ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন (স্কুল, কলেজ ও মাদ্রাসা)

স্কুলের ভেতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের সমীপে একটি দরখাস্ত লেখ।

অথবা, মনে কর, তোমার বিদ্যালয়ে কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই। এ অবস্থায় বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৩/০৭/২০২..ইং
বরাবর,
প্রধান শিক্ষক
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়
বিষয় : বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন।

মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্রছাত্রী। এই শিক্ষাপ্রতিষ্ঠানে দুই হাজারেরও অধিক ছাত্রছাত্রী লেখাপড়া করি। প্রতিষ্ঠানের পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিবেশ ভালো হলেও এখানে কোনো ক্যান্টিন নেই। অধিকাংশ ছাত্রছাত্রী দূর-দূরান্ত থেকে লেখাপড়া করতে আসি। অনেকের পক্ষেই নানা কারণে বাসা থেকে টিফিন নিয়ে আসা সম্ভব হয় না। স্কুলের টিফিন পিরিয়ডের সময়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে টিফিন কিনে আনা ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয়। পরবর্তী চারটি পিরিয়ড করার পর আমাদের শরীর ও মন দুর্বল হয়ে পড়ে। ফলে অভুক্ত অবস্থায় বিকাল চারটা পর্যন্ত কাটাতে হয়। এমতাবস্থায় স্কুলের ক্যাম্পাসের ভেতরে একটা ক্যান্টিন স্থাপন করা হলে ছাত্রছাত্রীদের এ সমস্যা নিরসন হতে পারে।

অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে, বিদ্যালয় প্রাঙ্গণে অতিসত্বর একটি ক্যান্টিন স্থাপন করে ছাত্রছাত্রীদের দুপুরের খাওয়ার সুব্যবস্থা গ্রহণ করলে বিশেষভাবে বাধিত হব।

নিবেদক
আপনার অনুগত ছাত্রছাত্রীদের পক্ষে,
আরিফুল ইসলাম
নবম শ্রেণি, রোল নং ২

আরও দেখুন: বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র

কলেজের ভেতরে একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে কলেজ প্রধানের নিকট একটি আবেদনপত্র লেখ ।

তারিখ : ১৫জানুয়ারী, ২০২..ইং
বরাবর,
প্রধান শিক্ষক
কলতাপাড়া ডিগ্রি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
বিষয় : কলেজের ভেতরে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন ।

জানব,
সবিনয় নিবেদন এই যে, আমরা প্রায় পাঁচশ ছাত্র আপনার কলেজে অধ্যয়ন করছি। আমাদের প্রায় অনেকের বাড়ি দূরে হওয়ায় টিফিনের সময় বাড়ি থেকে খাবার খেয়ে ক্লাস করা সম্ভব হয় না। তাছাড়া কলেজের কাছে কোনো ভালো রেস্টুরেন্ট না থাকায় টিফিন পিরিয়ডে ছাত্ররা যত্রতত্র নাস্তা করে থাকে। এতে টাকাও যেমন বেশি খরচ হয় তেমনি নোংরা পরিবেশে খাবার গ্রহণ করার ফলে ছাত্রদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়ে থাকে। কলেজ প্রাঙ্গণে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ক্যান্টিন স্থাপন করলে ছাত্রদের এ দুর্ভোগ লাঘব হবে। তাতে ছাত্রদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না ।

অতএব, মহোদয়ের কাছে বিনীত নিবেদন, অনুগ্রহপূর্বক কলেজ প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপন করে কলেজ ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের সুযোগ সৃষ্টি করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
কলতাপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদের পক্ষে
মোঃ মারুফ আলম

আরও দেখুন: গভীর নলকূপ/বিদ্যালয়ে নলকূপ স্থাপনের জন্য আবেদন(২টি)

মাদ্রাসার ভেতর একটি ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ ।

২১শে জুন ২০২..ইং
মাননীয়
অধ্যক্ষ সাহেব
গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা।
বিষয় : মাদ্রাসার ভেতরে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন ।

জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই । প্রতিদিন আমরা দূরদূরান্ত থেকে মাদ্রাসায় আসি । নানা কারণে অনেকের পক্ষে প্রতিদিন টিফিন আনা সম্ভব হয় না । মাদ্রাসার টিফিন পিরিয়ডের স্বল্পতম সময়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে টিফিন কিনে আনা ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয় । মাদ্রাসার ভেতরে একটি ক্যান্টিন স্থাপন করা হলে শিক্ষার্থীরা নির্দিষ্ট মূল্যে হাতের কাছেই খাবার পেত । এর ফলে তাদের আর বাইরে খেতে যেতে হতো না ।

অতএব, ছাত্রছাত্রীদের বৃহত্তর প্রয়োজনের কথা বিবেচনা করে শীঘ্রই মাদ্রাসা ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা গ্রহণে মহোদয়ের মর্জি হয় ।

বিনীত
ছাত্রছাত্রীবৃন্দ
গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা।

আমার মূল লক্ষ্য একটাই (Sikkhagar-শিক্ষাগার) ওয়েবসাইটের হাত ধরে “শিক্ষা হবে উন্মুক্ত ও বাণিজ্যমুক্ত”। এই প্লাটফর্মে থাকবে একাডেমিক প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি, চাকরি প্রস্তুতি, স্পেশাল স্কিল এবং ধর্মীয় শিক্ষাসহ নানাবিধ বিষয়ে জ্ঞান অর্জনের সুবর্ণ সুযোগ।

Leave a Comment

error: Content is protected !!