দুই বা দুয়ের অধিক ব্যঞ্জনবর্ণ একত্রে মিলিত হয়ে যুক্তবর্ণ গঠিত হয়। যেমন- স এবং ক মিলে হয় = স্ক, ষ এবং ট মিলে হয় = ষ্ট ইত্যাদি। বাংলা ভাষায় যুক্তবর্ণের সংখ্যা অনেক। যুক্তবর্ণকে সংযুক্তবর্ণ বা যুক্তাক্ষরও বলা হয়। যুক্তবর্ণ বা যুক্তাক্ষরগুলো কখনো ওপর-নিচ, আবার কখনো বা পাশাপাশি লেখা হয়।
সংজ্ঞা : দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ একত্রে মিলিত হয়ে যে নতুন ব্যঞ্জনবর্ণ গঠন করে, তাকে যুক্তবর্ণ বা যুক্তাক্ষর বলে। যেমন-স্ক (স + ক), ক্ত (ক + ত), ন্দ (ন + দ), ষ্ঠ (ষ + ঠ) ইত্যাদি।
যুক্তবর্ণের প্রকারভেদ :
বাংলা যুক্তবর্ণগুলো তিন ধরনের। যথা-
১। একই বর্ণের যুক্তবর্ণ। যেমন-ক + ক = ক্ক, ন + ন =ন্ন, দ + দ = দ্দ ইত্যাদি।
২। পৃথক বর্ণের যুক্তবর্ণ। যেমন-ক + ত = ক্ত, স + ত = স্ত, চ + ছ = চ্ছ ইত্যাদি।
৩। তিন বর্ণের যুক্তবর্ণ। যেমন—চ + ছ + ব = চ্ছ্ব, জ + জ + ব = জ্জ্ব ইত্যাদি।
যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন ও বাক্য গঠন :
১।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ঞ্জ (ঞ + জ) |
গঞ্জ |
সে গঞ্জে যাবে। |
ঙ্গ (ঙ + গ) |
সঙ্গে |
তার সঙ্গে আমার কথা আছে। |
ন্ম (ন + ম) |
জন্ম |
তোমার জন্ম কত সালে? |
ন্ত (ন + ত) |
শান্ত |
তুমি এত শান্ত কেন ? |
স্ক (স + ক) |
স্কুল |
স্কুলে যাবে কখন ? |
২।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
নধ (ন্ + ধ) |
অন্ধ |
অন্ধজনকে দয়া কর ৷ |
ক্ষ (ক + ষ) |
দক্ষ |
এ কাজে তুমি দক্ষ নও । |
ক্ত (ক + ত) |
শক্ত
|
আমাকে শক্ত করে ধর। |
স্ত (স + ত) |
সস্তা |
তোমার জামাটা বেশ সস্তা হয়েছে। |
ন্ন (ন + ন) |
নবান্ন |
আমাদের দেশে নবান্ন উৎসব পালন করা হয় |
৩।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
স্ব (স + ব) |
স্বাদ |
আমটি খুবই স্বাদ।
|
স্ক (স + ক) |
স্কুল |
আমি স্কুলে যাই । |
ষ্ঠ (ষ + ঠ) |
শ্রেষ্ঠ |
বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনিই বীরশ্রেষ্ঠ। |
ষ্ট (ষ + ট) |
কষ্ট |
কষ্ট না করলে উন্নতি করা যায় না। |
চ্ছ (চ + ছ)
|
ইচ্ছা |
ইচ্ছা থাকলে উপায় হয় । |
৪।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
স্ত (স + ত) |
স্তব্ধ |
তার আচরণে সবাই স্তব্ধ হয়ে গেল। |
ন্ত (ন +ত) |
অন্তর |
তোমার অন্তর বলতে কিছুই নেই। |
ঙ্গ (ঙ + গ) |
বঙ্গ |
১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়। |
ক্ত (ক + ত) |
মুক্ত |
পাখি খাঁচায় বন্দি না রেখে মুক্ত করে দেওয়া উচিত। |
ব্ব (ব + ব) |
আব্বা |
আমার আব্বা একজন রেমিট্যান্স যোদ্ধা। |
আরও পড়ুন : (অ – ঔ এবং ক – হ )পর্যন্ত বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন
৫।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ঙ্গ (ঙ + গ) |
বঙ্গ |
তিতুমীর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। |
ম্ভ্রা (ম+ভ+র ফলা) |
সম্ভ্রান্ত |
তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। |
ন্ম (ন + ম) |
জন্ম |
জন্মভূমিকে ভালোবাসা সকলেরই কর্তব্য। |
ন্দ (ন + দ) |
হিন্দু |
হিন্দু জমিদাররা ইংরেজদের আজ্ঞাবহ ছিল। |
দ্ধ (দ + ধ ) |
যুদ্ধ |
১৮৩১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধে তিতুমীর শহিদ হন। |
৬।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ক্ক (ক + ক) |
