اُكْتُبْ عَرِيضَةً بِالعَرَبِيَّةِ إِلَى مُدِيرِ المَدْرَسَةِ لِلِالْتِحاقِ فِي الصَّفِّ التَّاسِعِ
নবম শ্রেণীতে ভর্তির জন্য মাদ্রাসা প্রধানের নিকট আরবিতে একখানা দরখাস্ত লিখ
ٱلتَّارِيخُ: ١/١/٢٠٢٥
إِلَى سَعَادَةِ المُدِيرِ
الجَامِعَةُ الفَلَاحِيَّةُ لِلْكَامِلِ مَدْرَسَةُ فِينِي
المَوْضُوعُ: طَلَبُ الاِلْتِحَاقِ فِي الصَّفِّ الثَّامِنِ
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
أُسْتَاذِي المُحْتَرَمُ!
بَعْدَ التَّحِيَّةِ الطَّيِّبَةِ وَالسَّلَامِ، ٱلْمُسَنُّونِ أُفِيدُكُمْ عَلْمًا بِأَنِّي نَجَحْتُ مِنَ الصَّفِّ السَّابِعِ بِالدَّرَجَةِ الأُولَى مِن أَحْسَنِيَّةِ مَدْرَسَةِ نَارِنْدَة، دَاكَا. الآن أُرِيدُ الاِلْتِحَاقَ فِي الصَّفِّ الثَّامِنِ مِن مَدْرَسَتِكُمْ العَرِيقَةِ.
فَالرَّجَاءُِ مِن سَعَادَتِكُمْ أَنْ تَتَكَرَّمُوا عَلَى بِتَاحَةِ الفُرْصَةِ لِلِالْتِحَاقِ بِمَدْرَسَتِكُمْ كَيْ يُمْكِنُ لِي حُصُولُ العِلْمِ مِن رَوْضَةِ عُلُومِكُمْ وَلَكُمْ الشُّكْرُ الجَزِيلُ عَلَى حُسْنِ تَعَاوُنِكُمْ لِلْجَمِيلِ.
المُقَدِّمُ
مُحَمَّد عَاشِقُ ٱلرَّحْمَٰنِ
طَالِبُ الاِلْتِحَاقِ فِي الصَّفِّ الثَّامِنِ
আরো পড়ুন : আরবি দরখাস্ত লেখার নিয়ম এবং নুমনা (অনুবাদ সহ)
তাং ১/১/২০২৫ইং
মাননীয়
অধ্যক্ষ
আল জামেয়াতুল ফালাহীয়া কামিল মাদ্রাসা, ফেনী।
বিষয় : নবম শ্রেণীতে ভর্তির আবেদন ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
মহাত্মন,
পবিত্র অভিবাদন ও যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি আহসানিয়া সিনিয়র মাদরাসা নারিন্দা, ঢাকা থেকে প্রথম বিভাগে অষ্টম শ্রেণী পাশ করেছি। এখন আমি আপনার প্রসিদ্ধ এ মাদরাসায় ভর্তি হতে চাই ।
অতএব, জনাবের সমীপে আরজ, আপনার মাদরাসায় ভর্তির সুযোগ দানে আমাকে বাধিত করবেন। যাতে আপনাদের জ্ঞানের উদ্যান হতে জ্ঞানার্জনে সামর্থ্য হই । উত্তম সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
নিবেদক
মোঃ আশেকুর রহমান
নবম শ্রেণীতে ভর্তিপ্রার্থী
আপনার জন্য আরো প্রয়োজনীয়