সংজ্ঞা :- যে সকল সপুষ্পক উদ্ভিদে ডিম্বাশয় থাকে না এবং ডিম্বক নগ্ন অবস্থায় থাকে এবং নিষিক্ত হয়ে বীজ উৎপন্ন করে কিন্তু ফল উৎপন্ন করে না তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ (gymnosperms)বলে ।
⧉ এক সময় এরা সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত ছিল। কিন্তু বর্তমানে এদের সংখ্যা বেশ কমে আসছে। সমস্ত পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা মাত্র সাতশ। নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সনাক্তকারী বৈশিষ্ট্য প্রদত্ত হলো —
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ :
- এদের দেহ মূল, কাণ্ড ও পাতায়বিভক্ত ।
- ফুল হয়, ফল হয় না ।
- বীজ উন্মুক্ত ।
- এদের পরিবহণ টিস্যু আছে।
- পাতা যৌগিক, কতকটা নারিকেল পাতার মত ।
- বীজ শনকু বা কোণের কাষ্টল পত্র সদৃশ অঙ্গে উৎপন্ন হয় ।
- মুকুল অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে ।
- মূল দু’ধরনের · প্রধানমূল এবং সামুদ্রিক কোরালের মত কোরালয়েড মূল।
- স্ত্রী উদ্ভিদ ও পুরুষ উদ্ভিদ ভিন্ন।
- স্ত্রী উদ্ভিদের মাথায় স্ত্রীরেণুপত্র এবং পুরুষ উদ্ভিদের মাথায় পুংরেণুপত্র জন্মে। পুংরেণু পত্র একত্রে মোচার মত হয় ।
- পরাগায়ন ও নিষেকের পর বীজ তৈরি হয়। বীজ থেকে নতুন গাছ হয় ।
- অর্থনৈতিক দিক দিয়ে এটি গুরুত্বপূর্ণ ।
নগ্নবীজি উদ্ভিদের উদাহরণ :
নগ্নবীজী উদ্ভিদের প্রতিনিধি হিসাবে Cycas বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া Pynus’s বাংলাদেশে পাওয়া যায় ।
তাছাড়া আরো রয়েছে –
i. Sequoia gigantea ii. Circinacte vernation iii. Cycas pectinata iv. Gnetum .
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের পার্থক্য :
নগ্নবীজী (ব্যক্তবীজী) | আবৃতবীজী (গুপ্তবীজী) |
---|---|
১.এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই । | ১.এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে। |
২. গর্ভাশয় না থাকায় ফল হয় না। | ২.গর্ভাশয় ফলে পরিণত হয়। |
৩.ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। | ৩.বীজ ফলের ভেতর লুকায়িত থাকে। |
৪.আর্কিগোনিয়া উপস্থিত। | ৪.আর্কিগোনিয়া অনুপস্থিত। |
৫.দ্বি-নিষেক হয় না। | ৫.দ্বি-নিষেক হয় । |
৬.এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড । নিষেকের পূর্বে উৎপন্ন হয় । | ৬.এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড । নিষেকের পরে উৎপন্ন হয় । |
৭.জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই । | ৭.জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে । |
FAQs
২। কিসের কারণে নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না?
৩। বর্তমানে কতোটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায় ?
৪। কোন নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে ?
৫। নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা
৬। পৃথিবীতে সবচেয়ে উঁচু নগ্নবীজী উদ্ভিদ কোনটি ?
৭। নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েমে কোনটি থাকে না?