আমাদের সামাজিক ও ব্যবহারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে চিঠিপত্র ও দরখাস্ত লিখতে হয় । পরীক্ষার জন্য ও আরবি দরখাস্ত শেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন সমস্যা বা প্রয়োজনে অফিস আদালত ও উচ্চপদস্থ কোন কর্মকর্তার নিকট কোন কিছু চাইতে হলে নির্দিষ্ট নিয়মে লেখার মাধ্যমে পেশ করতে হয়। প্রচলিত পরিভাষায় একে দরখাস্ত বা আবেদন বলে।
العَرِيضَةُ – দরখাস্ত
تَعريفُ العَرِيضَةِ – দরখাস্তের পরিচয় :
العَرِيضَةُ শব্দটি একবচন, বহুবচনে العريضا ت – কোন সমস্যা বা প্রয়োজনে অফিস আদালতে উচ্চপদস্থ কোন কর্মকর্তা কর্তৃপক্ষের নিকট কোন কিছু চাওয়ার প্রচলিত নিয়মকে عَرِيضَة বা দরখাস্ত বলা হয় ।
আরো পড়ুন : আরবি দরখাস্ত : তিন দিনের ছুটি চেয়ে আরবিতে
আরবি দরখাস্ত লেখার নিয়ম :
- দরখাস্তের প্রথমেই সম্মান ও শিষ্টাচারজ্ঞাপন পদবীতে সম্বোধন করতে হবে। যথা- سَعادَةُ الشَّيخِ – فَضيلَةُ الشَّيخِ ইত্যাদি
- আলোচ্য বিষয় (مَوْضُوعٌ) সহজ-সরল ভাষায় লিখতে হবে ।
- সালাম দিয়ে মূল বক্তব্য আরম্ভ করতে হবে।
- সারাংশে বিনয়তাভাব প্রকাশ করে নিজ পরিচয় প্রদান করতে হবে।
- দরখাস্তের কারণ ও প্রাপ্য বিষয় উল্লেখ করতে হবে ।
- সর্বশেষে সালাম দ্বারা দরখাস্ত সমাপ্ত করে আবেদনকারীর সংক্ষিপ্ত পরিচয় লিখতে হবে।
- ছুটির দরখাস্তের প্রশ্নে নির্দিষ্ট দিনের উল্লেখ থাকলে দিনের বিবরণ দিতে হবে। যেমন-
يَوْمٌ / يَوْمَينِ / ثَلاثَةُ أَيّامٍ / أَرْبَعَةُ أَيّامٍ
আরো পড়ুন : আরবি দরখাস্ত : বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের জন্য
আরবি দরখাস্তের নমুনা
اُكْتُبْ عَرِيضَةً إِلَى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ فِيهَا شَهَادَةَ الانْتِقَالِ
প্রশংসাপত্র চেয়ে মাদ্রাসা প্রধানের নিকট আবেদন পত্র :
التاريخ: ٥/٧/٢٠٢٥
إِلَى سَعادَةِ الشَّيخِ
مُدِيرِ المَدْرَسَةِ العَالِيَةِ سُزَأْل. بَرْلكَهَا. مُوَلوي بَازَارْ
المَوْضُوعُ: طَلَبُ شَهَادَةِ الإِنْتِقَالِ
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
,سَيِّدي المُحْتَرَمُ:
بَعْدَ التَّحِيَّةِ المُبَارَكَةِ وَالْتَسْلِيمِيَّةِ الإِسْلَامِيَّةِ أُفِيدُكُمْ عِلْمًا بَانِي أَحَدُ الطَّلَبَةِ فِي الصَّفِّ الثَّامِنِ فِي هذِهِ المَدْرَسَةِ مُنْذُ ثَلَثِ سَنَوَاتٍ أَدْرَسَ فِيهَا. لَكِنَّ أَبِي أَحَدُ المُوَظَّفِينَ فِي الوِزَارَةِ التَّعْلِيمِيَّةِ بَٕداكَا. وَهُوَ يُرِيدُ أَنْ أَدْرُسَ فِي مَدْرَسَةِ تَغْيِيرِ المِلَّةِ بَٕداكَا وَأَسْكُنَ مَعَهُ لِهذَا أَطْلُبُ مِنْكُمْ شَهَادَةَ الإِنْتِقَالِ.
فَالْمَرْجُوُّ إِلَى سَعَادَتِكُمُ السَّامِيَةِ وَسَماحَتِكُمُ البَارِقَةِ أَنْ تَتَكَرَّمُوا عَلَى بِعْطَاءِ شَهَادَةِ الإِنْتِقَالِ فَتَكُونُ خَيْر شَاكِرٍ لَكُمْ عَلَى الأَجْرِ الجَزِيلِ عِنْدَ اللهِ المَلِكِ الجَلِيلِ.
العَارِضُ اَلْمُطِيعُ
مُحَمَّدُ إِحْسَانِ الكَرِيمِ
الصَّفُّ الثَّامِنُ
الرَّقْمُ الْمُسَلْسَلُ: ١
আরো পড়ুন : ভর্তির জন্য আরবিতে দরখাস্ত মাদ্রাসা প্রধানের নিকট
তাং ৫/৫/২০২৫ ইং
মাননীয়,
প্রিন্সিপাল সাহেব,
সুজাউল আলিয়া মাদ্রাসা, বড়লেখা, মৌলভীবাজার ।
বিষয় : টি. সি প্রাপ্তির আবেদন ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি এ মাদরাসার অষ্টম শ্রেণীর একজন ছাত্র। দীর্ঘ তিন বছর যাবৎ এখানে পড়াশোনা করছি। কিন্তু আমার পিতা ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি চান, যাতে আমি ঢাকা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পড়াশোনা সহ তাঁর সাথে বসবাস করি। তাই আমি আপনার নিকট টি. সি দেয়ার আবেদন করছি।
অতএব, আপনার সমীপে আরজ, আমাকে টি. সি প্রদানে বাধিত করবেন। মহান আল্লাহ আপনাকে উত্ততম প্রতিফল দান করুন।
অনুগত নিবেদক
মোঃ এহসানুল করীম
অষ্টম শ্রেণী, রোল নং ১
اُكْتُبْ عَرِيضَةً إِلَى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ فِيهَا شَهَادَةَ التَّزْكِيَةِ
প্রশংসাপত্র চেয়ে মাদ্রাসা প্রধানের নিকট আবেদন পত্র :
التَّارِيخُ: ١/١/٢٠٢٥
إلى فَضِيلَةِ الشَّيْخِ
الْمَدْرَسَةِ الْعَالِيَةِ بِدَوْلَةِ غَينِجْ لاكْسَانْ.
المَوْضُوعُ: طَلَبُ شَهَادَةٍ التَّرْكِيزِيَّةِ.
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
سَيِّدِي الْمُحْتَرَمُ!
بَعْدَ أَدَاءِ التَّحِيَّةِ الْمُبَارَكَةِ أُفِيدُكُمْ عَلِمًا بِأَنِّي كُنْتُ طَالِبًا فِي الصَّفِّ الثَّامِنِ مِنْ مَدْرَسَتِكُمْ فِي السَّنَةِ الْمَاضِيَةِ وَفُزْتُ فِي الاِمْتِحَانِ السَّنَوِيِّ بِالدَّرَجَةِ الأُولَى أُرِيدُ اَنْ اِلْتَحَقَ بِمَدْرَسَةِ الْعَالِيَةِ دَاكَا. لِهَذَا أَطْلُبُ شَهَادَةَ التَّرْكِيزِيَّةِ مِنْ جَانِبِكُمْ.
فَالْمَرْجُو مِنْ سَيَّادَتِكُمُ الْبَارِقَةِ بِقُبُولٍ طَلَبِي هذَا مَعَ إِعْطَاءِ شَهَادَةِ التَّرْكِيزِيَّةِ وَلَكُمْ الأَجْرَ الْجَزِيلُ مَعَ الْاحْتِرَامِ.
المُقَدِّمُ
طَالِبُكُمْ اَلْمُطِيعُ
مُحَمَّد زُبَيْرأَحْمَد
الصَّفُّ الثَّامِنُ (السَّنَةُ الْمَاضِيَةُ)
الرَّقْمُ الْمُسَلْسَلُ: ١٢
তাং ১/১/২০২৫ ইং
মাননীয়
অধ্যক্ষ সাহেব
দৌলতগঞ্জ আলিয়া মাদরাসা, লাকসাম
বিষয় : প্রশংসা পত্রের জন্য আবেদন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
মহাত্মন,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি গত বৎসর আপনার মাদরাসায় অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম । বার্ষিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। আমি এখন ঢাকা আলিয়া মাদরাসায় ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার পক্ষ থেকে প্রশংসাপত্র পেতে চাই ।
অতএব, আপনার সমীপে প্রার্থনা, আমাকে প্রশংসাপত্র প্রদান করে আমার এ দরখাস্তখানা গ্রহণ করবেন । আপনার প্রতি রইল যথার্থ সম্মান ও প্রতিদান ।
নিবেদক আপনার অনুগত ছাত্র
মোঃ যোবায়ের আহমদ
অষ্টম শ্রেণী (বিগত বছর)
রোল নং ১২