বিভিন্ন রাশির নাম, সংকেত, একক ও মাত্রা – PDF

এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। যেমন, একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য একটি রাশি। তোমার দেহের ভর পরিমাপ করা যায়, ভর একটি রাশি। তুমি কতক্ষণ ধরে বইটি পড়ছো সেই সময় মাপা যায়, সময় একটি রাশি। তুমি যদি একটি বস্তু তুলতে বল প্রয়োগ কর, সেই বল পরিমাপ করা যায় সুতরাং বল একটি রাশি। 

এই পোস্টের মাধ্যমে আজ আমরা শিখব বিভিন্ন রাশির নাম, ইংরেজি পরিভাষা, সংকেত, একক ও মাত্রা। 

বিভিন্ন রাশির নাম, সংকেত ও একক :-

নাম ইংরেজি পরিভাষা সংকেত নাম সংকেত প্রতিপাদন
দৈর্ঘ্য lenth l মিটার m m
ভর mass m কিলোগ্রাম kg kg
সময় time t সেকেন্ড S S
সরণ displacement s মিটার m m
ক্ষেত্রফল area A মিটার m 2 m.m
আয়তন volume v মিটার 3 m 3 m2.m
বেগ, দ্রুতি velocity, sped u মিটার/সেকেন্ড ms-1 ms-1
ত্বরণ acceleration
a মিটার/সেকেন্ড ms-2 m.s-1.s-1
ভরবেগ momentum P কিলোগ্রাম
মিটার/সেকেন্ড
kgms – 1 kg ms-1
বল force F নিউটন N kg ms-2
কাজ
work W জুল J N.m
ক্ষমতা power
P ওয়াট W J. s -1
শক্তি energy
E জুল J N.m
ঘনত্ব density ρ(রো) কিলোগ্রাম/মিটার Kgm-3 Kgm-3
চাপ pressure
P প্যাসকেল Pa N.m2
আপেক্ষিক গুরুত্ব
specific gravity S
দোলন কাল
time period T সেকেন্ড s s
তরঙ্গ দৈর্ঘ্য
wave lengty
λ মিটার m m
কম্পাঙ্ক frequency
f
হার্জ Hz s-1
তাপমাত্রা
temperature Θ, T কেলভিন
K K
প্রসারণ সহগ co-efficient of expansion

, ,
কেলভিন K-1
K-1
তাপ quentity of heat Q জুল J N.m
তাপ ধারণ ক্ষমতা heat capacity C জুল/কেলভিন JK-1 J.K-1
আপেক্ষিক সুপ্ততাপ
specific latent heat
l জুল/কিলোগ্রাম Jkg-1 J.kg-1
তাপ পরিবাহকত্ব
thermal conductinity
K ওয়াট/মিটার-কেলভিন Wm-1k-1 J.m-2.s-1k-1
কোণ
plane angle
θ রেডিয়ান rad
ঘনকোণ solid angle Ω, ω স্টেরেডিয়ান
sr
দীপন ক্ষমতা
luminous intensity I ক্যাণ্ডেলা
cd cd
আলোক ফ্লাক্স Luminous flux
Q লুমেন lm cdsr
দীপন তীব্রতা
illumination E লাক্স ix Lm.m-2
প্রতিসরণাঙ্ক refractive index n
লেন্সের ক্ষমতা
power of a lens P ডাই অপ্টার
d m-1
বিবর্ধন magnification
m
তড়িৎ প্রবাহ electric current I অ্যাম্পিয়ার A A
আধান
charge q, Q কুলম্ব C A.S
তড়িৎ তীব্রতা
electric field strenth, electric intensity
E
নিউটন/কুলম্ব = ভোল্ট মিটার N C-1=Vm-1 NC-1
তড়িৎ বিভব
electric potential V ভোল্ট V J.C-1
রোধ resistence R ওহম Ω V.A-1
পরিবাহিতা conductance
G সিমেন্স S V-1A
পরিবাহকত্ব conductivity σ প্রতি ওহম প্রতি মিটার
Ω-1m-1 Ω-1m-1
আপেক্ষিক রোধ
specific resistance.resistivity ρ ওহম – মিটার Ωm Ωm
সক্রিয়তা activity A বেকেরেল Bq s-1
তড়িচালক শক্তি electromotive force e, E ভোল্ট V JC-1

মোবাইলে সম্পূর্ণ দেখতে ডান দিকে Scroll করুন।

বিভিন্ন রাশির নাম ও মাত্রা :-

রাশির নাম মাত্রা
দৈর্ঘ্য L
ভর M
সময় T
সরণ L
ক্ষেত্রফল L2
আয়তন L3
বেগ, দ্রুত LT-2
ত্বরণ LT-1
ভরবেগ MLt-1
বল MLT-2
কাজ ML2T-2
ক্ষমতা ML2T-3
শক্তি ML2T-2
ঘনত্ব ML-3
চাপ ML-1T-2
দোলন কাল T
তরঙ্গ দৈর্ঘ্য L
কম্পাঙ্ক T-1
তাপমাত্রা Θ
প্রসারণ সহগ Θ-1
তাপ ML2T-2
তাপ ধারণ ক্ষমতা ML2T22 Θ-1
আপেক্ষিক সুপ্ততাপ L2T-2
তাপ পরিবাহকত্ব MLT-3Θ-1
দীপন ক্ষমতা J
আলোক ফ্লাক্স J
দীপন তীব্রতা
JL-2
লেন্সের ক্ষমতা L-1
তড়িৎ প্রবাহ I
আধান IT
তড়িৎ তীব্রতা MLT-3I-1
তড়িৎ বিভব ML2T-3I-1
রোধ ML2T-3I-2
পরিবাহিতা M-1L-2T3I2
পরিবাহকত্ব ML-1T-3I2
আপেক্ষিক রোধ ML3T-3I-2
সক্রিয়তা T-1
তড়িচালক শক্তি ML2T-3I-1

 

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!