হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আরবি দরখাস্ত : বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের জন্য

اُكْتُبْ عَرِيضَةً إِلَى مُدِيرِ المَدْرَسَةِ تَطْلُبُ فِيهَا الدِّرَاسَةَ مَجَانا

বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের জন্য মাদ্রাসা প্রধানের নিকট একটি দরখাস্ত

التَّارِيخُ: ٢٠٢٥/١/٥
إلَى
مُدِيرِ الْمَدْرَسَةِ الْعَالِيَةِ فِيني.
بِوَاسِطَةِ مُدَرِّسِ الصَّفِّ.
المَوْضُوعُ: طَلَبُ الدِّرَاسَةِ مَجَّانًا.

سَيِّدِي الْمُحْتَرَمُ،

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ.

بَعْدَ أَدَاءِ التَّحِيَّةِ الطَّيِّبَةِ أُفِيدُكُمْ عَلْمًا بِانِّي طَالِبٌ مُوَاظِبٌ فِي الصَّفِّ السَّابِعِ فِي مَدْرَسَتِكُمُ الشَّهِيرَةُ وَنَحْنُ إِخْوَانٌ نَدْرُسُ فِي هَذِهِ الْمَدْرَسَةِ وَأَبِي مُدَرِّسٌ لَا يُمْكِنُ لَهُ عَلَى تَحَمُّلِ تَكَلُّفِهِ دِرَاسَتِنَا مَعَ أَنِّي نَجَحْتُ فِي الاِخْتِبَارِ السَّنَوِي لِلصَّفِّ السَّادِسِ.

فَالْرَّجَاءُ مِنْ سَمَاحَتِكُمْ الْبَارِقَةِ أَنْ تَتَفَضَّلُونِي بِعَفْوِ الرُّسُومِ الشَّهْرِيِّ وَإِعْطَاءِ فُرْصَةِ الدِّرَاسَةِ مَجَّانًا، كَيْ أَسْتَطِيعَ أَنْ أَدْرُسَ فِي مَدْرَسَتِكُم وَلَكُم جَزِيلُ الشُّكْرِ مَعَ الاِحْتِرَامِ.

المُقَدِّمُ
طَالِبُكُمُ المُطِيعُ
جَاوِيدُ أَحْمَدُ
الصَّفُّ السَّابِعُ
الرَّقْمُ المُسَلْسَلُ: ١

আরো পড়ুন : আরবি দরখাস্ত : তিন দিনের ছুটি চেয়ে আরবিতে

তাং ৫/১/২০২৫ইং
বরাবর,
অধ্যক্ষ সাহেব
ফেনী আলিয়া মাদরাসা, ফেণী
মাধ্যম : শ্ৰেণী শিক্ষক ।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার প্রসিদ্ধ মাদরাসার সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমরা দুই ভাই এ মাদরাসায় লেখাপড়া করি । আমার পিতা একজন শিক্ষক, তাঁর পক্ষে আমাদের পড়ালেখার ব্যয় বহন করা সম্ভব নয়। উল্লেখ্য, আমি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি।

অতএব, আপনার সমীপে আরজ, মাসিক বেতন মওকুফ করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন। আপনাকে সম্মানের সাথে অশেষ ধন্যবাদ ।

নিবেদক আপনার অনুগত ছাত্র
জাবেদ আহমাদ
সপ্তম শ্রেণী
রোল নং ১

Leave a Comment