মক্কা |
মক্কা নগরীতে কাবা শরিফ অবস্থিত। |
স্থ (স+ থ) |
স্থান |
আরব দেশে সর্বস্থানে তখন ইসলামের জয় ধ্বনি। |
ল্ল (ল + ল) |
আল্লাহ |
মহান আল্লাহ তায়ালা হলেন আমাদের স্রষ্টা। |
ন্ত (ন + ত) |
অনন্ত |
প্রত্যেক মানুষই মৃত্যুর পর অনন্ত জীবন লাভ করবে। |
প্ত (প + ত) |
উত্তপ্ত |
পাপীদের উত্তপ্ত আগুনে অনন্তকাল জ্বলতে হবে। |
৭।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ঙ্ক (ঙ + ক) |
বাঙ্কার |
বাঙ্কারটি ধূলিসাৎ হয়ে গেল ৷ |
স্ব (স + ব) |
স্বাধীন |
বাংলাদেশ একটি স্বাধীন দেশ। |
প্ট (প + ট) |
ক্যাপ্টেন |
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একজন বীরশ্রেষ্ঠ। |
ঞ্জ (ঞ + জ) |
গঞ্জে |
তিনি গঞ্জের হাটে যাচ্ছেন। |
ষ্ঠ (ষ + ঠ) |
শ্রেষ্ঠ |
তিনি একজন শ্রেষ্ঠ শিক্ষক।
|
৮।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ক্র (ক + র ফলা) |
প্রক্রিয়া |
মোবাইল ফোন একটি অত্যাধুনিক যোগাযোগ প্রক্রিয়া |
ন্ত (ন + ত) |
অনন্ত |
অনন্তকাল কেউ বেঁচে থাকে না ৷ |
ন্ন (ন + ন) |
উন্নতি |
আজকাল যোগাযোগের অনেক উন্নতি হয়েছে। |
দ্ভ (দ + ভ) |
উদ্ভাবন |
কম্পিউটার একটি আধুনিক উদ্ভাবন ৷
|
শ্ব (শ + ব) |
বিশ্ব |
ইন্টারনেট বিশ্বব্যাপী যোগাযোগের বিশাল নেটওয়ার্ক।
|
আরও পড়ুন : ফলা দিয়ে শব্দ গঠন : র, য, ব, ম, ল, রেফ, ণ এবং ন ফলা
৯।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ন্ম (ন + ম) |
জন্ম |
বাংলাদেশ আমাদের জন্মভূমি। |
জ্জ্ব (জ্ + জ + ব) |
উজ্জ্বল |
মেঘ কেটে আকাশ উজ্জ্বল হয়ে ওঠে। |
ত্র (ত + র-ফলা) |
ত্রিপুরা |
ত্রিপুরা ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত |
ন্দ (ন + দ) |
বন্দর |
চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর |
ন্ন (ন + ন) |
অন্ন |
কে আমাদের অন্ন জোগায় ? |
১০।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ন্ম (ন + ম) |
জন্ম |
আমার জন্মভূমি বাংলাদেশ। |
ঙ্গ (ঙ + গ) |
গঙ্গা |
গঙ্গা ভারতের একটি প্রধান নদী। |
দ্ম (দ + ম) |
পদ্ম |
পুকুরে পদ্ম ফুটে আছে । |
হ্ম (হ + ম) |
ব্রাহ্মণ |
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি জেলা । |
ণ্য (ণ +য-ফলা ) |
পুণ্য |
মক্কা মুসলমানদের পুণ্য স্থান। |
১১।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ন্ধ (ন + ধ) |
বন্ধু |
বই মানুষের জীবনের সর্বোত্তম বন্ধু। |
ক্ষ (ক + ষ) |
ক্ষতি |
কিছু বন্ধু তোমার ক্ষতি করতে পারে। |
স্ত (স + ত) |
প্রস্তুত |
বই তোমার পাশে থাকার জন্য প্রস্তুত |
ন্দ (ন + দ) |
আনন্দ |
কিছু বই তোমাকে আনন্দ দিবে। |
জ্ঞ (জ + ঞ) |
জ্ঞানী |
বই আমাদের জ্ঞানী করে তুলে। |
১২।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ঙ্গ (ঙ + গ) |
জঙ্গল |
এক জঙ্গলে একটি শিয়াল বাস করত। |
ন্দ (ন + দ) |
ফন্দি |
ধূর্ত শিয়ালটি একটি ফন্দি আঁটল। |
দ্ভু (দ + ভ) |
অদ্ভুত |
লেজ ছাড়া তাকে অদ্ভুত দেখাচ্ছিল। |
দ্ধ (দ + ধ) |
বৃদ্ধ |
জঙ্গলে একটি বৃদ্ধ শিয়াল ছিল ।
|
জ্ঞ (জ + ঞ) |
জ্ঞানী |
জ্ঞানী শিয়ালটি পরিকল্পনাটি বুঝতে পারল । |
আরও পড়ুন : মাত্রা,কার ও ফলা কাকে বলে?কয়টি।কার,ফলা চিহ্ন দিয়ে শব্দ গঠন
১৩।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
জ্ঞ (জ + ঞ) |
বিজ্ঞান |
বিজ্ঞান বইটি পাচ্ছি না। |
ম্প (ম +প) |
কম্পিউটার |
