প্রিয় ছাত্র বন্ধুগন, আজকে আমরা শিখবো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এক/ দুই/ তিন/ চার / পাঁচ দিনের ছুটির জন্য কিভাবে আবেদন করতে হয়। নমুনা সহ সুন্দর করে সাজিয়ে লিখা হলো-
এক দিনের ছুটির জন্য আবেদন :
বরাবর,
প্রধান শিক্ষক
রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিষয়: এক দিনের ছুটি জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ আমি অসুস্থতার জন্য স্কুলে আসতে পারিনি ।
অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমার ওই এক দিনের ছুটি মঞ্জুর করতে মর্জি হয়।
দুই দিনের ছুটির জন্য আবেদন :
বরাবর,
প্রধান শিক্ষক
আন্দরকিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
চট্টগ্রাম ।
বিষয় : দুই দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন ।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ২১ মার্চ হতে ২২ মার্চ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নি।
অতএব, আমাকে অনুগ্রহপূর্বক এ দুই দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
আরো জানুন : ৩য়, ৪র্থ,৫ম, ৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন-২০২৫
তিন দিনের ছুটির জন্য আবেদন :
বরাবর,
প্রধান শিক্ষক
সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়
মংলা, বাগেরহাট
বিষয়: তিন দিনের ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১০ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি জ্বরে আক্রান্ত হওয়ার কারণে স্কুলে উপস্থিত হতে পারিনি ।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাকে উক্ত তিনদিনের ছুটি মঞ্জুর করতে আজ্ঞা হয় ।
চার দিনের ছুটির জন্য আবেদন :
বরাবর,
প্রধান শিক্ষক
আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
বিষয় : চার দিনের ছুটি চেয়ে আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন ছাত্র। বিদ্যালয়ে এসে হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় আমার পক্ষে ক্লাসে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না । বিশ্রাম ও চিকিৎসার জন্য আমার আগামী ৯ জুন, ২০২৩ তারিখ থেকে ১২ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত ছুটির প্রয়োজন ।
অতএব, আপনার নিকট আবেদন, আমাকে উক্ত চার দিনের ছুটি মঞ্জুর করে উপকৃত ও বাধিত করতে সদয় আজ্ঞা হয়।
পাঁচ দিনের ছুটির জন্য আবেদন :
জনাব,
সুপার সাহেব
সেনবাগ সিনিয়র ফাযিল মাদ্রাসা।
বিষয় : পাঁচ দিনের ছুটির জন্য আবেদন।
বিনীত নিবেদন এই যে, আমার সর্দি ও জ্বর হওয়ার কারণে আমি ২০/১/২০০--ইং হতে ২৪/১/২০০--ইং তারিখ পর্যন্ত ৫ (পাঁচ ) দিন মাদ্রাসায় উপস্থিত হতে পারিনি।
তাই হুজুরের নিকট প্রার্থনা, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত ৫ (পাঁচ ) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।