الْإِنْشَاءُ الْعَرَبِي - আরবী রচনা
আভিধানিক অর্থ :
إِنْشَاءٌ শব্দটি বাবে أَفْعَال-এর মাসদার, মাদ্দাহ (ن- ش – ء) জিনস مَهْمُوز لامِ এটি نَشِيٌّ মূলধাতু থেকে উদ্ভূত। এর আভিধানিক অর্থ— তৈরি করা, সৃষ্টি করা, আবিষ্কার করা, রচনা করা, গঠন করা ইত্যাদি
পারিভাষিক সংজ্ঞা :
পরিভাষায় انْشَاءُ হলো-
مَا يُبْحَثُ فِيهِ عَنِ النَّصْرِ مِنْ حَيْثُ إِنَّهُ بَلِيغٌ فَصِيحٌ وَمُشْتَمِلٌ عَلَى الْآدَابِ الْمُعْتَبَرَةِ بِالْعِبَارَاتِ الْمُسْتَحْسَنَةِ اللَّائِقَةِ بِالْمَقَامِ
অর্থাৎ,গদ্য ভাষায় আরবী ভাষা ও সাহিত্যের স্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাকরণভিত্তিক অলঙ্কারপূর্ণ সাবলীল আলোচনা – الْإِنْشَاءُ الْعَرَبِي বা আরবী রচনা বলে।
উদ্দেশ্য : সুনির্দিষ্ট কোনো বিষয়ের ওপর মনের ভাব প্রকাশ করার যোগ্যতা ও দক্ষতা অর্জন করা।
আরও পড়ুন : আরবি রচনা : মাদ্রাসা (বাংলা অনুবাদ সহ)
আরবী রচনা প্রকারভেদ :
বিষয়বস্তুর বিবেচনায় আরবী রচনাকে ৬টি ভাগে ভাগ করা যায়। যথা-
১. বর্ণনামূলক।
২. ঘটনামূলক।
৩. জীবনীমূলক।
৪. ঐতিহাসিক।
৫. সমালোচনামূলক।
৬. চিন্তামূলক ।
আরবী রচনা লেখার নিয়ম :
আরবী রচনা লেখার ক্ষেত্রে নিম্নের বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখা একান্ত জরুরী, নতুবা রচনা লেখা হলেও তা মানে ভাল হবে না।-
- নির্বাচিত বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করা ।
- প্রত্যেকটি ভাব নতুন নতুন অনুচ্ছেদে প্রকাশ করা।
- বিষয়বস্তুর সারমর্ম সাজিয়ে গুছিয়ে লেখা ।
- বিষয়বস্তুর মধ্যে অপ্রাসঙ্গিক কথা পরিহার করা।
- রচনার ভাব বুঝাতে সাবলীল শব্দ ও বাক্য ব্যবহার করা। ৬. একই কথা বা বক্তব্য বার বার না লেখা ।
- তত্ত্ব ও তথ্যভিত্তিক আলোচনা উপস্থাপন করা ।
- কোনো বিষয়ে সন, মাস, দিন, তারিখ ও সময় লেখার ক্ষেত্রে পূর্ণ সাবধানতা অবলম্বন করা।
- জীবনীমূলক রচনার ক্ষেত্রে জন্ম ও মৃত্যু তারিখ যথার্থভাবে উল্লেখ করা ।
- প্রত্যেক ইনশা مُقَدِّمَة বা সূচনা দিয়ে আরম্ভ করে خَاتِمَة বা উপসংহার দিয়ে শেষ করা ।
- অল্প কথায় অনেক ভাব প্রকাশের চেষ্টা করা।
- নির্ধারিত বিষয় সম্বন্ধে সংক্ষেপে হলেও পুরো বিষয়টির উল্লেখ থাকা ।
- আরবী ভাষায় ইনশা লেখার ক্ষেত্রে শব্দ ও বাক্য গঠনে নাহু সরফের নিয়মাবলির অনুসরণ করা ।
- সর্বোপরি শাব্দিক বানান শুদ্ধ করে লেখা ।
- শিরোনাম বা রচনাটি যদি প্রাণীবাচক হয়, তাহলে তার শ্রেণী, শারীরিক গঠন, খাদ্য, চালচলন, উপকারিতা ইত্যাদি বর্ণনা করা।
- যদি রচনা এর বিষয়টি আবিষ্কার মূলক হয়, যেমন- রেডিও, টেলিভিশন,, কম্পিউটার ইত্যাদি, তাহলে তার আবিষ্কারক,
- প্রয়োজনীয়তা, ব্যবহার বিধি ইত্যাদি উল্লেখ করা ।
- রচনা এর বিষয় যদি কোন ব্যক্তি বিশেষ হয়, তাহলে তার জন্ম, মৃত্যু, বংশ পরিচয়, চরিত্র, শিক্ষা, কৃতিত্ব ইত্যাদি উল্লেখ করা।
- রচনা এর বিষয় যদি কোন রাষ্ট্র বা দেশ সম্পর্কিত হয়, তা হলে তার আয়তন, অবস্থান, দৃশ্য, জলবায়ু, প্রসিদ্ধ অধিবাসীদের দৈনন্দিন জীবনধারা, কৃষি, ব্যবসা, ঐতিহাসিক গুরুত্ব৮ ইত্যাদি উল্লেখ করা ।
আপনার পছন্দ হতে পরে এমন আরো
আরবি রচনা : কুরআনুল কারীম – অনুবাদ সহ