চিঠি পত্রের পরিচয় (تَعْرِيفُ الرِّسَالَةِ) : الرِّسَالَةُ শব্দটি এক বচন, বহুবচনে ٱلرَّسَائِلُ বা الرِّسَالَاتُ ব্যবহৃত হয় । দূরের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে কুশল বিনিময় ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে লিখিতভাবে যে সংবাদ পাঠানো হয়, তাকে, বা চিঠিপত্র বলে।
পত্রের প্রকারভেদ :
পত্র সাধারণত দুই প্রকার। যথা- (ক) পারিবারিক পত্র ও (খ) ব্যবহারিক পত্র ।
ক. পারিবারিক পত্র : দূরবর্তী আত্মীয়-স্বজনের লিখিতভাবে খোঁজ-খবর নেয়া বা ভাবের আদান-প্রদানের লিখিত পদ্ধতিকে পারিবারিক পত্র বলে ।
খ. ব্যবহারিক পত্র : ব্যবসা, বাণিজ্য, চাকরি, অফিস-আদালত ইত্যাদি সংক্রান্ত লিখিত বক্তব্যকে ব্যবহারিক পত্র বলে ।
পত্রের অংশসমূহ :
পত্রের দু’টি অংশ রয়েছে। যথা- ১. মূল অংশ যাতে মনের কথা লিখা হয়। ২. বাইরের অংশ বা শিরোনাম যা খামের উপর লিখা হয় ।
আরও জানুন : আরবি দরখাস্ত লেখার নিয়ম এবং নুমনা (অনুবাদ সহ)
আরবিতে পত্র লিখার নিয়ম :
আরবীতে পত্র লিখার নির্দিষ্ট কিছু রীতি-নীতি রয়েছে। যেমন-
১। শুরুতে بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ উল্লেখ করা ।
২। তারিখ ও লেখকের পরিচয় উল্লেখ করা ।
৩। বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদের নিকট চিঠি লিখার প্রথমে- سَيِّدِي – وَالِدِي – الْمُحْتَرَمُ – أُسْتَاذِي – الْمُكَرَّمُ ইত্যাদি সম্বোধনসূচক শব্দ ব্যবহার করে। السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ বলে আরম্ভ করা।
৪। চিঠির ভাষা সহজ ও সরল হওয়া।
৫। চিঠির লেখা শুদ্ধ ও স্পষ্ট হওয়া।
৬। প্রয়োজনের বেশি কোন কথা না লেখা।
৭। চিঠি নাতিদীর্ঘ হওয়া ।
৮। চিঠির কোন অংশ যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা।
৯। চিঠির খামের উপর প্রাপক ও প্রেরকের ঠিকানা পরিষ্কার ও নির্ভুলভাবে লেখা ।
আরও জানুন : আরবি দরখাস্ত : বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের জন্য
চিঠিপত্রের নমুনা :
شِيتَا غَنْج.
٥/٧ /٢٠٢٦
صَدِيقِيَ الحَمِيم!
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّةِ الطَّيِّبَةِ الْمُبَارَكَةِ وَالتَّحَبُّبِ الْعَمِيقَةِ أَرْجُو أَنْكُمْ جَمِيعًا بِعَوْنِ اللَّهِ وَرَحْمَتِهِ بِالْخَيْرِ وَالسَّلَامَةِ، أنا أَيْضًا اَلْحَمْدُ لِلَّهِ بِالْخَيْرِ وَالسَّلَامَةِ. صَدِيقِيَ أَنْتَ نَسِيتَنِي لِأَنَّكَ مُنْقَطِع الرِّسَالَةِ مُنْذُ أَيَّامٍ. ثُمَّ أُخْبِرُكُمْ بِأَنَّ زواج أُخْتِيَ الْكَبِيرَةَ سَيَنْعَقِدُ مَعَ رَجُلٍ شَرِيفٍ مُوَظَّفٍ حُكُومِيٍّ فِي ١١ / ٥ /٢٠٢٦ . أَنْتَ مَدْعُوِّي إِلَى حَفْلَةِ الزِّوَاجِ فَلَا بُدَّ أَنْ تَحْضُرَ مَعَ أَسْرَتِكَ قَبْلَ الزِّوَاجِ بِيَوْمَيْنِ وَلَا أَسْمَعُ عُذْرًا مِنْكَ.
تَبَلَّغُونَ السَّلَامَةَ إِلَى أَبَوَيْكُمَا الْمُحْتَرَمَيْنِ وَالْحُبَّ وَالشَّفَقَةَ إِلَى الصِّغَارِ- خِيَامًا أَدْعُو إِلَى اللَّهِ النَّجَاحَ فِي حَيَاتِكُمُ الْمُسْتَقْبَلِيَّةِ-
صَدِيقُكُمْ
مِنْهَاجُ الدِّينِ، شِيتَا غَنْج
| ٱلْمُرْسَلُ إِلَيْهِ مُحَمَّد أَبُو الْكَلَامِ سِفْرًا شِيرْ هَات نَوَاخَالِي |
طَابِع
ٱلْمُرْسَلُ
مُحَمَّد مِنْهَاجُ الدِّينِ
كِيرَانِيَهَات
شِيتَا غَنْج |
চট্টগ্রাম
তাং ৭/৫/২০২৬ ইং
প্রিয় বন্ধু!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
পবিত্র অভিবাদন ও গভীর ভালোবাসা জ্ঞাপন বাদ আশা করি, তোমরা সবাই আল্লাহর মেহেরবানি ও দয়ায় ভালো ও নিরাপদে আছ । আমিও আলহামদুলিল্লাহ ভালো ও নিরাপদে আছি । বন্ধু! তুমি আমাকে ভুলে গেছ, কেননা, তুমি বহুদিন যাবৎ পত্র থেকে বিচ্ছিন্ন। পর সমাচার, আগামী ১২/৫/২০২৬ ইং সরকারি চাকুরিজীবী এক ভদ্র লোকের সাথে আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হবে, তুমি বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত। অবশ্যই বিবাহের দু’দিন পূর্বে সপরিবারে চলে আসবে, আমি কোনো ওজর আপত্তি শুনব না ।
তোমার শ্রদ্ধেয় আব্বা-আম্মাকে আমার সালাম ও ছোটদেরকে ভালোবাসা ও স্নেহ দিবে। পরিশেষে তোমার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করছি।
তোমারই বন্ধু
মিনহাজ উদ্দিন, চট্টগ্রাম
| প্রেরক মো : মিনহাজ উদ্দিন কেরানীহাট চট্টগ্রাম। |
ডাকটিকেট
প্রাপক
মো : আবুল কালাম
চাপরাশির হাট
নোয়াখালী। |
আরও জানুন : ডাক্তার ও রোগীর মাঝে সংলাপ : আরবিতে। অর্থ সহ