লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সরবরাহের জন্য আবেদন

লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সরবরাহের জন্য আবেদন

মনে করো, তুমি বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার নাম কামাল/কল্পনা। তুমি গল্প, রূপকথা, কবিতা পড়তে বেশ পছন্দ করো। তোমার বিদ্যালয়ের লাইব্রেরিতে অধিক সংখ্যক বই সরবরাহের জন্য আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো ।

১৯জানুয়ারি ২০২….ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিষয়: বিদ্যালয়ের লাইব্রেরিতে অধিকসংখ্যক বই সরবরাহের জন্য আবেদন ।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। আপনি জানেন যে, আমাদের বিদ্যালয়টি অত্র এলাকায় স্বনামধন্য। আমাদের বিদ্যালয়ে রয়েছে একটি সুবিশাল পাঠাগার। এই পাঠাগারে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যবই বহির্ভূত শিশুতোষ বইয়ের সংখ্যা খুবই কম। আমি ও বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীরা কিশোর গল্প, রূপকথার গল্প, কবিতাসহ নানা রকম বই পড়তে ভালোবাসি। কিন্তু আমাদের এই বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্তসংখ্যক রূপকথার গল্প ও কবিতার বই নেই ।

অতএব, বিনীত প্রার্থনা আমাদের এই বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্তসংখ্যক কিশোর গল্প, রূপকথার গল্প ও কবিতার বই সরবরাহ করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব ।

নিবেদক
সকল শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে
কামাল
পঞ্চম শ্রেণি
রোল নং-২

আরও দেখুন : স্কুল/কলেজ থেকে টিসি বা ছাড়পত্রের জন্য আবেদন-শ্রেণীভিত্তিক

পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

মনে কর, তোমার নাম নুহা/নাহিদ। তুমি চন্দ্রাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রীর অভাব। পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

১৯জানুয়ারি ২০২….ইং
বরাবর,
প্রধান শিক্ষক,
চন্দ্রাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
জামালপুর।

বিষয় : বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য আবেদন ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়টি অতি প্রাচীন । বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা খুবই মানসম্পন্ন। কিন্তু পরিতাপের বিষয় শরীর গঠন ও চিত্তবিনোদনের কোনো ব্যবস্থা আমাদের বিদ্যালয়ে নেই। তাই মানসিক বিকাশের দিক থেকে আমরা শিক্ষার্থীরা অনেক পিছিয়ে। এ লক্ষ্যে বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রীর অতীব প্রয়োজন ।
অতএব, দয়া করে বিদ্যালয়ে পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী সরবরাহের ব্যবস্থা করে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত অনুগত
নাহিদ
৫ম শ্রেণি; ক-শাখা; ক্রমিক নং-৫

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment