হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

ডাক্তার ও রোগীর মাঝে সংলাপ : আরবিতে। অর্থ সহ

ٱلْمَرِيضُ : اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
ٱلطَّبِيبُ : وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، اِجْلِسْ، مَاذَا الْمُكَ؟
ٱلْمَرِيضُ : هُنَاكَ أَلَمٌ شَدِيدٌ فِي الْجَانِبِ الأَيْمَنِ مِنْ ظَهْرِي، فَضْلًا يَا دَكْتُورُ أُرِيدُ أَشِعَّةَ إِكْس لِلْكُلْوَةِ.
ٱلطَّبِيبُ : حَسَنًا، تَذْهَبُ بِهَذَا ٱلْخِطَابِ إِلَى غُرْفَةِ أَشِعَّةِ إِكْس ٱلْمُجَاوِرَةِ
ٱلْمَرِيضُ : (بَعْدَ سَاعَةٍ) هَلِ ٱلتَّقْرِيرُ جَاهِزٌ الآنَ يَا دَكْتُورُ؟
ٱلطَّبِيبُ : نَعَم، هَذَا هُوَ ٱلتَّقْرِيرُ.
ٱلْمَرِيضُ : مِنْ فَضْلِكَ يَا دَكْتُورُ كَيْفَ ٱلتَّقْرِيرُ؟
ٱلطَّبِيبُ : مَرَضُكَ فِي اٱلْكُلُوَتِ بَسِيطٌ، وَهَذِهِ وَصْفَةُ ٱلْأَدْوِيَةِ اِتَّبِعْهَا.
ٱلْمَرِيضُ : سَأَفْعَلُ إِنْ شَاءَ اللهُ، وَجَزَاكَ اللهُ خَيْرًا.

রোগী : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।

ডাক্তার : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বসুন, আপনার কিসের ব্যথা?

রোগী : আমার পিঠের ডানপাশে প্রচণ্ড ব্যথা। প্লীজ ডাক্তার সাহেব! আমি কিডনীর এক্সরে করাতে চাই ।

ডাক্তার : ঠিক আছে, এ নির্দেশনাপত্রটি নিয়ে পার্শ্ববর্তী এক্সরে কক্ষে যাবেন।

রোগী : (এক ঘণ্টা পর) ডাক্তার সাহেব! রিপোর্ট কি এখন তৈরি?

ডাক্তার : হ্যাঁ, এই হলো রিপোর্ট।

রোগী : প্লীজ ডাক্তার সাহেব! রিপোর্ট কেমন?

ডাক্তার : আপনার কিডনীর রোগ সামান্য। আর এই নিন ঔষধের প্রেসক্রিপশন, এটি মেনে চলুন ।

রোগী : ইনশাআল্লাহ তাই করব, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment