হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

রচনা : প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য

উপস্থাপনা :

মানুষ সামাজিক জীব। তাই মানুষ কখনো একা একা চলতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একে অপরের ওপর নির্ভরশীল। এজন্য মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে, হয়ে ওঠে একে অপরের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি প্রত্যেকেরই বিশেষ দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

প্রতিবেশীর পরিচয় :

মহানবী (স) ইরশাদ করেছেন, পাশাপাশি বসবাসরত চল্লিশ বাড়ি পর্যন্ত একজন আরেকজনের প্রতিবেশী। প্রতিবেশী অর্থ হলো যারা কাছাকাছি বাস করে অর্থাৎ পড়শি। আত্মীয় বা রক্তসম্পর্ক না থাকা অবস্থায় কাছাকাছি বসবাসরত মানুষ একে অপরের প্রতিবেশী হিসেবে গণ্য হয়। একে অন্যের প্রতি সুখে-দুঃখে তারা সাহায্য-সহানুভূতির হাত প্রসারিত করে।

সুখে-দুঃখে প্রতিবেশী :

প্রতিবেশী যেহেতু একে অপরের কাছাকাছি অবস্থান করে, তাই তারা সুখে যেমন সর্বপ্রথম অংশীদার হয়, তেমনি দুঃখেও তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই বিপদাপদে প্রতিবেশীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

আরও জানুন : মাতা পিতার প্রতি কর্তব্য – রচনা ( ২০ পয়েন্ট )

জন্ম ও মৃত্যুতে প্রতিবেশী :

জন্মক্ষণে প্রতিবেশীর ভূমিকা উল্লেখযোগ্য। আবার মৃত্যুর পরে প্রতিবেশী দাফন-কাফনে সর্বপ্রথম এগিয়ে আসে।

প্রতিবেশী পরমাত্মীয় :

ভাই-বন্ধু, আত্মীয় বা আপনজন সবসময় কাছে থাকেন না। সংকটে প্রতিবেশীই প্রথম এগিয়ে আসে। তাই প্রতিবেশী পরমাত্মীয়।

প্রতিবেশীর প্রয়োজনীয়তা :

প্রতিবেশী ছাড়া মানবসমাজ কল্পনা করা যায় না। সৃষ্টির শুরু হতেই মানুষের নানা প্রকার লেনদেন, পারস্পরিক ভাব-বিনিময় আতিথ্য হচ্ছে প্রতিবেশীর সাথে। প্রতিবেশীই মানুষের হাসি-কান্না ও বিপদাপদের অংশীদার।

সভ্য সমাজে প্রতিবেশীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তাইতো জনৈক ইংরেজ দার্শনিক বলেন, “যার প্রতিবেশী উত্তম আচরণের অধিকারী তিনিই সবচেয়ে সুখী।’

আরও জানুন : রচনা: ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য (২০ পয়েন্ট)-pdf

প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য :

একজন প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর বিভিন্ন ধরনের দায়িত্ব ও কর্তব্য আরোপিত হয়। এর কতিপয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য নিচে আলোচনা করা হলো :

ক. কুশল বিনিময় : প্রতিবেশীর প্রতি মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে, প্রতিবেশীর সাথে সাক্ষাতে তার কুশল বিনিময় করতে হবে। সুখ-দুঃখের খোঁজ-খবর নিতে হবে।

খ. আর্থিক সাহায্য : প্রতিবেশী যদি সাহায্য চায়, তাকে সাহায্য করতে হবে। তার অভাবের সময় তাকে ঋণ দিতে হবে। দরিদ্র প্রতিবেশীর অভাব মোচনের জন্য আন্তরিক চেষ্টা করতে হবে।

গ. বিপদে সাহায্য করা : প্রতিবেশী যদি কোনো বিপদাপদে নিপতিত হয় তাহলে বিপদাপদে তাকে সাহায্য-সহযোগিতা করতে হবে।

ঘ. দোষ-ত্রুটি গোপন রাখা : একজন প্রতিবেশী সবচেয়ে কাছের মানুষ । তার কাছে স্বাভাবিকভাবেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অনেক দোষ-ত্রুটি প্রকাশ হয়ে পড়ে। এক্ষেত্রে প্রতিবেশীর দোষ-ত্রুটি গোপন করে তার মান-সম্মান রক্ষা করতে হবে।

ঙ. সেবা-শুশ্রূষা করা : সুখে-দুঃখে, রোগে-শোকে সর্বদা প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে সেবা-শুশ্রূষা করাও প্রতিবেশীর দায়িত্ব ও কর্তব্য।

আরও জানুন : ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য-রচনা(২০ পয়েন্ট)

চ. সামাজিক অনুষ্ঠান ও উৎসব পার্বণে অংশগ্রহণ : সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান যেমন- বিয়ে, আকিকা, ঈদ, শবেবরাত, নবান্নসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রতিবেশীকে দাওয়াত দেয়া বা তার দাওয়াতে সাড়া দেয়া প্রতিবেশীর অন্যতম কর্তব্য।

ছ. জানাযা ও দাফনে অংশগ্রহণ : প্রতিবেশী পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে তার জানাযা ও দাফনে অংশ নিতে হবে। সর্বদা তার কল্যাণ কামনা করতে হবে ।

প্রতিবেশীর প্রতি কর্তব্য সম্পর্কে আল্লাহর নির্দেশ :

আল্লাহ তায়ালা প্রতিবেশীর প্রতি কর্তব্য পালনের আদেশ দিয়ে পবিত্র কুরআনে ইরশাদ করেন, “তোমরা তোমাদের নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী এবং পার্শ্ববর্তী সঙ্গী-সাথিদের সাথে সৌজন্যমূলক আচরণ কর।

প্রতিবেশীর প্রতি কর্তব্য সম্পর্কে রাসূল (স)-এর বাণী :

প্রতিবেশীর প্রতি কর্তব্যের গুরুত্ব উল্লেখ করে রাসূল (স) ইরশাদ করেন, “যে ব্যক্তির প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে রক্ষা পায় না, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না।

বিধর্মী প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য :

প্রতিবেশী বিধর্মী হলেও তার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। তার ধর্মাচার পালনে বিঘ্ন সৃষ্টি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে। সীমার মধ্যে থেকে সাধ্যানুযায়ী তার সাহায্য সহযোগিতা করতে হবে।

উপসংহার :

আল্লাহর নিকট সে ব্যক্তি বেশি প্রিয়, যে তার প্রতিবেশীর নিকট প্রিয় । প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখাও আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। তাই প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আমাদের সচেতন থাকতে হবে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment