গাছ আমাদের বন্ধু – বাংলা রচনা

ভূমিকা: 

মানুষের জীবনের পরম বন্ধু গাছপালা। অক্সিজেন ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। আর গাছপালা আমাদের সেই অক্সিজেন জোগান দেয় ।

প্রাণ ও পরিবেশ রক্ষায় গাছ: 

আমরা প্রতিবার শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি । অন্যদিকে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে । 

ফলে বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। গাছপালা বায়ুমণ্ডলকে বিশুদ্ধ এবং শীতল রাখতেও সাহায্য করে। এছাড়া ঝড় ও বন্যা প্রতিরোধে সহায়তা করে ।

প্রাণের জন্য অপরিহার্য: 

গাছ মানুষের পরম বন্ধু। বিভিন্ন গাছ আমাদের খাবারের জোগান দেয়। আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ অনেক ফল আমরা গাছ থেকে পাই। এছাড়া নানা রকম খাদ্যশস্য যেমন- চাল, ডাল, গম, যব ইত্যাদির উৎসও গাছ ।

আরও পড়ুন :- নায়াগ্রা জলপ্রপাত বা দেখে এলাম নায়াগ্রা – রচনা

মানুষের জন্য অতি জরুরি গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীও উদ্ভিদ-লতাপাতা খেয়ে জীবনধারণ করে।

গাছের যত ব্যবহার: 

মানুষ ঘরবাড়ি ও আসবাব তৈরির কাজে প্রাচীনকাল থেকেই গাছের কাঠ ব্যবহার করে আসছে। জ্বালানি হিসেবে গাছপালার ব্যবহার চলছে আদিম যুগ থেকে। আমাদের পোশাকের জন্য প্রয়োজনীয় কাপড় তৈরি হয় যে তুলা থেকে তা-ও গাছ থেকে পাই। 

এ ছাড়া কাগজ, রং, সুগন্ধি, আঠা ইত্যাদি অনেক ধরনের বস্তু তৈরির জন্য প্রয়োজন গাছ। বহু উদ্ভিদ ভেষজ গুণসম্পন্ন। সেসব উদ্ভিদ থেকে তৈরি হয় ওষুধ।

উপসংহার: 

মানুষসহ জীবের প্রাণরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে গাছের বিকল্প নেই। তাই আমাদের উচিত বনভূমি রক্ষা করা ও নতুন গাছ লাগানো ।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!