃতি ও মানুষের সহজ সরল রূপের চিত্র
৭১. জসীম উদ্দীনকে পল্লী কবি বলা হয়-
উত্তর: তিনি পল্লীর মানুষের কথা লিখতেন বলে
৭২. নিচের কোনটি পল্লীবালাদের বৈশিষ্ট্য?
উত্তর: দলবেঁধে দীঘির ঘাটে জল আনতে যাওয়া
৭৩. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি তুলে ধরেছেন-
উত্তর: পল্লী গ্রামের চিত্র
৭৪. ‘তাহার পরে মুঠি মুঠি ছড়িয়ে কদম কলি’- এটি হচ্ছে অলঙ্কারশাস্ত্রে-
উত্তর: চিত্রকল্প সৃজন
৭৫. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি মূলভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির সার্থক প্রয়োগের মাধ্যমে?
উত্তর: উপযুক্ত চিত্রকল্প চয়ন
৭৬. ‘যাব আমি তোমার দেশে’ কবিতার মূল বিষয়-
উত্তর: পল্লী প্রকৃতির রুপচিত্র অঙ্কন
৭৭. ‘অজানা ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে’-এর পূর্বের লাইন-
উত্তর: ডাকব সেথা পাখির ডাকে ভাব করিব শাখীর সনে
৭৮. ‘আমরা দু’জন থাকব বসে ঢেউ দোলা সে দীঘির কোলে।’-কে কে বসে থাকবে?
উত্তর: কবি ও তাঁর পল্লীবন্ধু
৭৯. কবি দোল খেতে চান-
উত্তর: শাপলা লতার সাথে জড়িয়ে
৮০. ‘বেতস কেয়ার বনে আসর মাতায়-
উত্তর: ডাহুক মেয়ে
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন (৮১-৯৬)
৮১. পল্লীকবি জসীম উদ্দীনের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম নিচে দেয়া হলো-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
৮২. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কী প্রাধান্য পেয়েছে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
৮৩. বেতস বনে কোন মেয়ে আসর মাতায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
৮৪. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি তুলে ধরেছেন-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
৮৫. ব্যাকরণের নিয়মে গঠিত ‘যাব আমি তোমার দেশে’ কবিতার কয়েকটি শব্দ নিচে দেয়া হলো-
কোন শব্দ গুচ্ছটি সমাসবদ্ধ পদ?
উত্তর: i
৮৬. কবি জসীম উদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
৮৭. জসীম উদ্দীনকে পল্লী কবি বলা হয়। কারণ-
কোনটি সঠিক?
উত্তর: iii
৮৮. গাঁয়ের মেয়ে কিভাবে হাঁটে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
৮৯. হিজল ঝরা জলের ছিটায় গায়ের বরণ কেমন হবে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii
৯০. কবি কোথায় সাঁতার কাটবেন?
নিচের কোনটি সঠিক?
উত্তর: iii
৯১. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় নিম্নলিখিত চিত্র পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i ও iii
৯২. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় নিম্নলিখিত চিত্র পাওয়া যায়-
নিচের কোনটি সঠিক?
উত্তর: i
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন (৯৩-১০৮)
নিচের অংশটুকু পড়ে ৯৩-৯৫নং প্রশ্নের উত্তর দাও:
দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি, দাঁড়ায় যাহার কোলটি ঘেঁসে বিজলী-পেড়ে আঁচল নাড়ি। বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়, পল্লীদুলাল ভাই গো আমার, যাব সেথায়। তোমার দেশে যাব আমি, দীঘল বাঁকা পন্থখানি, ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি।
৯৩. দূরদেশীয় মেঘ কনেরা মাথায় কী লয়ে যায়?
উত্তর: জলের ঝারি
৯৪. বেতস কেয়ার বনে আসর মাতায় কে?
উত্তর: ডাহুক মেয়ে
৯৫. পল্লীর কোথায় সরু সুতোর আঁচড় টানা?
উত্তর: ধল দিঘির পাড়
নিচের অংশটুকু পড়ে ৯৬-৯৮নং প্রশ্নের উত্তর দাও:
সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে, নাম-না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে। তোমার দেশে যাব আমি, পাড়ার যত দস্যি ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হেথায় সেথায় ফিরব খেলে। ধল দীঘিতে সাঁতার কেটে আনব তুলে রক্ত কমল, শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউ-এর সাথে খাব যে দোল।
৯৬. বাতাসে কিসের সুবাস ভেসে আসবে?
উত্তর: নাম না জানা ফুলের সুবাস
৯৭. কবি কাদের সাথে দল বেঁধে হেথায় সেথায় ঘুরবেন?
উত্তর: পাড়ার দস্যি ছেলেদের সাথে
৯৮. ধল দিঘিতে সাঁতার কেটে কবি কী তুলে আনবেন?
উত্তর: রক্তকমল
নিচের অংশটুকু পড়ে ৯৯-১০১নং প্রশ্নের উত্তর দাও:
তোমার দেশে যাব আমি পল্লী দুলাল ভাই গো সোনার, সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার। ডাকব সেথা পাখির ডাকে ভাব করিব শাখীর সনে, অজানা ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে। চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে, এঁটেল মাটির হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে।
৯৯. কবি কোন পথে চরণ ফেলতে মাটি মার পরশ লাগবে?
উত্তর: পল্লীর পথে
১০০. কিসের সাথে হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে?
উত্তর: এঁটেল মাটির সাথে
১০১. কবি কার সাথে ভাব করবেন?
উত্তর: শাখীর সাথে
নিচের অংশটুকু পড়ে ১০২-১০৪নং প্রশ্নের উত্তর দাও:
মেঘের পাতার ফাঁকে ফাঁকে দেখব মোরা সাঁঝ-বাগানে, ফুল ফুটেছে হাজার রঙের মেঘ-মালিকার নিখুঁত টানে। গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে, উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে।
১০২. উদ্ধৃতাংশটুকু কোন কবিতার অংশ?
উত্তর: যাব আমি তোমার দেশে
১০৩. উদ্ধৃতাংশে ‘উত্তরীয়’ শব্দের অর্থ-
উত্তর: চাদর
১০৪. কিসের টানে ফুল ফুটেছে?
নিচের কোনটি সঠিক?
উত্তর: ii