কম্পিউটার আজ ঘরে ঘরে। |
ন্ট (ন + ট) |
ইন্টারনেট |
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। |
স্থ (স + থ) |
ব্যবস্থা |
তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। |
ন্ন (ন + ন) |
উন্নতি |
উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম কর। |
১৪।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ধ্ব (ধ + ব) |
ধ্বনি |
বিজয় দিবসে তোপধ্বনি করা হয়। |
ম্ন (ম + ন) |
নিম্নে |
শব্দটির নিম্নে রেখা টান । |
প্র (প + র-ফলা) |
প্রাণ |
প্রাণের চেয়েও মান বড় ৷ |
ন্ধ (ন + ধ) |
অন্ধ |
অন্ধজনকে ভিক্ষা দাও ৷ |
প্ত (প +ত) |
সমাপ্ত |
মা গল্পটি এখানে সমাপ্ত করলেন।
|
১৫।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
হ্ম (হ + ম) |
ব্রহ্ম |
ব্রহ্মপুত্র নদ উত্তর-পূর্ব দিক থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। |
প্ল (প + ল) |
প্লাবন |
প্রতি বছর প্লাবনে ফসলের অনেক ক্ষতি হয়। |
ক্ত (ক + ত) |
ভক্ত |
হিন্দু সমাজ ঈশ্বরে ভক্তি করে। |
দ্ধ (দ + ধ) |
যুদ্ধ |
স্বাধীনতা যুদ্ধে এদেশের হাজার হাজার যুবক প্রাণ দেয়। |
স্থ (স + থ) |
স্থান |
বাংলাদেশ আমার জন্মস্থান। |
১৬।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ন্ন (ন + ন) |
নবান্ন |
বাংলাদেশ নবান্ন উৎসবে মেতে ওঠল। |
ক্ষ (ক + ষ) |
অক্ষর |
তার কোনো অক্ষর জ্ঞান নেই। |
স্থ (স + থ) |
স্থান |
তোমার জন্ম স্থান কোথায় ? |
ল্ল (ল + ল) |
উল্লেখ |
সৎ কাঠুরিয়া কুড়াল দুটি তার নয় বলে উল্লেখ করল। |
গ্ধ (গ + ধ) |
মুগ্ধ |
কাঠুরিয়ার সততা দেখে জলপরী মুগ্ধ হলো। |
১৭।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ন্ধ (ন + ধ) |
বন্ধ |
খোকার অনেক বন্ধ ছিল। |
ন্দ (ন + দ) |
আনন্দ |
খোকা আনন্দের সাথে বুড়িকে চাদরটি দিয়ে আসলো ৷ |
শ্চ (শ + চ) |
নিশ্চয় |
খোকা নিশ্চয় একদিন মানুষের উপকারে আসবে। |
স্থ (স + থ) |
অবস্থা |
তার অবস্থা তেমন ভালো নয় । |
স্ব (স + ব) |
স্বাধীন |
শহিদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।
|
১৮।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ঙ্গ (ঙ + গ) |
জঙ্গল |
বাওয়ালিরা জঙ্গলে কাঠ কাটতে যায়। |
ন্ত (ন + ত) |
শান্ত |
শিশুটি শান্ত স্বভাবের। |
ল্লা (ল + ল) |
উল্লাস |
ক্রিকেট খেলায় জিতে বাঙালিরা উল্লাসিত । |
ক্ক (ক + ক) |
মক্কা |
মক্কায় মহানবি (সা) জন্মগ্রহণ করেন। |
ঘ্ন (ঘ + ন) |
বিঘ্ন |
এখানে বিঘ্ন সৃষ্টি করো না । |
১৯।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ন্দ (ন + দ) |
নিন্দা |
খারাপ কাজের নিন্দা কর। |
ষ্ট (ষ + ট) |
মিষ্টি |
মেয়েটা দেখতে ভারী মিষ্টি |
ণ্ঠ (ণ + ঠ) |
কণ্ঠ |
তার গানের কণ্ঠ ভালো ৷ |
ধ্ব (ধ + ব) |
ধ্বনি |
বিজয় দিবসে তোপধ্বনি করা হয়৷ |
ম্ম (ম + ম) |
সম্মান |
আমরা পেশাজীবীদের সম্মান করি। |
২০।
যুক্তবর্ণ |
শব্দ গঠন |
বাক্য গঠন |
ক্ত (ক + ত) |
শক্তি |
কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। |
ক্ষ (ক + ষ) |
কক্ষ |
তোমার কক্ষটি বেশ পরিপাটি। |
শ্ল (শ + ল) |
শ্লথ |
কাজ শ্লথ (ধীর) গতিতে চলছে । |
ল্প (ল + প) |
অল্প |
অল্প সংখ্যক শ্রমিক নিয়ে এ কাজ করা যাবে না ৷ |
ষ্ক (ষ + ক) |
শুষ্ক |
এখন শুষ্ক মৌসুম। |
আরও পড়ুন : ব্যঞ্জনধ্বনি: সংজ্ঞা,প্রকারভেদ,উচ্চারণের ৫টি নিয়ম ও উচ্চারণস্থান