قَرْيَتُنَا
আমাদের গ্রাম
التَّقْدِيمُ:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَنَا شُعُوبًا وَقَبَائِلَ لِلتَّعَارُفِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي قَالَ مَكَّةُ أَحَبُّ الْبِلَادِ إِلَيَّ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ.
مَعْرِفَةُ قَرْيَتِنَا:
اِسْمُ قَرْيَتِنَا بَاسِر فُور وَهِيَ قَرْيَةٌ قَدِيمَةٌ وَمُتَوَسِّطَةٌ وَقَرْيَةٌ مِثَالِيَّةٌ لَهَا أَهَمِّيَّةٌ كَثِيرَةٌ
مَوْقِعُهَا:
هِيَ قَرْيَةٌ فِي مُحَافَظَةِ نُوَاهِ خَالِي وَسِبَهُ مُحَافَظَتِهَا كَبِيرَةٌ الَّتِي أَعْلَنَتِ الحُكُومَةُ مِن قَبْلُ بِشِبْهِ المُحَافَظَةِ – وَهِيَ وَاقِعَةٌ بِجَانِبِ الجَنُوبِيِّ بِنَحْرِ فِينِي وَهِيَ عَلَى بَعِيدِ مِيلٍ عَن شِبْهِ المُحَافَظَةِ
আরও : আরবি রচনা : ইলম (বাংলা অর্থসহ)
عَدَدُ سُكَّانِهَا :
يَسْكُنُ فِي قَرْيَتِنَا تَقْرِيبًا أَرْبَعَةُ آلَافِ مَوَاطِنُ كُلُّهُمْ مُسْلِمُونَ وَلَيْسَ فِيهَا مَجُوسِيٌّ وَالْمَسِيحِيُّ وَالْهِنْدُو وَالْمُشْرِكُ وَالْيَهُودُ وَغَيْرُهُمْ- يُوجَدُ فِي قَرْيَتِنَا أَنْوَاعٌ مِنَ النَّاسِ فَلَّاحٌ وَتَاجِرٌ وَمُعَلِّمٌ وَطَبِيبٌ وَأَصْحَابُ الْحِرْفَةِ الْمُخْتَلِفَةِ بَيْنَهُمْ اِتِّحَادٌ وَاتِّفَاقٌ- يَعِيشُونَ بِالأَمْنِ وَالسَّلَامَةِ.
مَنْظَرُهَا:
قَرْيَتُنَا نَظِيفَةٌ جِدًّا وَمَنْظَرُهَا جَمِيلٌ – تُوجَدُ فِي جَانِبِي الشَّارِعِ كَبِيرَةٌ اسْتَظَلَّ بِهَا المَارُّ عِنْدَ شِدَّةِ حَرَارَةِ الشَّمْسِ اسْتِرَاحَةٌ وَفِي وَسَطِهَا دُكَاكِينُهَا مُخْتَلِفَةٌ يَسْدُّ بِهَا النَّاسُ حَوَائِجَهُمْ وَفِيهَا كَثِيرٌ مِنَ الغُذَائِرِ تُسْرِعُ فِيهَا السَّمَّاكُ المَرْبُوحَةُ –
هِيَ إِحْدَى القُرَى الجَامِلِ الجَمِيلَةِ فِي مُحَافَظَةِ نُوَاخَالِي طَقْسُهَا جَيِّدٌ طُولُهَا وَعَرْضُهَا نِصْفُ مِيلٍ تَقْرِيبًا –
الْخَاتِمَةُ:
نَحْنُ نُحِبُّ قَرْيَتَنَا لِأَنَّهَا قَرْيَةٌ مُمتَازَةٌ بَيْنَ قُرَى بَنْغلَادِيش، لِهَذَا نَسْعَى لِتَقْدِيمِهَا وَنَسْكُنُ فِيهَا مُتَحَابِّينَ وَمُتَغَاوِنِينَ أَخُوَةً كَامِلَةً بِلَا أَدْنَى تَمْيِيزٍ –
আরও : আরবি রচনা : পিতা মাতার প্রতি কর্তব্য/ আনুগত্য /সদ্ব্যবহার
ভূমিকা :
সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের পারস্পরিক পরিচিতির উদ্দেশ্যে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক নবী ও রাসূলদের শিরোমণি হযরত মুহাম্মদ (স)-এর ওপর, যিনি ইরশাদ করেছেন, মক্কা আমার প্রিয় জন্মভূমি । শান্তি বর্ষিত হোক তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর ওপর।
আমাদের গ্রাম পরিচিত :
আমাদের গ্রামের নাম বাসিরপুর। এটি একটি পুরাতন, মধ্যম ও আদর্শ গ্রাম । এ গ্রামের রয়েছে অনেক গুরুত্ব।
অবস্থান :
এটি সদ্য সরকার কর্তৃক ঘোষিত নোয়াখালী জেলার অন্তর্গত কবিরহাট উপজেলার একটি গ্রাম । এটি ফেনী নদীর দক্ষিণ পার্শ্বে অবস্থিত এবং উপজেলা থেকে এক মাইল দূরে ।
জনসংখ্যা :
আমাদের প্রায় চার হাজার লোক বাস করে; প্রত্যেকেই মুসলমান। এখানে কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য কোনো জাতি নেই। আমাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। কৃষক, শিক্ষক, ডাক্তার এবং হরেক রকমের পেশাদার। এদের মাঝে একতাও মিল রয়েছে। তারা নিরাপদে ও শান্তিতে বসবাস করে।
গুরুত্ব :
আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, দু’টি ইবতেদায়ী মাদরাসা ও তিনটি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রসিদ্ধ মিয়াবাড়ি মসজিদ সুপ্ত প্রতিভা নিয়ে কালের সাক্ষ্য হয়ে দণ্ডায়মান রয়েছে। গ্রামের ভেতর দিয়ে প্রশস্ত রাস্তা অতিক্রম করেছে। বিভিন্ন অঞ্চলে পৌঁছার জন্য যোগাযোগ ব্যবস্থাও ভালো ।
দৃশ্য :
আমাদের গ্রামটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এর দৃশ্য মনোরম । রাস্তার দু’পার্শ্বে বড় বড় বৃক্ষ রয়েছে। প্রচণ্ড সূর্যের তাপে পথচারী প্রশান্তির জন্য এ থেকে ছায়া গ্রহণ করে। গ্রামের মাঝখানে হরেক রকমের দোকান রয়েছে।
লোকজন এ থেকে তাদের চাহিদা ও প্রয়োজন মেটায়। আরো রয়েছে অনেক পুকুর, এগুলোতে লাভজনক মাছের চাষ করা হয়। এটি নোয়াখালী জেলায় সুন্দর গ্রামসমূহের মধ্যে একটি। এর আবহাওয়া উত্তম, এটি আনুমানিক আধা মাইল দৈর্ঘ্য প্রস্থে বিস্তৃত
উপসংহার :
আমরা আমাদের গ্রামকে ভালোবাসি। কেননা এটি বাংলাদেশের একটি বৈমিষ্ট্যমণ্ডিত গ্রাম । এর উন্নতির জন্য আমরা চেষ্টা করি এবং আমরা পরস্পর ভালোবাসা ও সহযোগিতার ভিত্তিতে ন্যূনতম পার্থক্যবিহীন পূর্ণ ভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করি।