Ads Area

বিদ্যালয় পরিদর্শকের কাছে ১দিন/২দিন /অর্ধদিবস ছুটির জন্য আবেদন

প্রিয় ছাত্রবৃন্দ,আজকে আমরা জানবো বিদ্যালয় পরিদর্শকের কাছে ১দিন/২দিন /অর্ধদিবস ছুটির জন্য কিভাবে আবেদন করতে হয়। বিস্তারিত পোস্টটির মাধ্যমে তুলে ধরা হলো।  চলো শুরু করা যাক - 

বিদ্যালয় পরিদর্শকের কাছে ১দিনের ছুটির জন্য আবেদন :

তারিখ : ০৩/০৪/২০২৫
বরাবর,
জেলা শিক্ষা পরিদর্শক, জয়পুরহাট।
বিষয় : এক দিনের ছুটির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আপনি আমাদের বিদ্যালয়ে এসে আমাদেরকে ধন্য ও কৃতার্থ করেছেন । আপনার আগমনে আমরা কত যে আনন্দিত হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। তাই আপনার এ শুভাগমনকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিনীতভাবে আপনার কাছে একদিনের ছুটি প্রার্থনা করছি।

অতএব, সবিনয় নিবেদন আমাদিগকে একদিনের ছুটি প্রদানপূর্বক কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।

বিনীত নিবেদক- 
জয়পুরহাট সিদ্দিকীয়া আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ ।

আরো জানুন : ৩য়, ৪র্থ,৫ম, ৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন-২০২৫

বিদ্যালয় পরিদর্শকের কাছে ২দিনের ছুটির জন্য আবেদন :

তারিখ : ০৫/০৫/২০২৫
মাননীয়,
পরিদর্শক সাহেব
চট্টগ্রাম বিভাগ।
বিষয় : দু'দিনের ছুটি চেয়ে আবেদন।

মহাত্মন,

আজ আপনার শুভাগমনে আমরা অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ ধন্য ও কৃতার্থ। আপনার এই শুভাগমনের দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমরা আপনার কাছে দু'দিনের ছুটির জন্যে আবেদন করছি।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, অনুগ্রহপূর্বক আমাদেরকে দু'দিনের ছুটি মঞ্জুর করে আপনার শুভাগমনের দিনটি স্মরণীয় করে রাখার সুযোগ দানে বাধিত করবেন।

নিবেদক
আপনার গুণমুগ্ধ
ডা: খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ

বিদ্যালয় পরিদর্শকের কাছে অর্ধদিবস ছুটির জন্য আবেদন :

তারিখ : ২৮/০১/২০... ইং
বরাবর,
মাদরাসা পরিদর্শক নোয়াখালী।
বিষয় : অর্ধদিবস ছুটির জন্য আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, স্বল্প সময়ের জন্য হলেও আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা কৃতার্থ। আমরা এতদিন ধরে আপনার শুভাগমনের প্রতীক্ষায় ছিলাম। আপনার আজকে এই মাদরাসায় আগমন আমাদের মধুর স্মৃতি হয়ে থাকবে। আপনার এ শুভাগমন উপলক্ষে আমরা আজকের অর্ধদিবস ছুটি চাই।

অতএব, মহোদয় সমীপে নিবেদন আজকের অর্ধদিবস ছুটি দান করে আমাদের বাধিত করবেন।

নিবেদক
আপনার অনুগত
নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদরাসার ছাত্রছাত্রীবৃন্দ।

Post a Comment

0 Comments