দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন বা দরখাস্ত (২টি)

দরিদ্র তহবিল/ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য একটি আবেদনপত্র লেখ।

অথবা, মনে কর, তোমার বাবা একজন দরিদ্র কৃষক। তার পক্ষে তোমার পড়ালেখার ব্যয় বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

অথবা, তোমার বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে এককালীন সাহায্যের জন্য একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৭/০৩/২০….. ইং
বরাবর,
প্রধান শিক্ষক
ইস্পাহানী স্কুল ও কলেজ, কুমিল্লা।
বিষয় : দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রাপ্তির আবেদন।

মহোদয়,
আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। পাঁচ বছর যাবৎ আমি এ স্কুলে পড়ালেখা করছি। আমার ছোট বোন ষষ্ঠ শ্রেণি ও ছোট ভাই সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করছে। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু সম্প্রতি আর্থিক অনটনে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

আমার বাবা একজন কৃষক। আমাদের সংসারে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। গত কয়েক মাস যাবৎ তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। এ বিপদে সাহায্য করবে এরকম আত্মীয়স্বজনও তেমন নেই। ভাইবোনের লেখাপড়া, ভরণপোষণ, বাবার চিকিৎসার ব্যয়, সব মিলিয়ে আমাদের পরিবারের অবস্থা বিপন্ন। তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। পারিবারিক দুরবস্থার পরিপ্রেক্ষিতে আমাকে দরিদ্র তহবিল থেকে আর্থিক কিছু সাহায্য প্রদান করলে বিশেষভাবে উপকৃত হব। না হয় আমার পড়ালেখা চিরতরে বন্ধ হয়ে যাবে। পরিবারের বড় সন্তান হিসেবে আমার জীবনে নেমে আসবে গভীর অন্ধকার।

অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, দরিদ্র তহবিল থেকে এককালীন কিছু অর্থ অনুদানের ব্যবস্থা করে বাধিত করবেন।

বিনীত
আপনার অনুগত ছাত্র,
হারুন বিশ্বাস
নবম শ্রেণি, ক্রমিক নং-৩

আরও শিখুন : কল্যাণ অথবা ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন

দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন জানিয়ে তোমার মাদরাসার অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।

তাং ০৭/০৩/২০….. ইং
বরাবর
অধ্যক্ষ সাহেব,
তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মীরহাজীরবাগ, ডেমরা, ঢাকা।
বিষয় : দরিদ্র তহবিল থেকে সাহায্যের আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার মাদরাসার দাখিল সপ্তম শ্রেণীর ছাত্র। আমি দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে অত্র মাদরাসায় লেখাপড়া করে আসছি। আমার এক ছোট ভাই ও ছোট বোন এ মাদরাসায় যথাক্রমে ইবতেদায়ী পঞ্চম ও দাখিল ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমাদের সংসারে অন্য কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই। বাবার আয়ে বর্তমানে আমাদের সাংসারিক ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় অন্য কোথাও থেকে কোন আর্থিক সাহায্য না পেলে আমার এবং আমার ছোট ভাই-বোনের পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই অত্র মাদরাসায় দরিদ্র তহবিল থেকে এককালীন কিংবা মাসিক ভিত্তিতে কিছু সাহায্য আমার অতীব প্রয়োজন ।

অতএব মহোদয় সমীপে আমার প্রার্থনা, মেহেরবাণী করে মাদরাসার দরিদ্র তহবিল থেকে আমাকে কিছু আর্থিক সাহায্য প্রদানপূর্বক আমার ও আমার ভাই-বোনের লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতা করতে মর্জি হয় ।

নিবেদক-
মোঃ মাছুম বিল্লাহ
অষ্টম শ্রেণী
রোল নং ৪ ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment