গরমের কারণে সকালে ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র(৩টি)

আজকে আমরা শিখবো- গরমের কারণে সকালে ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়।  এখানে ৩টি লিখে দেয়া হয়েছে। যেটা সহজ মনে হবে সেভাবেই শিখে নেবে।  

গরমের কারণে সকালে  ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র- ১

১২ এপ্রিল, ২০২৫
বরাবর,
      প্রধান শিক্ষক
      সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইল ।
বিষয়: গরমের কারণে ক্লাসের সময়সূচি পরিবর্তনের আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী । গ্রীষ্মের এই দুপুরে অসহ্য গরমে ক্লাস করতে আমরা খুবই কষ্ট বোধ করছি। আপনি অবগত আছেন, হঠাৎ করে তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে। আবহাওয়া বিভাগ বলেছে, শীঘ্রই তা কমার সম্ভাবনা নেই । এ অবস্থায় সকাল ৭টা থেকে ক্লাস শুরু হলে আমরা গরমের এ কষ্ট থেকে অনেকটা মুক্তি পাব।

অতএব, মহোদয়ের নিকট আমাদের প্রার্থনা, গ্রীষ্মকালীন সময়ে সকাল ৭টা থেকে ক্লাস শুরু করার ব্যবস্থা গ্রহণ করলে কৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক
সকল শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে
রুদ্র সেনগুপ্ত
পঞ্চম শ্রেণি
রোল নং-১

আরো পড়ুন : অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত-৩টি

গরমের কারণে সকালে  ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র- ২

তারিখ : ৭ এপ্রিল, ২০২৫ইং
মাননীয়,
      প্রধান শিক্ষক
      উত্তরা মডেল হাই স্কুল ঢাকা।
বিষয় : সকালে স্কুল বসানোর জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, বর্তমানে গ্রীষ্মের প্রচণ্ড তাপ এত বেশি যে, শ্রেণীকক্ষে অবস্থান করে পড়াশুনা করা একান্তই অসম্ভব।

অতএব, বিনীত প্রার্থনা আগামীকাল থেকে স্কুল সকালে বসার আদেশ দানে বাধিত করবেন। 

নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
উত্তরা মডেল হাই স্কুলের
ছাত্র-ছাত্রীবৃন্দ

আরো পড়ুন : হঠাৎ অসুস্থতার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন (৩টি)

গরমের কারণে সকালে  ক্লাস শুরু করার জন্য আবেদন পত্র- ৩

তারিখ : ২ এপ্রিল ২০২৫ইং
মাননীয়,
      অধ্যক্ষ
      মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসা, ঢাকা।
বিষয় : সকালে ক্লাস শুরু করার আবেদন ।

জনাব,

আমরা মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসার ছাত্রীগণ সবিনয় নিবেদন করছি যে, গ্রীষ্মের দুপুরের অসহ্য গরমের মধ্যে মনোযোগের সাথে পাঠ গ্রহণ করতে আমাদের যারপরনাই কষ্ট হচ্ছে।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, গ্রীষ্মের সময় সকাল সাতটা থেকে মাদরাসার ক্লাস শুরু করার ব্যবস্থা করে আমাদের বাধিত করবেন। 

আপনার একান্ত অনুগত
মাহমুদা খাতুন
মহিলা কামিল মাদরাসার ছাত্রীবৃন্দ ।

আরো পড়ুন : বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের অগ্রিম ছুটির জন্য আবেদন(৩টি)

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment