হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

হরফ (حَرْف) এর : সংজ্ঞা, আলামত, উপকারিতা ও নামকরণ

আভিধানিক অর্থ : হরফ (حَرْفُ) শব্দটি একবচন, বহুবচনে الْحَرْفُ বা حُرُوفٌ; এর অর্থ হলো- পার্শ্ব, সীমানা, দ্বিধাদ্বন্দ ইত্যাদি।

পারিভাষিক সংজ্ঞা : যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না; বরং অন্যের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে থাকে, তাকে হরফ বলে ।

যেমন- إِلَى (প্রতি), مِنْ (হতে), فِي (মধ্যে) ইত্যাদি।

হরফ এর আলামত বা চিহ্ন :

কোনো কালিমা বা শব্দের মধ্যে যদি নিম্নোক্ত নিদর্শনাবলির কোনো একটি পাওয়া যায়, তবে তা حرف অব্যয়পদ হিসেবে পরিগণিত হবে । যথা-

১। শব্দটি مُخْبَرٌ عَنْهُ হওয়া সহীহ হবে না । অর্থাৎ, অন্য শব্দ দ্বারা হরফ সম্বন্ধে খবর দেয়া সহীহ হবে না ।

২। শব্দটি مُخْبَرٌ بِهِ তথা হরফ দ্বারাও কোনো কিছুর সংবাদ দেয়া সহীহ হবে না । অর্থাৎ, হরফ কখনো মুবতাদা, খবর, ফায়েল, নায়েবে ফায়েল ইত্যাদি হবে না।

৩। হরফ কখনো ইসম -এর চিহ্ন গ্রহণ করবে না। অর্থাৎ শব্দের সাথে حَرْفُ جَرٍّ – تَنْوِينٌ – أل ইত্যাদি ইসম -এর কোনো চিহ্ন সংযুক্ত হবে না ।

৪। হরফ কখনো ফেল এর চিহ্ন গ্রহণ করবে না । অর্থাৎ, قد – س – سوف ইত্যাদি চিহ্ন হরফে প্রবিষ্ট হবে না ।

আরও জানুন : ইসম : অর্থ, সংজ্ঞা, প্রকারভেদ, আলামত ও উদাহরণ সমূহ

হরফের উপকারিতা :

আরবি ভাষায় হরফ এর অনেক উপকারিতা রয়েছে। যেমন-

১। দু’টি ইসম-এর মধ্যে সম্পর্ক স্থাপন করা। যেমন- زَيْدٌ فِي الدَّارِ (যায়েদ বাড়িতে আছে) زَيْدٌ এবং دَارٌ উভয়টি ইসম। এই ইসম দুটোর মধ্যে فِي অব্যয়টি সম্পর্ক স্থাপন করেছে।

২। দু’টি ফেল মধ্যে সম্পর্ক স্থাপন করা। যেমন- أُرِيدُ أَنْ تَذْهَبَ (আমি চাই, তুমি যাও )- এখানে أُرِيدُ এবং تَذْهَبَ এর মধ্যে أَنْ হরফটি সংযোগ স্থাপন করেছে।

৩। একটি ইসম ও একটি ফেল এর মধ্যে সংযোগ স্থাপন করা। যেমন- ضَرَبْتُ بِالْخَشَبَةِ (আমি লাঠি দ্বারা মেরেছি।) এখানে ضَرَبْتُ ফেল আর الْخَشَبَةِ ইসম, ب এ হরফে জারটি উপরোক্ত ইসম ও ফেল এর মধ্যে সংযোগ স্থাপন করেছে ।

৪। দু’টি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা। যেমন- إِنْ جَاءَنِي زَيْدٌ أُكْرِمْهُ (যদি আমার কাছে যায়েদ আসে, তবে আমি তাকে সম্মান করব।) এখানে إِنْ হরফে শর্তটি جَاءَنِي زَيْدٌ এবং أُكْرِمْهُ দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

আরও জানুন : ফেল(فِعْلٌ) এর সংজ্ঞা, প্রকারভেদ, আলামত ও নামকরণ

হরফ -এর নামকরণের কারণ :

হরফ (حَرْف)এর শাব্দিক অর্থ- পার্শ্ব বা কিনারা; হরফ কে হরফ নামে নামকরণের কারণ হলো, তা স্থানে ও মানে বাক্যের এক প্রান্তে অবস্থান করে। অথবা এই হরফ পদটি মুসনাদ ও মুসনাদ ইলাইহি কোনোটিই হয় না । তাই মানগত দিক দিয়ে হরফটি ইসম ও ফেলের তুলনায় প্রান্ত বা পার্শ্ব পর্যায়ে অবস্থিত। তাই একে হরফ নামে নামকরণ করা হয়েছে।

কারো মতে, হরফ অর্থ মাধ্যম; যেহেতু শব্দ মালার মাঝে পরস্পর সম্পর্কযুক্ত সাধন করে পূর্ণাঙ্গ বাক্য সৃষ্টিতে মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে, তাই একে হরফ নামে নামকরণ করা হয়েছে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment