التَّارِيخُ: ٢/١/٢٠٢٥
إِلَى سَمَا حَةِ الشَّيْخِ
مُدِيرِ المَدْرَسَةِ العَالِيَةِ سُزَأْل. بَرْلكَهَا. مُوَلوي بَازَارْ.
بِوَاسِطَةِ مُدَرِّسِ الصَّفِّ.
المَوْضُوعُ: طَلَبُ الرُّخْصَةِ لِثَلَاثَةِ أَيَّامٍ.
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
سَيِّدِي الْمُحْتَرَمُ!
بَعْدَ التَّحِيَّةِ الطَّيِّبَةِ وَالسَّلَامِ أُفِيدُكُمْ عَلْمًا بِأَنَّ أَحَدَ الطُّلَّابِ الدَّارِسِينَ فِي الصَّفِّ الثَّامِنِ فِي هَذِهِ المَدْرَسَةِ، فَالْخِبْرَةُ الْمَسْرُورُ بِأَنَّ أُخْتِي الْكَبِيرَةَ قَدْ تَعَيَّنَتْ زَوْجَهَا مَعَ الرَّجُلِ الشَّرِيفِ فِي الأُسْبُوعِ الْقَادِمِ، لِهَذَا أَحْتَاجُ إِلَى رُخْصَةٍ لِثَلَاثَةِ أَيَّامٍ مِنْ ٥/١/٢٠٢٥ إِلَى ٧/١/٢٠٢٥
فَالْمَرْجُو مِنْ سَعَادَتِكُمْ العَالِيَةِ أَنْ تَتَكَرَّمُوا عَلَيْ بِالرُّخْصَةِ لِهَذِهِ الأَيَّامِ الْمَذْكُورَةُ مَعَ أَنَّكُمْ مَدْعُوُونَ إِلَى هَذِهِ الْحَفْلَةِ. وَلَكُمْ جَزِيلُ الشُّكْرِ مَعَ فَائِقِ الاحْتِرَامِ وَالاهْتِشَام.
العَارِضُ
طَالِبُكُمْ المُطِيعُ
فَيْصَل أَحْمَدْ
الرَّقْمُ الْمُسَلْسَلُ:٣
الصَّفُّ الثَّانِي
আরো পড়ুন : আরবি দরখাস্ত : বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের জন্য
তাং ২/১/২০২৫ ইং
মাননীয়
অধ্যক্ষ সাহেব
সুজাউল আলিয়া মাদ্রাসা, বড়লেখা, মৌলভীবাজার ।
মাধ্যম : শ্ৰেণী শিক্ষক ।
বিষয় : তিন দিনের ছুটির জন্য আবেদন ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
মহাত্মন,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি অত্র মাদরাসার অষ্টম শ্রেণীর একজন ছাত্র। অতঃপর আনন্দের সংবাদ, আগামী সপ্তাহে এক ভদ্র লোকের সাথে আমার বড় বোনের বিবাহ ধার্য করা হয়েছে। তাই আমার ৫/১/২০২৫ইং থেকে ৭/১/২০২৫ ইং পর্যন্ত তিন দিনের ছুটির প্রয়োজন ।
অতএব, মহোদয় সমীপে আরজ যে, আমাকে উক্ত দিনগুলোর ছুটি প্রদানে অনুগ্রহ করবেন। সাথে সাথে উক্ত অনুষ্ঠানে আপনাদের দাওয়াত রইল । সম্মানের সাথে আপনাকে অশেষ মোবারকবাদ।
নিবেদক
আপনার অনুগত ছাত্র
মোঃ ফয়সল আহমদ
রোল নং ৩, অষ্টম শ্রেণী
আপনার জন্য আরো প্রয়োজনীয়